![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিএসডি টু এইচটিএমএল অথবা অন্য কোন কাজে পিএসডি লেআউটে যেকোন ফটোশপ লেয়ারকে সিএসএস৩ তে রূপান্তরিত করতে হলে সাধারণত কোড লিখে করতে হয়। আপনার এই কষ্ট কমাতে একটি ফটোশপ প্লাগিন ব্যবহার করাই যথেষ্ট। এই প্লাগিনের মাধ্যমে যেকোন ফটোশপ লেয়ারকে কয়েক ক্লিকের মাধ্যমেই সিএসএস৩ কোডে পরিণত করতে পারবেন। প্লাগিনের ব্যবহারবিধি খুবই সহজ।
ডাউনলোডঃ
ফটোশপ সিএস৩ এবং সিএস৪
ফটোশপ সিএস৫ এবং সিএস৬
ইন্সটল এবং ব্যবহারবিধিঃ
* প্রথমে উপরের লিঙ্ক থেকে প্লাগিনটি ডাউনলোড করে নিন।
* ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করে ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে ফটোশপের windows > Extension এর মধ্যে প্লাগিনটি দেখা যাবে।
* এবার যেকোন একটি ফটোশপ লেয়ার সিলেক্ট করুন এবং windows > Extension > CSS3Ps এ ক্লিক করুন।
* নতুন একটি ট্যাব ওপেন হবে। ট্যাবের মধ্যে বাটনে ক্লিক করুন।
* ৫ সেকেন্ড সময় নিবে। এর মধ্যে লেয়ারটিকে সিএসএস৩ তে রূপান্তরিত করবে।
* ৫ সেকেন্ড পড়ে আপনাকে ফ্রেশ সিএসএস৩ কোড দিবে।
এবার এখান থেকে কোড কপি করে আপনার ইচ্ছামত ব্যবহার করুন।
ফেসবুকে আমি
একটি বিজ্ঞাপন
=========================================================
ওয়েব হোস্টিং মেগা অফারঃ ১২০০ টাকায় ডোমেইন এবং ১ জিবি হোস্টিং। সাথে ফ্রী বিল্ট-ইন এসইও টুলস।
অর্ডার করুনঃ http://secure.hostingfair.com/cart.php?gid=2
অথবা
হটলাইনঃ ০১৬৭৩১৮২৫৭৪
ফিচারঃ
-ফুল কন্ট্রোলসহ ১ টি ডট কম ডোমেইন
-১ জিবি ডিস্ক স্পেস
-১০ জিবি মাসিক ব্যান্ডউইথ
-ইঞ্জিনএক্স সার্ভার
-ক্লাউডলিনাক্স
-সফটকুলাস প্রো
-ডেইলি ব্যাকআপ ম্যানেজমেন্ট
-বিল্ট-ইন প্রিমিয়াম এসইও টুলস
-ট্রেন্ডী সাইট বিল্ডার
-ব্রিজি ওয়েবসাইট বিল্ডার
-ভাইরাস স্ক্যানার টুলস
অর্ডার করতে অথবা যেকোন সাহায্যের জন্য ফোন করুনঃ ০১৬৭৩১৮২৫৭৪
=========================================================
২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪
নূর আদনান বলেছেন: ধন্যবাদ, এখন কাজ হইলেই হয়
৩| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
অহনাব বলেছেন: thanks.
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আপনাকে।