![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে, মুক্তবেণী পিঠের'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি,,বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই গানটি লেজার ভিশন এর ব্যানারে প্রকাশিত হলো। গানটি গেয়েছেন লন্ডনে বসবাসরত নতুন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা মুখার্জী এবং কৃষ্ণকলির চরিত্রায়ন করেছেন শিল্পী গায়িকা । গানটির ভিডিও নির্মান করেছেন লতা আচারিয়া এবং সংগীতায়োজনে ছিলেন শাইক শান।গানটি মানিকগন্জের মহাদেবপুর জমিদার বাড়ী সহ এক মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
ব্লগ মাস্টার বলেছেন: প্রেম সবাই নিতে জানেনও না দিতে জানেনও না কিন্ত রবি ঠাকুর জানতেন ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
তা'হলে এটাই আপনার ব্লগিং? ভালো
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১৮
ব্লগ মাস্টার বলেছেন: কি আর করমু ব্লগীং এর জন্য আপনেরতো আছেন।
৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:২৫
নূর-ই-হাফসা বলেছেন: কালো বর্নের মেয়েদের চোখ গুলো অনেক মায়াবী হয় , না হয় হাসি মিষ্টি হয় যা অবাক দৃষ্টিতে দেখতেই কেবল ইচ্ছে করে ।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: আমি কালোর মাঝেই যে আলো খুজি আপু ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
টারজান০০০০৭ বলেছেন: প্রেমের কবিতা লিখিতে হইলে কবিকে প্রেমে পড়িতে হয় ! রবি ঠাকুর কয়বার প্রেমে পড়িয়াছিলেন কে জানে, এতো সুন্দর প্রেমের কবিতা লিখিয়াছেন !