![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Haus am See
হিটলারকে ইতিহাসের কুখ্যাত খুনী হিসেবে জানলেও ক’জনই বা শিল্পী হিটলারকে জানি?
Prague in the Fog
প্রথম জীবনে হিটলার একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। নিজের মধ্যে দেখতে পেয়েছিলেন একজন সম্ভবনাময় শিল্পীকে। সেই উদ্দেশ্যে অস্ট্রিয়ার “একাডেমী অফ ফাইন আর্টস”- এ ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সুযোগ পাননি। সুযোগ পেলে হয়ত পৃথিবীর ইতিহাসটা অন্যভাবে লেখা হত। শিল্পচর্চাই হতে পারত হিটলারের ধ্যান-জ্ঞান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে ইতিহাসে হয়ত কোন ঘটনার উল্লেখই থাকত না। হিটলারও পরিচিতি পেত না বিশ্বের সবচেয়ে কলঙ্কজনক ইতিহাসের নায়ক হিসেবে।
The Courtyard of the Old Residency in Munich by Adolf Hitler
“একাডেমী অফ ফাইন আর্টস” থেকে প্রত্যাখ্যাত হয়ে আবার ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার তার পরীক্ষাই নেয়া হয়নি। ডাইরেক্টর তাকে উপদেশ দিলেন, “তোমার আর্টে কিছু হবে না। আর্কিটেকচারে চেষ্টা করে দ্যাখো।”
‘স্কুল লার্নিং সার্টিফিকেট’ না থাকার কারণে আর্কিটেকচারেও ভর্তি হতে পারেন নি।
Untitled painting by Adolf Hitler
এরপরও আঁকাআঁকি ছেঁড়ে দেননি। আঁকাআঁকির কাজ চালিয়ে গিয়েছিলেন পুরোদমে। তরুণ বয়সে নিজের আঁকা চিত্রকর্ম পর্যটকদের কাছে বিক্রি করতেন।
Mother Mary with the Holy Child Jesus Christ in 1913 by Adolf Hitler
হিটলারের প্রথম জীবনে আঁকা চিত্রকর্মগুলো একেবারে হারিয়ে যায়নি।
জানা যায়, হিটলার দুই থেকে তিন হাজার ছবি এঁকেছিলেন।
Tree at a track by Adolf Hitler from 1911
অধিকাংশ ছবিই তেলরং ও জলরংয়ে আঁকা। এখনো প্রতিবছর তার আঁকা ছবিগুলো নিলামে উঠানো হয় এবং সেগুলো খুব চড়া দামে বিক্রি হয়।
A watercolour painting of Neuschwanstein castle
Minoritenkirche Vienna by Adolf Hitler
Blumenstillleben by Adolf Hitler
Road to No Man’s Land by Adolf Hitler · 1916
The Munich Opera House
Tank Battleground by Adolf Hitler · 1916
Informal Dining Room Long View
Rolling Hills
Hofbräuhaus
আরো কিছু চিত্রকর্মঃ
[অনলাইনের বিভিন্ন সাইট এবং ব্লগ থেকে সংগ্রহীত]
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫
জুপিটার মুহাইমিন বলেছেন: অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন।
সত্যিই চমৎকার ছবি আঁকতেন......!!
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
যূথচ্যুত বলেছেন: ব্যাটা যে পেইন্টার হতে চেয়েছিল--এ তথ্যটা জানতাম।
প্রথম জীবনে পেটের দায়ে নাকি প্রচুর প্রচুর পোর্ণোগ্রাফিক ছবি এঁকেও বিক্রি করত। কিন্তু এই ছবিগুলো দেখে বেচারাকে খুব একটা কাঁচা শিল্পী মনে হচ্ছে না।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১
জুপিটার মুহাইমিন বলেছেন: কিছু কিছু ছবির দিকে তাকিয়ে অজান্তেই মুখফুটে বেড়িয়ে আসছে, "অসাধারণ!"
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২২
নূর-ই-হাফসা বলেছেন: কিছু ছবি দেখে দ্বিধাবোধ হচ্ছে এতটা বাস্তব যে বুঝাই যাচ্ছে না ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
জুপিটার মুহাইমিন বলেছেন:
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯
আমার আব্বা বলেছেন: আমার সবথেকে প্রিয় ব্যক্তিবর্গের মধ্যে একজন হিটলার, তার আঁকা চিত্রকর্ম অসাধারন
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
আবু তালেব শেখ বলেছেন: চমৎকার কালেকশন
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০১
জুপিটার মুহাইমিন বলেছেন: প্রিয়তে রেখে দিতে পারেন।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
কানিজ রিনা বলেছেন: ছবিগুল অসাধারন, তবে মানুষ যখন
ক্ষমতা অপব্যবহারে নিষ্ঠুর হয়ে যায়
তখন তার গুনগুল মানুষ গ্রহন করেনা।
হিটলারের নাম নমরুদ ফেরাউনের সাথে
কুক্ষিগত। মানুষের নিষ্ঠুরতায় ধ্যান জ্ঞান
যত গুনাগুন অন্ধকারে ঢেকে যায়।
তবে নয় নম্বর ছবিটা সরিয়ে নিলে ভাল
হবে ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
জুপিটার মুহাইমিন বলেছেন: "মানুষ হিসেবে হিটলার কেমন ছিলেন" সেটা বিচার করা কিন্তু এই পোস্টের উদ্দেশ্য নয়।
নয় নম্বর ছবিটা সরিয়ে ফেলা হয়েছে।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: জুপিটার মুহাইমিন ,
চমৎকার ।
একজন শিল্পী কি করে বিশ্বত্রাস হয়ে উঠতে পারে, নিশ্চয়ই তার পেছনে ইতিহাসের বাইরেও একটি কাহিনী আছে !
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
জুপিটার মুহাইমিন বলেছেন: ব্লগটি দেখার জন্য আপনাকেও ধন্যবাদ...
৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০
দুঃখ বিলাস বলেছেন: "অসাধারণ!"
৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
প্রামানিক বলেছেন: অসাধারণ ছবি। হিটলার এত ভালো আর্টিষ্ট ছিলেন এটা জানা ছিল না।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
জুপিটার মুহাইমিন বলেছেন: ভাই আমারও জানা ছিল না। কত অজানারে ...
১০| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:২৪
আরণ্যক রাখাল বলেছেন: কোন ব্যক্তি যখন কোটি লোকের মৃত্যুর কারণ হয়ে যায়, তখন তাদ শিল্প কর্মকে ঠিক উপভোগ করতে পারি না।
১১| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
কানিজ ফাতেমা বলেছেন: পোষ্টটি সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম ।
জীবন খুব রহস্যময় ! ছবিগুলো তার জলন্ত প্রমান ।
শুভ কামনা রইল ।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০০
জুপিটার মুহাইমিন বলেছেন: জীবন রহস্যময়!
যার তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে একেকটা ছবি, তার হাতেই প্রাণ হারিয়েছে কোটি কোটি মানুষ। সত্যিই অবিশ্বাস্য।
ধন্যবাদ...... কানিজ ফাতিমা আপু
১২| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সুমন কর বলেছেন: চিত্রকর্মগুলো আসলেই অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
জুপিটার মুহাইমিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২
ডঃ এম এ আলী বলেছেন: অনুসরন করার জন্য ধন্যবাদ ।
হিটলারের আঁকা ছবিগুলি দেখে তাকে নতুনভাবে চেনা হল ।
শুভেচ্ছা রইল ।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সংগ্রহ !!
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩
করুণাধারা বলেছেন: এই চমৎকার ছবিগুলো হিটলারের আঁকা? কোথায় পেলেন এমন দারুন ছবিগুলো?