নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

সামুব্লগের সেই সব প্রাণ যাদের সামুতে আজকাল আর দেখা যায়না !!!!

২৭ শে জুন, ২০১৮ ভোর ৪:১৩


১। প্রিয় গল্পকার মামুনুর রশিদ ভাইকে অনেকদিন যাবত ব্লগ পারায় দেখতে পাচ্ছি না ।
http://www.somewhereinblog.net/blog/mamun653
মামুন রশিদ ভাই সামুর শ্রেষ্ঠ গল্পকার এবং পুরানো সকল ব্লগারের প্রাণ।


২। প্রিয় ব্লগার আমিনুর রহমান
http://www.somewhereinblog.net/blog/algolbdblog
তিনি মানুষের খুব কাছাকাছির লোক। সব সময় মানুষের সাহয্যে হাত বাড়িয়ে দেন।


৩। স্বপ্নবাজ অভি।
http://www.somewhereinblog.net/blog/shopnobaj_ovi007


৪।প্রিয় ব্লগার প্রবাসী ভাবুক ভাই বেশ রাজনীতি নিয়ে লিখতেন। এদের মত দুই একজন ব্লগার বড় প্রয়োজন সামুর ব্লগে। তাই প্রবাসী ভাবুক ভাই যদি মারা না যেয়ে থাকেন তাহলে খুব দ্রুত ব্লগে ফিরে আসার অনুরোধ থাকল।
http://www.somewhereinblog.net/blog/intellectualbd


৫। নেক্সাস ভাই বেশ কবিতা লিখতেন । সামুর ভালো একজন দক্ষ কবি ছিলেন।
http://www.somewhereinblog.net/blog/sheikhbest

৬। জাফরুল মবীন
http://www.somewhereinblog.net/blog/ZafrulMobin
যার অবদার শুধু আমরা ব্লগাররা না সয়ং সামুর অ্যাডমীন প্যানেলও কখনো ভুলতে পারবে না।জাফরুল মবীন ভাইয়ের উপকারি ফিউচার পোস্টগুলো আজো চোখের সামনে ভেসে বেরাচ্ছে ।
তবে এখন তার ব্লগ বাড়ি একে বারে শূণ্য মরুভূমি।


৭।♥কবি♥
http://www.somewhereinblog.net/blog/kobey
যিনি আসলেই একজন বাস্তবাদি কবি ছিলেন ।


৮। ডি মুন
http://www.somewhereinblog.net/blog/de_darkmoon
সামুর সেরাদের ভিতর প্রথম শ্রেণীর একজন ব্লগার হলেন এই ডি মুন ওরফে এস এম মামুনুর রহমান ভাই।


৯। প্রোফেসর শঙ্কু
http://www.somewhereinblog.net/blog/professorShonku
সামুর ব্লগে সত্যিকারের একজন প্রোফসরই ছিলেন ভাই।


১০। প্রবাসী পাঠক
http://www.somewhereinblog.net/blog/Abbas_Ali
চমৎকার চমৎকার সব লেখা শেয়ার করতেন ভাই। এখন আর
সে সকল লেখা সচারাচর চোখে পড়েনা।


১১। স্নিগ্ধ শোভন
http://www.somewhereinblog.net/blog/Snigdho_Shovon
আরেক প্রথমশ্রেণীর সেরা ব্লগাদের একজন ।


১২। অঘটনঘটনপটীয়সী
http://www.somewhereinblog.net/blog/Loner007
খুব ভালো লাগতো আপুর লেখাগুলো।


১৩। রেজওয়ানা আলী তনিমা
http://www.somewhereinblog.net/blog/RezwanaAliTanima007
সামুর লেখার অধিকারী আকেজন ব্লগার আপু।


১৪। এহসান সাবির
http://www.somewhereinblog.net/blog/ehsansabir
সেরা দশের আরেক ব্লগার ।


১৫। লিরিকস
http://www.somewhereinblog.net/blog/songs
ভাই আমাদের জন্য খুব সুন্দর পোস্ট শেয়ার করতেন।


১৬। আমি ময়ূরাক্ষী
http://www.somewhereinblog.net/blog/Shyry
সেরাদের একজন আপু।


১৭। কান্ডারি অথর্ব
http://www.somewhereinblog.net/blog/arjansoul
প্রথম শ্রেণীর সেরা ব্লগারের আরেকজন।

কি এই যে যাদের কথা বললাম শুনে বিশ্বাস হচ্ছে নাতো তাহলে একবার করে লিঙ্কগুলোতে ঘুরে আসুন।

মন্তব্য ৩৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৪:৪৬

অর্থনীতিবিদ বলেছেন: তারা সবাই গুণী ব্যক্তি ছিলেন। জানিনা তারা এখন কোথায়, তবে যেখানেই থাকুন, ভালো থাকুন, এই কামনা করি।

২৭ শে জুন, ২০১৮ ভোর ৪:৪৮

ব্লগ মাস্টার বলেছেন: তাদের সকলের জন্য শুভকামনা থাকল।

২| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে এসব বিখ্যাত ব্লগারদের কথা ভুলেই গিয়েছিলাম; কখন থেকে ষে এঁরা ব্লগে আসছেন না, সেটাও মনে নেই।

এঁদের মিস করছি ভয়ংকরভাবে!

২৯ শে জুন, ২০১৮ ভোর ৪:১৩

ব্লগ মাস্টার বলেছেন: এদের ব্লগে ফিরে আসা উচিৎ। জাতি এদেরকে আবারো ব্লগে দেখতে চায়।

৩| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরো এক জন ছিলেন। তার নাম হেডস্যার। তার পোস্টগুলো খুব মজার হতো। আমি এরকম আরো অনেককে মিস করি। হাম্বা ভাইকে দেখি না প্রায় ৫ বছর। সবাই চলে যায়।

২৯ শে জুন, ২০১৮ ভোর ৪:১৫

ব্লগ মাস্টার বলেছেন: সাজ্জাদ ভাই এদের লিঙ্ক আছে আপনার কাছে থাকলে প্লীজ দিবেন।

৪| ২৭ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: আমি ব্লগের একজন নবীন সদস্য। এজন্য গুণী এসব ব্লগারদের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আপনি যেহেতু লিঙ্ক দিয়েছেন সেহেতু সময় সুযোগে উনাদের লেখাগুলো পড়বো।

আপনাকে অনেক ধন্যবাদ এসব গুণী ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পোস্টে লাইক B-) দিলাম।

শুভ সকাল, মাস্টার ভাই।

৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৭:০৭

সিগন্যাস বলেছেন: একদিন আপনিও হারিয়ে যাবেন

৬| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় ওনাদের কেড়ে নিয়েছে।
সবার জন্য শুভকামনা।

৭| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: গুনি ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ব্লগ মাস্টার ভাই, আশাকরি উনারা আবার ফিরে আসবেন।

৮| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: সামুর জগতে নতুন হয়ে পুরনো মানুষগুলো সম্পর্কে জেনে ভালো লাগল। আশা করি আবার তারা ফিরে আসুক আমাদের মাঝে তাদের লেখা নিয়ে, যেন আমার মত নতুন রা ও তাদের সান্নিধ্য পাই।

৯| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: সত্যি’ই উনাদের লেখা মিস করি -

১০| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: তারা কেন চলে গেলো?
ব্যস্ততা?

১১| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪

জগতারন বলেছেন:
ব্লগার আমি ময়ূরাক্ষী খুবই উচ্চ মাপের একজন সাহিত্যিক লেখিকা ছিলেন।
আমি ব্লগে আসলে তিনি উপস্থিত আছেন কিনা দেখে নিতাম এবং তার পোষ্ট ও মন্তব্যগুলো পড়ে নিতাম।

সে আবার ব্লগে ফিরে আসুক কামনা করি।


ব্লগার ব্লগ মাষ্টার আরেকজন প্রসিদ্ধ ব্লগার-এর নাম উল্লেখ করতে মনে হয় ভুলে গেছেন, আর তিনি হলেনঃ

আমাদের চির দুখী ব্লগার জনমদাসী; তার আবেগময় প্রতি মন্তব্যগুলো কোন দিনও ভুলার নয়।
ঠিক যেন হাইস্কুল জীবনের হারিয়ে যাওয়া প্রিয়ার মতো। যে প্রিয়ার সাথে আবার দেখা হলে আবেগময় কথা বলে পুরোন দিনের সেই উচ্ছল জীবনের কথা আবার নতুন করে সামনে নিয়ে আসতেন।

১২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১২

আহমেদ জী এস বলেছেন: ব্লগ মাস্টার ,




যতো অভিমান , রাগ,-বিরাগ, খেদ, বিতৃষ্ণাই থাকনা কেন একদিন না একদিন তাঁরা আবার ফিরবেন নিশ্চয়ই ।



১৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:২৬

পবন সরকার বলেছেন: আমি এদেরকে সরাসরি নয় ব্লগার হিসাবে চিনি, এক সময় এরা ভালো ব্লগার ছিল।

১৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৮

কাইকর বলেছেন: যদিও খুব অল্প সময় ধরে ব্লগে এসেছি। তাই ওভাবে তাদের চেনা হয়নি। তবে আপনার পোস্টটি পড়ে অবশ্য মনে হচ্ছে তারা অনেক বড় মাপের ব্লগার ছিলেন। আমিও তাদের মিস করছি এখন। হয়তো এখন তারা থাকলে আমি অনেক কিছু জানতে পারতাম শিখতে পারতাম দেখতে পারতাম।

১৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০

লাবণ্য ২ বলেছেন: উনারা আবার ফিরে আসুক সবার মাঝে এই কামনা করি।

১৬| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ব্লগে এসেছি বেশিদিন হয়নি, কিন্তু এমন একটা ট্রেন্ড প্রথম থেকে দেখে আসছি। শ্রদ্ধেয় ব্লগারগন আপনারা মান অভিমান ছেড়ে অথবা যদি অন্যকোনও কারন থাকে তাহলে ব্যস্ততা কাটিয়ে আবার ব্লগে ফিরে আসুন, আমাদের বিনীত প্রার্থনা থাকলো।

শুভ কামনা নিরন্তর।

১৭| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: উনাদের সাথে ব্লগিং করা হয়েছিল এবং আশা করি, আগামীতে কোন দিন আবার হবে !!! এদের অনেকের সাথে ফেবুতে আছি কিন্তু ব্লগে অনেক মিস করি.............হুম, খুব মিস করি।

১৮| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: মিস করি। একদিন হয়তো আমিও এমন একটি নাম হয়ে যাবো :(

১৯| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৯

জুন বলেছেন: আপনি যাদের নাম দিয়েছেন তারা ছাড়াও অনেক ব্লগার যারা সারাক্ষন ব্লগ মাতিয়ে তাদের সদা চন্চল অনুপস্থিতি ভীষন ভাবে অনুভব করি। আমিও হয়তো একদিন তাদের খাতায় নাম লিখাবো । এটাই নিয়ম মনে হয়।

২০| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৬

দিলের্‌ আড্ডা বলেছেন: ইনারা যদি আপনার পোষ্ট দেখে আবার ফিরেই আসে./////////তাহলে ভালো লাগবে আমাদের ।

আসলে সময়ের সাথে সাথে সবাই যেনো কোথায় হারিয়ে যায়।
শুধূ তাদের স্মৃতিগুলোই মনের কোনে গেঁথে থাকে।


পৃথীবি বড়ই নিষ্ঠুর।

২১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদিন সবাই হারিয়ে যাবে। শুধু নামগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। তবুও মনে হয়, পুরনোরা ফিরে এলে কতই না ভালো হত! তাঁরা ফিরে আসুন এই আহবান জানাই।

২২| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য এত গুনি ব্লগারদের নাম জানতে পারলাম।

২৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৫১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে প্রিয় সব লেখককেরা আবার ফিরে আসুক।

২৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:০৩

সোহানী বলেছেন: মনে করিয়ে দিলেন তাদের কথা। আমি সবসময়ই বলি ভার্চুয়াল জগতে কোন মান অভিমানের খেলা চলে না তারপর কেন তারা এ ধরনের মান অভিমান করে চলেন................ । কান্ডারীর সাথে পরিচয় ছিল, একবার চলে যাবার পর অনেক অনুরোধে ফিরিয়ে ছিলাম কিন্তু এবার আর পারলাম না। তবে এদের অনেকে ফেবুতে সক্রিয় কিন্তু ব্লগে নয়। আশা করি নব ভুলে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন....... আপনাদের আমরা প্রতি মূহুর্তে মিস করি।

২৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০১

মিন্টু ভাই বলেছেন: সকল পুরাতন ব্লগার আপনাদের ব্লগে ফিরে আসার পথ চেয়ে রইলাম।

২৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: খুব ভালো পোষ্ট দিয়েছেন । সহব্লগার এহসান সাবির তো বলেছিলেন ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারেন না । আশাকরি উনি সহ বাকি সকলেই আবার ব্লগে আসবেন ।

২৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৩৯

সূচরিতা সেন বলেছেন: পুরাতন ব্লগার ভাইবোনদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে ।তারা কোনো ভাবেই এই দায়িত্ব এরাতে পারেন না।

২৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:


শুভেচ্ছা সকলের জন্যে!

২৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলে আবার ফিরে আসলে ব্লগটিও আবার গর্জে উঠতো।

৩০| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:৩৩

রাকু হাসান বলেছেন: ঘুরে আসলাম তাদের ব্লগ থেকে ।বেশ ভাল লেখা আছে ওয়ালে । ফিরে আসুক তাঁরা । ব্লগার দিয়ে সামু যদি ফেসবুক গ্রুপ খুলতো তাহলে তাদের খুঁজে পাওয়া সহজ হত ।

৩১| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

ব্লগ মাস্টার বলেছেন: এই পোস্টে আসা সকল প্রিয় ব্লগার ভাই বোনের কাছে ক্ষমা চাইছি এই জন্য যে সময় মত আপনাদের কারো কমেন্টের উত্তর
দিতে পারি নাই সবাই আমাকে ক্ষমা করবেন।

৩২| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

টারজান০০০০৭ বলেছেন: চেয়ারম্যান ০০৭ , জাতির নানা , দেশি পোলা , বিডি আইডল , মাহমুদুল হাসান কায়রো, নিমচাঁদ , রাগিব ভাই আরো কতজনা ! ইনাদের ফিরাইয়া আনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যাইতে পারে !

নির্বাচনের আগে অনেক ব্লগার ফিরিতে পারে ক্যানভাস করার বা প্রতিপক্ষরে ইয়ে করার জন্য ! ব্লগের ঝগড়া ঝাটি ভালোই লাগতো ! মাঝখান হইতে পাঁঠাগুলো সব ভেজাল লাগাইয়া দিলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.