![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
মা তোমার তুলনা শুধুই তুমি,
তোমার সাথে পারবো না মিলাতে আর কাউকে আমি।
চিরা,রুটি যাই বলো হয়না ভাতে’র সমান
চাচি,খালা,ফুফু যাি বলো তোমার মতন।
দুঃখ আমার আমার জননী তুমি,
অভাগা অবাধ্য ছেলে তোমার আমি।
জন্ম শুরু থেকেই কষ্ট দিয়ে আসছি তোমায়,
জানি সারাটি জীবন আরো কষ্ট দিবো তোমায়,
আর সে কষ্ট সইবে তুমি,
হাজার কষ্টের মাঝেও ক্ষমা করবে তুমি আমায়।
মাগো তুমি যেদিন আমায় একা করে যাবে ওপারে,
আমায় সঙ্গি করো তোমার তরে,
তুমি চলে গেলে আমায় একা ফেলে
কেহ আর দেখবে নাকো মা তোমার মত করে,
তাই কোরও সঙ্গি তোমার মরণ যাত্রায় আমাকে,
যেন একা না হয় আমার থাকতে।
মাগো তোমার মত কে করিবে আদর
বলো কে নিবে তুমি চলে গেলে এই অভাগা
তোমার খোকার খবর ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর মন্তব্য।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২
এম,এইচ,ইউ হারুন বলেছেন: মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা
.......হুমায়ূন আহমেদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কথা।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০
সৈয়দ ইসলাম বলেছেন:
প্রথম লাইনটি চরম হয়েছে
সৈয়দ ইসলাম আপনার পুস্টে
নিরন্তর ভালবাসা রেখে গেছে।।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: সৈয়দ ইসলাম এর জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম তবুও শোধ হবে না,
ভবে এমন দরদী আর কেউ হবে না,....।