![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজকের এই পোস্টটি তৈরি করেছি মহাকাশ এর কিছু তথ্য দিয়ে । ইনশাল্লাহ আশা করছি আমার সহ ব্লগার ভাইদের কাছে ভালো লাগবে ।
হাতে সময় কম থাকায় এই পোস্টে ৩৫টি তথ্য নিয়ে তৈরি করেছি । আশা করছি সামনে পোস্টে অন্য বিষয় লেখব ।
(১) প্রথম মহাকাশচারী জীব হল লাইকা নামের একটি কুকুর । ১৯৫৭ সালে রাশিয়ার স্পুটনিক ২ তে চড়ে মহাকাশে যাত্রা করেছিল। অক্সিজেনের অভাবে মহাকাশেই এর মৃত্যু হয় ।
(২) আমাদের সুর্য ও সমস্ত সৌরজগত ২৫০ মিলিয়ন বছরে একবার আকাশঙ্গার চারদিকে প্রদক্ষিন করে । এই ২৫০ মিলিয়ন বছর কে এক গ্যালাক্টির ইয়ার বলা হয় ।
(৩) আজ পর্যন্ত একবার মাত্র গ্রহানুর আঘাতে একটি কৃত্তিম উপগ্রহ বিনশক্ট হয়েছিল । ১৯৯৩ সালে ইউরোপিয়ান স্পেশ এজেন্সির অলিম্পাস উপগ্রহ ।
(৪) ভলকান নামের একটি গ্রহের কথা হয়তো আপনি শুনে থাকবেন । অনেকদিন ধরে মহাকাশবিদরা এর অস্তিত্ত কল্পনা করতেন । মনে করা হত যে এই গ্রহটি বুধ ও সূর্যের মাঝে রয়েছে ।
(৫) BluBlocker সানগ্লাসের জন্ম নাসার আমেরিকান মহাকাশবিদদের জন্য তৈরী লেন্স থেকে ।
(৬) ওজন হিসাবে সূর্যে ৭০% হাইড্রোজেন, ২৮% হিলিয়াম ১.৫% নাইট্রোজেন, ও ০.৫% অন্যান্য গ্যাস রয়েছে ।
(৭) Carolyn Shoemaker একজন মাহাকাশবিদ যিনি প্রায় ৩০০ টি গ্রহানু আবিষ্কার করেন ।
(৮) প্রতিদিন সূর্যের তাপে পৃথিবীর ১ ট্রিলিয়ন (1000000000000 টন) টন জল বাষ্পিভুত হয় ।
(৯) প্রতি ২৩৮ বছরে নেপচুন ও প্লুটোর কক্ষের পরিবর্ত্ন হয় এর ফলে নেপচুন সুর্যের থেকে দূরতম গ্রহ হয় ।
(১০) নেপচুন গ্রহটি অঙ্ক করে আবিষ্কার করা হয় ।
(১১) যদি আপনি বুধ গ্রহে দাঁড়িয়ে সূর্যের দিকে দেখেন তাহলে সূর্যকে পৃথিবীতে দেখা সূর্যের থেকে ২.৫ গুন বড় দেখাবে ।
(১২) ১৯৫৮ সালে আমেরিকা ৩ টি ইঁদুর কে মহাকাশে পাঠায় তাদের নাম মিয়া লাস্কা ও বেনজি ।
(১৩) একটি স্পেশ শাটল কেবলমাত্র ৮ মিনিটে ২৭০০০ কিমি/ঘন্টার গতিতে পৌছায় ।
(১৪) বৃহস্পতি গ্রহটি ১২ বছরে একবার সূর্যকে প্রদক্ষিন করে ।
(১৫) বৃহস্পতি গ্রহটি নিজের অক্ষের উপরে একপাক ঘুরতে ১০ ঘণ্টার কিছু কম সময় নেয় ।
(১৬) মঙ্গলের অলিম্পাস মন্স সৌরজগতের সবথেকে বৃহত্তম আগ্নেয়গিরী ।
(১৭) প্লুটোই একমাত্র গ্রহ যেখানে এখোনো পর্যন্ত কোনো মহাকাশযান পাঠানো হয়নি ।
(১৮) ১৯৩০ সালের ১০ই ফেব্রুয়ারী Clyde Tombaugh প্লুটো আবিষ্কার করেন ।
(১৯) এখোনো পর্যন্ত ইঊরেনাসের ২৭ টী উপঘহ খুজে পাওয়া গেছে ।
(২০) ইউরেনাস এমন একটি গ্রহ যা উত্তর দক্ষিনে তার আহ্নিক গতি সম্পন্ন করে ।
(২১) ইউরেনাসে গ্রীষ্ম ও শীত ঋতু ২১ বছর (পৃথিবীর) ধরে থাকে ।
(২২) কিছু কিছু গ্রহাণুর নিজসব উপ-গ্রহানু রয়েছে, যা এদের কে প্রদক্ষিন করে ।
(২৩) মহাকাশচারিরা মহাকাশে গেলে মাধ্যাকর্ষের অভাবে সামান্য লম্বা হয়ে যায় ।
(২৪) পৃথিবী থেকে আমরা চাঁদের ৫৯% দেখতে পাই । বাকি ৪১% উল্টোদিকে মুখ করে থাকে ।
(২৫) পৃথিবীতে আপনার ওজন যদি ১০০ কেজি হয় তবে মঙ্গলে আপনার ওজন হবে মাত্র ৩৮ কেজি ।
(২৬) ধূমকেতুর লেজ সর্বদা সূর্যের বিপরিত দিকে থাকে ।
(২৭) পৃথিবীর মাধ্যাকর্ষনকে অতিক্রম করতে যেকোনো মহাকাশজানের গতি হতে হবে সেকেন্ডে ৭ মাইল ।
(২৮) যদি কেউ স্পেশশুট ছাড়া মহাকাশে বেরোয় তাহলে তার শরীর অক্সিজেনেও অভাবে মারা যাওয়ার পরিবর্তে বোমার মত বিষ্ফোরিত হবে! কারন মহাকাশে বায়ুর চাপ নেই ।
(২৯) Jonathan Swift এর লেখা Gulliver’s Travels এ মঙ্গলের দুটি উপগ্রহের কথা বর্ননা রয়েছে । অথচ এই বই লেখার ১০০ বছর পরে মঙ্গলের উপগ্রহ দুটির আবিষ্কার হয় ।
(৩০) মহাকাশে যাত্রা করার সময় মহাকাশবিদরা ঠিকভাবে কাঁদতে পারে না, কারন মাধ্যাকর্ষনের অভাবে অশ্রু গড়িয়ে পড়ে না । শুন্যে ভেসে থাকে ।
(৩১) একটি মহাকাশ অভিযানে দেখা গেছে যে ব্যাঙ উপরের দিকে সোজা লাফায় ।
(৩২) বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেডের আকার বুধ গ্রহের থেকে বড় ।
(৩৩) পৃথিবীতে মিনিটে গড়ে ৬০০০ টি বজ্রপাত হয় ।
(৩৪) শনির বলয়ের পরিধী ৫০০.০০০ মাইল হলেও এর বেধ মাত্র একফুটের কাছাকাছি ।
(৩৫) মহাকাশ থেকে পতিত ধূলিকনার কারনে আমাদের পৃথিবী প্রতিদিন ১০০ টন করে ভারি হচ্ছে ।
** ছবি এবং তথ্য ইন্টারনেটের গুগল থেকে সংগ্রহ **আমি আজকের এই পোস্টটি তৈরি করেছি মহাকাশ এর কিছু তত্থ্য দিয়ে । ইনশাল্লাহ আশা করছি আমার সহ ব্লগার ভাইদের কাছে ভালো লাগবে ।
হাতে সময় কম থাকায় এই পোস্টে ৩৫টি তথ্য নিয়ে তৈরি করেছি । আশা করছি সামনে পোস্টে অন্য বিষয় লেখব ।
০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০২
কালের সময় বলেছেন: পুরাই রেস্ত
২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১
আরজু পনি বলেছেন:
ভালো সংগ্রহ ।
শুভেচ্ছা রইল।
০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০০
কালের সময় বলেছেন: ধন্যবাদ আপু।
৩| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:১৯
নতুন বলেছেন: (১৭) প্লুটোই একমাত্র গ্রহ যেখানে এখোনো পর্যন্ত কোনো মহাকাশযান পাঠানো হয়নি >>
প্লুটো এখন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে...২০০৬ এ এখন বামন গ্রহ বলাহয়..
পাঠানো হয়েছে... ২০১৫ এর ১৪ই জুলাই.. New Horizons প্লুটোর পাশ দিয়ে যাবে এবং ছবি এবং মাপঝোপ নেবে..
০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ তথ্যগুলোর জন্য । নেটওয়ার্ক সমস্যা পরে অবশ্যই সংযোগ করে দিব।
৪| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল পোস্ট।
ধন্যবাদ রইল।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
কালের সময় বলেছেন: Tenks for bongovomyr rongomela
৫| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কালের সময় বলেছেন: Tenko somunkur dada
৬| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮
আছিফুর রহমান বলেছেন: লেখাটা দুইবার এসেছে
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
কালের সময় বলেছেন: Tenkko ok
৭| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
কালের সময় বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
জনাব মাহাবুব বলেছেন: প্রিয়তে নিলাম
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
কালের সময় বলেছেন: ধন্যবাদ
৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পোস্ট । মজার কিছু তথ্য জানলাম ।
পেইজে পোস্ট টা দুইবার এসেছে ।
০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ ঠিক করে দিয়েছি
১০| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: কোন উপগ্রহের কি উপগ্রহ আছে? যেমন গ্যানিমেডকে কেন্দ্র করে ঘুরছে - এরকম?
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
কালের সময় বলেছেন: ধন্যবাদ valo takben
১১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
নীল ভোমরা বলেছেন: জানলুম.....
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ
১২| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো আপনার তথ্যবহুল পোস্ট । +
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
কালের সময় বলেছেন: Tenko selem vhai allda besst
১৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫০
এম এম করিম বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫
কালের সময় বলেছেন: ধন্যবাদ
১৪| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৫
জাফরুল মবীন বলেছেন: আপনি আমার অনুসরণে থাকার পরও এ পোস্ট কীভাবে মিস হলো বুঝতে পারছি না।
চমৎকার তথ্যবহুল পোস্ট।
ধন্যবাদ আপনাকে।
১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় মবীন ভাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
"(২১) ইউরেনাসে গ্রীষ্ম ও শীত ঋতু ২১ বছর (পৃথিবীর) ধরে থাকে । "
-চাষবাস কিভাবে চলবে? একাধারে ২১ বছর ধান করার পর, ২১ বছর অবসর?