নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

আমি কি সত্যিই কোনো মানুষ > না রোবট ??

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:২৬


আসলে মাঝে মাঝে নিজেকেই চিনতে ভুলে যাই । তখন নিজের কাছে নিজেই একা একা অবিরত প্রশ্ন করি আসলে আমি সত্যিই
কোনো মানুষ নাকি মানুষ রূপে কোনো যন্ত্র রোবট। বিশেষ করে আমি যদি কারো সাথে ভুলক্রমেই আর দুষ্টামি বা জেনে নাজেনে
এতটুকো অন্যায়ও করে থাকি, তখনি আমার মনে এই প্রশ্নটা উদয় হয়।

আমার জানা মতে মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক শুধু মানুষই না যন্ত্র মানুষেরও ভুল হতে পারে ভুলভাবে পরিচালনা করলে।
ভুল হয়না শুধু জিন,ভূত আর শয়তানের।

আর সেই হিসেবেই আমি যেহেটু একজন মানুষ সেহেটু আমার ভুল হওয়াটাই স্বাভাবিক।আমি আমার ভুল বুঝতে বা ধরতে পারলে
অনেক অনুসচিত হওয়ার চেষ্টা করি ।আর আমি মনে প্রাণে বিশ্বাস করি কেহ যদি নিজের ভুলগুলো নিজেই সমাধান করতে পারে এবং
সেই ভুলের জন্য অনুসচিত হয়,তাহলে পরে ভুল করা বা হওয়ার পরিমান কমে যায়।

তাই আসুন আমরা সকলে আজ এখন এই মুহুর্ত থেকে ব্লগে নোংরা ফ্লাডীং করা নিজেরা নিজেদের ভুল হয়েছে বলে মনে করে অনসূচিত
হই এবং চলুন ওয়াদা করি আর কখনো ব্লগে ফ্লাডীং করবো না। দেখুন একটা পরিবারে যদি পাঁচটা ভাই বোন থাকে আর সেই পাঁচজনের
ভিতর যদি একজনও বোকে বা নষ্ট পথে চলে যায়,সেই একজনের জন্য যেমন পুরো পরিবারের বদনাম তেমন পুরোপরিবার ধ্বংসও
হয়ে যায় ।

তেমন যারা ফ্লাডীং করছেন তাদের একজন দুইজন ব্লগারের জন্যই কিন্তু পুরো ব্লগ পরিবার বা সকল ব্লগারের বদনাম হবে।
তাই এই ব্লগকে যদি আমরা একটুও ভালোবেসে থাকি এবং ব্লগে থাকা মানুষগুলোকে যদি একটুও ভালোবেসে থাকি সেই ভালোবাসার
স্বার্থেই আসুন ব্লগে ফ্লাডীং করা বন্ধ করে একটি সুস্থ ব্লগ আগামী প্রজন্মকে উপহার দিই।

আমাদের নিশ্চয় সকলের জানা আছে একজন ভালো কবি বা একজন ভালো শিল্পীর ছেলে মেয়েও কিন্তু রক্তের টাণে একজন ভালো
কবি নয়ত শিল্পীই হয়।

আর সেইদিক বিবেচনা করিয়া যদি আমরা ভালো ব্লগার হতে পারি এবং একটা ভালো ব্লগের পরিবেশ তৈরি করতে পারি তাহলে
আগামীতে আমাদের সন্তানেরাও ভালো ব্লগার হবেন এবং ব্লগকে তারা অনেক দূর পযন্ত এগিয়ে নিতে পারবেন ।


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৪৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৪৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মন্ত্রী মহাদয়গণ ।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে অন্যের পোষ্টে ফ্লাডিং করা বড় ধরণের অপরাধ; তবে ভালো যে, এ ধরণের অপরাধ আগের তুলনায় বিশালভাবে কমেছে, ব্লগারদের ভাবনাশক্তি এখন বেশ উঁচুতে।

আজকে, আপনি একপোষ্টে কমেন্টের সময় ভুল তথ্য দিয়েছেন, বলেছেন যে, আপনি ৪/৫ বছর ব্লগে আছেন, আগে এত ফ্লাডিং ছিলো না; আসলে আগে এসব সমস্যা ছিল ভয়ংকর লেভেলে। আরো এক ভুল তথ্য দিয়েছেন যে, ধর্মীয় পোষ্টে এই ধরণের আক্রমণ বেশী হয়!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৫১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার,,এক কি দের বছর আগে তেমন ফ্লাডীং দেখিছি বলে মনে পড়ছে না। :)

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


জুন মাসে আমার পোষ্টগুলোতে ৩ বার ফ্লাডিং করেছে; আমি কাউকে বলিনি, আভিযোগও করিনি; আমি জানি, এগুলো এখন আর তেমন সমস্যা নয়, এরা হতাশ হয়ে যাবে।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:০৪

ব্লগ মাস্টার বলেছেন: সেই গুণটা আপনার আছে তা আমরা সকলেই জানি । কিন্তু নতুন নতুন যারা ব্লগীং জগতে আসছেন তাদের জন্য এটা বিশাল একটা
সমস্যা।আর তা ছাড়া আপনি না বললেও কেওযে দেখেনি বিষয়টা কিন্তু টা না। :)

৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


এটার অবসান হওয়ার দরকার।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:১৪

ব্লগ মাস্টার বলেছেন: এই যে এইবার হাজার কথার এক কথা বলছেন এটা ভালো লাগল :) আর আমারো একই মত যে এর শেষ প্রয়োজন।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:১৮

রাকু হাসান বলেছেন: শ্রদ্ধেয় ব্লগ মাস্টার !

আপনার আহবান সফল হোক সেই কামনা । ভাল ব্লগে পরিবেশ থাকলে মনটা এমনিতেই ভাল থাকে । আমি নতুন হিসাবে এ দুই দিন ব্যতিত ভাল পরিবেশ ই দেখেছি । আমার চোখে খারাপ কিছু পড়েনি । কিন্তু দুদিনের ঘটনা খারাপ লেগেছে খুব।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:২১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই। আশা করি আগামী প্রজন্মকে আমরা একটা ভালো ব্লগীং জগৎ উপহার দিতে পারবো।

৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:২৫

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় ভাই,


শুভেচ্ছা রইলো। আসলে আমরা মানুষ; এজন্য ভুল হবেই। তাই বলে কন্টিনিউ যদি ভুলের মধ্য থাকি তবে তা আর ভুল থাকে না। এটা হয়ে যায় স্বভাব। ব্লগে যারা পড়েন/লেখেন সবার প্রতি আমাদের সম্মানবোধ থাকাটা জরুরী। আমাদের কোন আচরণে যাতে কেউ আহত না হন সে বিষয়টি মাথায় রাখতে হবে।

যিনি পোস্ট লিখেছেন তা আপনার মনমত নাও হতে পারে; আবার আপনার কাছে মানহীন হতে পারে। কিন্তু যিনি লেখেছেন উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন লেখার মানটি উন্নত করতে। এজন্য পরামর্শ বা সমালোচনা হোক গঠনমূলক এবং ভদ্র ভাষায়।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার ভাই।চমৎকার এবং আপনার উপযুক্ত কমেন্টটির জন্য কৃতজ্ঞতা জানাই ভাই। আজ আর বেশিক্ষণ থাকতে
পারছি না ভাই। রাতে বৃষ্টিতে একটু ভিজে ছিলাম শরীরটা একটু জর জর ভাব তাই ঘুমাতে যাবো ভাবছি।

৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:০৩

কাওসার চৌধুরী বলেছেন:


"রাতে বৃষ্টিতে একটু ভিজে ছিলাম শরীরটা একটু জর জর ভাব তাই ঘুমাতে যাবো ভাবছি।"

শুনে খারাপ লাগছে। হ্যা, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে।

শুভ রাত্রী।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার ভাই। এখন কিছুটা সুস্থ আছি ভাই ।

৮| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড পোস্ট।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসু ভাই।

৯| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল মাস্টার ভাই,

একশো শতাংশ সহমত আপনার সঙ্গে। ব্লগে ফ্লাডিং আমাদের একটি দুশ্চিন্তার বিষয়। আপনাদের কাছ থেকে জানলাম আগে আরোও বেশি হত। সেটা যদি কমতে পারে তাহলে এখন এই সংখ্যাটাও শূন্যে আসাটাই আমাদের প্রার্থনা । শুভ বুদ্ধির উদয় হোক। যিনি বা যারা এসব করছেন, প্লীজ আলোচনায় আসুন অপছন্দ হলেও কমেন্টের উত্তর পাবেন আশাকরি । ব্লগের সম্মান রক্ষা আমাদের সবারই কর্তব্য ।


অনেক অনেক শুভ কামনা আপনাকে।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় চৌধুরী ভাই। আপনার সুন্দর কমেন্টের জন্য কৃতজ্ঞতা জানাই।

১০| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
সামু কতৃপক্ষ ইচ্ছে করলেই অল্প খরচে ইজিলি এসব ফ্লাডিং বন্ধ করতে পারে।

যেমন
কমেন্টে লেখক উত্তর না দেয়া পর্যন্ত সেই কমেন্টকারি দ্বিতীয় কমেন্ট করতে পারবে না।
একটি কমেন্টে একাধিক ছবি বা ভিডিও দেয়া যাবে না।
ইত্যাদি ।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলেছেন ভাই সহমত ।

১১| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: কবিতার লাইন আছে- ''আমি হয়তো মানুষ নই, মানুষ গুলো অন্যরকম।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.