![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজিব ভ্রমন, ছবি তোলা আর ক্রিকেট - আমার প্রিয়
প্রিয় ব্লগার বন্ধুরা,
এই ব্যপারে প্লিজ হেল্প করেন... আমি ভারতের ৬ মাসের মাল্টিপল ভিসা পেয়েছি ... "By Haridashpur/By Rail Gede" এই পথে!!!
আমি যদি নেপাল/ভুটান বাই রোডে যেতে চাই... তাহলে কি এই মাল্টিপল ভিসাতে যাওয়া সম্ভব... নেপাল/ভুটানে তো কোনো প্রবলেম হওয়ার কথা না কারন ওরা পোর্ট এন্ট্রি ভিসা দেয়... কিন্তু ভারতের ট্রানজিট ভিসা না নিয়ে শুধু মাল্টিপল ভিসাতে কি নেপাল/ভুটান পর্যন্ত বাই রোডে যেতে দিবে???
আর...যেহেতু রুট সিলেক্ট করেছি "By Haridashpur/By Rail Gede" ... সেজন্যে তো বুড়িমারী দিয়ে যাওয়াটাও তো সম্ভব না!!! তাইনা??? কেউ এ ব্যপারে জানলে দয়া করে বিস্তারিত জানান।
ধন্যবাদ।
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
রাজিব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ...
কিন্তু মাল্টিপল ভিসাতে যাওয়া সম্ভব কিনা সেটা জানা দরকার!!!!
২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ভুটান যেতে হলে আপনাকে জয়গাঁও সীমান্ত দিয়ে যেতে হবে।
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
রাজিব শাহরিয়ার বলেছেন: হুম... এটা জানতাম না ... ধন্যবাদ
৩| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: মাল্টিপল ভিসা মানে হলো যে পোর্টের কথা উল্লেখ রয়েছে, শুধু সেই পোর্ট দিয়েই একাধিকবার ভারতে যেতে-আসতে পারবেন, অন্য কোন পোর্ট দিয়ে না। ট্রান্জিট ভিসা হলে একাধিক পোর্টের নাম দেয়া থাকে ভিসায়।
২১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৬
রাজিব শাহরিয়ার বলেছেন: কিন্তু ভারত নাকি ট্রানজিট ভিসা দেয় না... তাহলে ভারত হয়ে নেপাল/ভুটানে বাই রোডে যাওয়ার উপায় কি?
৪| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
শাহাদাত_১৩ বলেছেন: আপনার এই ভিসাতে সম্ভব না। ভারত এখন ট্রানজিট ভিসা দেয় না। ভারত এবং নেপাল/ভুটান যেতে হলে ভারত এবং নেপাল/ভুটানের সব জায়গার ভিসা লাগবে।
আপনি আর একটা ভুল করছেন By Air না দিয়ে। ভারত থেকে নেপাল বা ভুটান ফ্লাই করলে খরচ কম পরবে।
২১ শে মে, ২০১৪ দুপুর ২:৪৮
রাজিব শাহরিয়ার বলেছেন: ভারত এখন যদি ট্রানজিট ভিসা না দেয়... তাহলে বাই রোডে দেশগুলোতে সবাই যাচ্ছে কিভাবে?
আমি যদি বাই রোডে ভারত হয়ে নেপাল যাই ... তাহলে আমাকে কি কি করতে হবে... ভাই একটু ক্লিয়ার করে বলেন...।
৫| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ভাই একটা প্রশ্ন ভিসার ডেট আপনি কি নিজে নিয়েছিলেন? নিলে এ্যাপন্টমেনট ডেট এর জন্য কথন আবেদন করেছিলেন
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:২৯
রাজিব শাহরিয়ার বলেছেন: নারে ... ভাই... এখন কি আর অনলাইনে নিজে আবেদন করে ইন্ডিয়ার ভিসা পাওয়া কি সম্ভব?? টাকা দিয়ে ... ভিসা প্রসেসিং এজেন্সি-র লোক করেছে... তাকে আমার ইনফরমেশন দেয়ার ৫-৬ দিন পরে এ্যাপন্টমেনট ডেট আবেদনটা দিয়েছিল... ডেট পরেছিল তারও ১৫-১৬ দিন পরে...
৬| ২১ শে মে, ২০১৪ রাত ৮:১৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমি যখন ভিসা নেই, তখন আমিও শুনেছিলাম ট্রান্জিট ভিসা দেয়না। কিন্তু দিয়েছিলো। আপনিও ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন, দিলে দিলো, না দিলে নাই। আমার মনে হয় পাসপোর্টে আগের ভারত ভ্রমন, এবং ডকুমেন্টস্-এর কোয়ালিটি ভালো থাকলে ট্রান্জিট ভিসা দিয়ে দেবে।
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৩১
রাজিব শাহরিয়ার বলেছেন: হুম...সেটাই। পরেরবার ট্রাই করতে হবে। যাহোক ...অনেক ধন্যবাদ নক্শী কাঁথার মাঠ ভাই... ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য...।
৭| ২১ শে মে, ২০১৪ রাত ৮:৪১
গেন্না বয় বলেছেন: মাল্টিপল ভিসা দিয়ে নেপাল যেতে পারবেন না। ট্রানজিট ভিসা লাগবে।
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩
রাজিব শাহরিয়ার বলেছেন: হুম ... কি আর করা...।
৮| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩
লিখেছেন বলেছেন: hmm....
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২
সাইফুর রহমান পায়েল বলেছেন: পোস্টটা আমি আজই দেখলাম। ভারতের মাল্টিপল ভিসা থাকলে আপনি ভুটান/নেপাল ঘুরতে পারবেন। তবে দাদারা আপনার কাছ থেকে টাকা নেয়ার জন্য বলবে এই পোর্ট এর নাম দেয়া নেই। যেতে পারবেন না। ৫০০ রুপি দিলেই হবে।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮
রাজিব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ পায়েলভাই!!! এটা জানা দরকার ছিল
১০| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৮
হাসান মাহমুদ তানভির বলেছেন: সাইফুর রহমান - নাহ। ভুটানে টাকা দিয়ে সমভব না। আমি জয়গাও বর্ডার দিয়ে ট্রাই করেছিলাম। পাস্পোর্টে এন্ট্রি থাকতে হবে বর্ডার এর নাম।
১১| ১৯ শে জুন, ২০১৬ রাত ১১:২৪
wasim বলেছেন: ভাই ভারতের মাল্টিপল ভিসা দিয়ে কি আপনি পরে ভুটান/নেপাল গিয়েছিলেন? আমার হেল্প লাগবে
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
সেতুর বন্ধন বলেছেন: আমি গত বছর মাল্টিপল ভিসা দিয়ে নেপাল গিয়েছি কাকরভিটা দিয়ে সেখানে ১০০০ রুপি দিতে হয়েছে, আমার নেপালের ভিসা ছিল।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
সেতুর বন্ধন বলেছেন: আমি গত বছর মাল্টিপল ভিসা দিয়ে নেপাল গিয়েছি কাকরভিটা দিয়ে সেখানে ১০০০ রুপি দিতে হয়েছে, আমার নেপালের ভিসা ছিল।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: যে পোর্ট উল্লেখ থাকবে সে পোর্ট দিয়েই শুধু যেতে-আসতে পারবেন। আমি ট্রানজিট ভিসা নিয়েই ভুটান গিয়েছিলাম।