![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
দিয়ে হৃদয়ে দোলা
ভোরের শিশির করছে খেলা,
শুরু হল পাখির কলরব
এবার ধরবে সুরের পালা,
গাঁথুনী গাঁথবে ভোরের নীশিথিনী মালা,
এইত শরু এইত শেষ,
প্রতিটি দিন,
রোজ ভোরের বেলা ।
হাটে বসছে কাকের মেলা,
বিছিয়েছে কা কা শব্দের দালা,
নিয়ে বেরিয়েছে ঢোল ঢাক,
ছুঁটছে পাখি গাইবে গান, ঝাঁকে ঝাঁক ।
পথে নেমেছে কর্ম ব্যস্ত মানুষ নামের যন্ত্রের মিছিল
গঙ্গার ওপর বসিয়ে মেজবান,
খাচ্ছে ধীরে ধীরে সব জীবিত মাছ
আছে যত খুদার্থ গাঙচিল ।
কৃষক নেমেছে মাঠে
মাঁঝি বেঁধেছে নাউ ঘাঁটে,
বসেছে দোকানীর দোকান
রোজকার নীলামপুরীর হাঁটে,
সবই মিলে করে পাল্লায় চুরি
তখন হয়না কিছু ধর্ম কি জাতে,
করে শওদাগিরি,
দশের হাত একটি হাতে ।
এসব লেখার নাই কোন বিশ্বেস,
কোথায় হবে শুরু ?
কোথায় আবার হবে,
কবিতার শেষ ?
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮
ব্লগ মাস্টার বলেছেন: এমনিই
২| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪২
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পড়ে ভাল লাগল
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো কবিতা ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯
নাগরিক কবি বলেছেন: কবিতা তো ভালা হইছে, মাঝখানে ইমূ দিলেন কেরে