![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Salesman (2016)
আর্থার মিলারের ‘দ্য ডেথ অফ আ সেল্সম্যান’ নিয়ে নাটক করছে ইমাদ ও রানারের দল। এই দম্পতি নতুন ফ্লাটে উঠেছে। সেখানেই ঘটে ভয়াবহ দূর্ঘটনা। রানার উপর অজানা অচেনা কেউ হামলা করে বসে। প্রতিবেশী মারফত জানা যায় তাদের ফ্লাটে এর আগে একজন দেহব্যবসায়ী মহিলা থাকতেন। সন্দেহ করা হয় সেই মহিলার কোন কাস্টমারই রানার উপরে হামলা করেছে।
একসময় ধরা পরে অপরাধী। ধরা পড়ার পর অপরাধীর কি শাস্তি প্রাপ্য সেটা নিয়েও চলে একধরণের সাইকোলজিক্যাল টানাপোড়ান।
সিনেমার শেষটা আপনাকে মানসিক যন্ত্রণা দিয়ে ছাড়বে।
A Separation (2011)
বিচারকের কাছে এক দম্পতি বিবাহ বিচ্ছেদ চাইছে। এখান থেকেই সিনেমার শুরু। তারপর কাহিনীতে আসে নতুনত্ব। একটা খুন, শুরু হয় কোর্টরুম ড্রামা।
বিচ্ছেদ কোনভাবেই আটকে থাকেনি। সিনেমার শেষ দৃশ্যে দম্পতির ১১ বছর বয়সী একমাত্র কন্যা তেরমেহকে জিজ্ঞেস করা হয়, বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর সে কার কাছে থাকবে? বাবা না মায়ের কাছে?
তেরমেহের উত্তর আমরা জানতে পারি না। কিন্তু এটুকু জানতে পারি যে সে নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে সিদ্ধান্ত তার বাবা মায়ের সামনে জানাতে চায় না। এরপরই সিনেমার সমাপ্তি টানা হয়। সিদ্ধান্ত ছেড়ে দেয়া হয় দর্শকের উপর। কার কাছে থাকবে তেরমেহ।
**** উপরের দুটো সিনেমাই অস্কার পাওয়া। দুটোর পরিচালকই আসগর ফরহাদি। দুটোই ইরানি ফিল্ম। ইরানি ফিল্মের ফ্যান অনেক আগে থেকেই। ইরানি পরিচালক মাজিদ মাজিদির পর এবার পাকাপাকিভাবে আসগর ফরহাদির ফ্যান হয়ে গেছি।
.
পুনশ্চ: ফুল রিভিউ লেখার ধৈর্য যেহেতু হয় না, এখন থেকে দু এক লাইনের ন্যানো রিভিউ লেখব।
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৯
জুপিটার মুহাইমিন বলেছেন: দ্যা সেলসম্যানও ভালো লাগবে আশা করি।
২| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: দেখেছি।
অসাধারন
১৮ ই মার্চ, ২০১৮ রাত ৩:৩০
জুপিটার মুহাইমিন বলেছেন: হুম, সত্যিই অসাধারণ!
৩| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২
কালীদাস বলেছেন: ন্যানো রভিউ?! হাহ! রিভিউ আর শর্ট সামারি শব্দ দুইটার পার্থক্য কি তাহলে?
১৮ ই মার্চ, ২০১৮ রাত ৩:২৮
জুপিটার মুহাইমিন বলেছেন: কোন পার্থক্য নেই। অবশ্যই এই পোস্টের জন্যে....
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৮ রাত ২:০৩
সালাহ উদ্দিন শুভ বলেছেন: A separation মুভিটা দেখেছি। সেলসম্যান এখনো দেখা হয়নি। তবে সেপারেশন দেখেই আসগর ফারিদীর ফ্যান হয়ে গেছি। কি নিখুঁত পরিচালনা