নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগ সামু এবং সামুর ব্লগারদের নিয়ে আমার কিছু খুচরো ভাবনা

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

ছবি আপডেট গুগোল থেকে নেয়া।
আমরা সকলেই চাই প্রিয় সামুর পথ চলা আরো দীর্ঘ আয়ুর হোক,আর খোদাতাআলা
আমাদের সকল ব্লগারের মনের এই সৎ ভাবনাটা যেন অটল রাখেন সেই প্রাথনাই করি।
বেশ কিছু দিন থেকেই ভাবছি সামুকে নিয়ে আমার মনের ভাবনাগুলো সহ ব্লগারদের সাথে
শেয়ার করবো,কিন্ত সময় আর অলসটা এই দুই মিলে পোস্ট লিখে শেষ করতে দেরি হয়ে
যায়।পোস্টের মূল প্রসঙ্গ
সামুর ব্লগ পেজে আরো নতুন কিছু ট্যাব যোগ করা প্রয়োজন ।
যেমনঃ
১। প্রথম পাতায় সুযোগ না পাওয়া নতুন ব্লগারদের জন্য আলেদা একটা পেজ।
২। যাদের জেনারেল করে রাখা হয়েছে তাদের জন্য আলাদা একটা ট্যাব।
৩। সময় সাময়ীক ভাবে কথাকোপনের জন্য ম্যাসেজ সিষ্টেমে অ্যাডমিনদের সাথে সময় সাময়িক ব্লগের ভালো মন্দ বিষয়ে আলাপ আলোচনার বা চ্যাটিং পেইজ করতে হবে ।
৪। যাদের পোস্ট ব্যান করা হবে তাদের অন্তত কমেন্ট করার মত সুযোগ সুবিধা রাখতে হবে,
আর যাদের কমেন্ট ব্যান করা হবে তাদের অন্তত পোস্ট দেয়ার সুযোগ দিতে হবে ।
৫।যত বড় প্রোফেসনালি লেখককই হোক না কেন একজন লেখকের একটি পোস্ট পাঁচ ঘন্টার বেশি
তা আলোচনার পাতায় রাখা যাবে না ।
৬। ইতিহাস বিষয় আলেদা একটা ট্যাব খুলতে হবে ।
৭। খেলাধূলা প্রসঙ্গে আলেদা একটা ট্যাব খুলতে হবে ।
৮।ফিউচার পোস্টের জন্য আলেদা ট্যাব খুলতে।
৯। রম্য বিষয় আলেদা ট্যাব খুলতে হবে।
১০। চিকিৎসা,বিষয়ক পোস্টের জন্য আলেদা ট্যাব।
১১। হেল্প বিষয় পোস্টের জন্য একটা ট্যাব।
১২। সনেট বিষয় আলেদা ট্যাব খুলতে হবে।
১৩। প্যারডী কবিতা বিষয় একটা ট্যাব খুলতে হবে।
১৪। প্রবন্ধ বিষয়ে একটি ট্যাব খুলতে হবে।

এবার মডারেটশন বিষয় কিছু কথাঃ
১। ব্লগের নিয়ম কানুন আইন শৃঙ্খলা রক্ষার্তে আরো কয়েকজন মডারেটরের ব্যবস্থা করতে হবে।
এখানে একটা কথা বলে রাখা ভালো সবাইকে যে বেতন ভুক্ত ভাবে মডারেট রাখতে হবে তেমন কোনো
কথা নাই ।ব্লগে প্রচুর সময় দেন বা ব্যয় করেন খবর নিলে এরকম অনেক দায়িত্ববান ভালো ব্লগার
পাওয়া যাবে।তাদের মধ্যে বাছাই করে এবং ভাগাভাগি করে কিছু কিছু দায়িত্ব দিলে তাদের আশা করি তারা খুব আগ্রহের সাথে তা পালন করবেন।

বিষয় ভাগাভাগি দায়িত্বঃ
রাজনীতি বিষয়ঃ একজন মডারেট। হতে পারেন, চাঁদগাজী স্যার ।
ক্যাচাল বিষয়ঃ একজন মডারেট। হতে পারেন কেও একজন।
কবিতা বিষয়ঃ একজন মডারেট হতে পারেন কেউ একজন।
গল্প বিষয়ঃ একজন মডারেট। হতে পারেন হাসান মাহাবুব বা হামা,ভাই।
ইতিহাস বিষয় কাকে দেয়া যায় সেটা আলোচনা বা ব্লগারদের মতামত অনুযায়ী ।
এবং রম্য বিষয় যদি হাতে বেশি সময় তবে গিয়াস উদ্দিন লিটন ভাইকে দেয়া যেতে পারে।
ফিউচার বিষয় আমার বিবেচনায় বর্তমান নবাগত ব্লগার কাওসার ভাইকে দেয়া যেতে পারে।
আলোচনা পাতার জন্য আলেদা মডারেট ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
মোট দশজন মডারেট থাকবে আর এই দশজন মিলে দশটি বিষয় এবং পুরো ব্লগ কন্ট্রল করবেন।আর
তাদের একেক জনের জন্য একেক বিষয় কন্ট্রল করার মত সুযোগ খোলা রাখলেই চলবে। আর
এই দশজন কন্ট্রলারকে কন্ট্রল করবেন মডারেটর কাল্পনিক_ভালোবাসা একা।
এতে করে খরচ কিছুটা বাড়বে আর সেই খরচের কিছু অংশ বিভিন্ন অ্যাড থেকে এবং কিছু
ব্লগারদের অনুদান থেকে তোলা যেতে পারে।

প্রিয় সামুর অ্যাডমিন ভাই এবং বোন সকলের উদ্ধেশে একটা কথা বলি মানুষ মানেই ভুলের কারখানা তাই বলে বুদ্ধিমান মানুষ নাই এমন ভাবনাও ভাবা যাবে না। যার যতটুকো দোষ বা যার যে পরিমান অন্যায় তাকে ততটুকো সাজা দিলেই ঠিক কাজ হবে বলে মনে
হয়। যদি বছরের পর বছর ব্লগারদেরকে ওয়াচ বা জেনারেল করে রাখেন তাহলে একটা সময় অনেক ব্লগার ভাই বোনদেরি বাংলা ব্লগের
ওপর থেকে বিশ্বাস এবং মায়া মমতা ওঠে যাবে ।আর তখন ব্লগাররা ব্লগ সম্পর্কে বিপরীত কিছু ভাবতে শুরু করবে। তাই সব দিক দিয়ে
বিচার বিবেচনার মাধ্যমে কাজ করলে ব্লগের ছোট খাটো অনেক ঝামেলা এড়ানো যায় এবং ব্লগ পরিবেশও সুন্দর থাকে।

এগুলো হল আমার ভাবনা,অন্যদের কাছে আরো আইডিয়া থাকলে বলবেন শেয়ার করে দিবো।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ ভাবনা,

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে।

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাবনাটি চমৎকার, দেখা যাক কর্তৃপক্ষের নজরে আসে কিনা ।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: আশা করি কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন্য

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন:

বাহা!! সুন্দর ভাবনাআ।সহমত একশো শতাংশ ।

শুভ কামনা নিরন্তর।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় চৌধুরি ভাই।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো বলেছেন

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর ভাবনা।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: কিন্তু কে শুনে কার কথা।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: এত এত ট্যাব blogger, visitor দের confused করে দেবে। viewership কমতে বাধ্য। gmail classic লুক এখনো সবার পছন্দ, new look আসার পড়েও।

চাঁদগাজী ভাই মার্কামারা আওয়ামীলীগ সমর্থক,তাঁকে মোডারেটর করলে ব্লগ আধা খালি হয়ে যাবে বিএনপি ও জামায়াত ভাইরা চলে গিয়ে !

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯

ব্লগ মাস্টার বলেছেন: তবু একবার তাকে হালকা দায়িত্ব দিয়ে তার কতটুকো দায়িত্ব পালন করার মত ধারণা আছে তা দেখা প্রয়োজন।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: live chat window তা দরকারি। এতে কারো পোস্টে অপ্রাসঙ্গিক কমেন্ট যেমন, hi, hello, কেমন আছেন? ভালো আছেন? আপু কি রান্না করছেন? ইত্যাদি কমে যাবে ফলে সত্যিকারে ভালো পোস্ট গুলো আলোচিত পাতায় উঠে আসবে অটোম্যাটিক ভাবে।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

ব্লগ মাস্টার বলেছেন: শুধু তাই না আরো অনেক দিক দিয়েই ব্লগারদের উপকার হবে।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: সামু র একটা মোবাইল অ্যাপ এই মুহূর্তে সবথেকে প্রয়োজন। ব্লগে অনেক টেঁকি আছেন এ ব্যাপারে বিনামূল্যে সাহায্য করার জন্য।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

ব্লগ মাস্টার বলেছেন: আমারো তাই মনে হয়।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: ব্লক করার বিষয়ে,আমার মনে হয় এডমিন নিজেই ভুলে গেছেন কখন কাকে ব্লক করেছিলেন! B-) :D তাই নির্দিষ্ট computer প্রোগ্রাম বানানো হোক যাতে কাওকে ১৫ দিন , ৩০ দিন, ১ বছর এর জন্য ব্লক করা হলে তা যেন অটোম্যাটিক ভাবে আনব্লক হয়ে যায় নির্দিষ্ট সময়ের পর এবং সেই ব্লগার কে মেইল নটিফিকেসন চলে যাবে।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আমিও এমনতাই বলতে চেয়েছি।অনেক ধন্যবাদ ভাই।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

ভুয়া মফিজ বলেছেন: মানুষ মাথায় হাত দেয় কোন সর্বনাশ হলে! চিন্তা-ভাবনা তো করবেন গালে হাত দিয়ে। ;)
যাইহোক, আপনার প্রস্তাবনাগুলো খুবই ভালো। কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।
তবে চ্যাটিং অপশান দিলে এটা ফেসবুক হয়ে যাবে।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: ভাই আপনাকে আগে বুঝতে হবে কখন আপনার চ্যাটিং অপশন খোলা থাকবে আবার কখন আপনার চ্যাটিং অপশন বন্ধ
থাকবে । ব্লগার ব্লগার নয়,এটা হতে পারে ব্লগার এবং সরাসরি অ্যাডমিন প্যানেল। আর যখন একজন ব্লগারকে কোনো কারনে
ওয়াচ,জেনারেল করা হবে তখন তার চ্যাটিং অপশন খুলে দেয়া হবে যাতে সে কর্তৃপক্ষের সাথে সরাসরি আলোচনা করে ঝামেলা
মিটিয়ে নিতে পারেন। আবার যখন ওই ব্লগারকে শেফ করা হবে সাথে সাথে তার চ্যাটিং ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে ।

আমি ঠিক আপনাকে বুঝাতে পেরেছি কি না জানিনা।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ভাবনা। একমত ।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ কবীর ভাই পাশে থাকার জন্য।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ভেবেছেন । :)

০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহমত প্র কা শ ক র লা ম

০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: সব সময় সাথে থেকে উৎসাহ দেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা হোসেন ভাই।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভ কামনা সব সময়।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

নূর আলম হিরণ বলেছেন: ব্লগারদের যে লেখাগুলি আলোচিত বা নির্বাচিত পাতায় যাবে সে লেখাগুলোয় একটা চিহ্ন বা ব্যাজ দিতে পারে যাতে ব্লগার তার প্রোফাইল দেখলে বা পুরোনো পোষ্ট পড়লে বুঝতে পারে এই লেখাটি আলোচিত বা নির্বাচিত পাতায় ঠাঁই পেয়েছিল । এতে অবশ্য চাঁদগাজীর সব পোষ্টেই ব্যাজ লাগানো থাকবে ☺

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৩

ব্লগ মাস্টার বলেছেন: দারুন আইডিয়া হিরণ ভাই।আমি সহমত। শুভ সকাল।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগার হিসেবে ভালো প্রস্তাবই দিয়েছেন।

আসলে, সামুর নিজস্ব 'ব্যবসায়িক মডেল' আছে; তাঁরা এসব নিয়ে ভাবছেন, আপনার দেয়া প্রস্তাব নিয়েও নিশ্চয় ভাববেন।

আমি রাজনীতির 'রা'ও জানি না, আমি থিওরিটিক্যালী কিছু বিষয়ের উপর আলোকপাত করি মাত্র, ও সমসাময়িক বিষয়গুলোকে বুঝার চেষ্টা করি, ব্লগারদের মতামত, বিষয়ের উপর তাঁদের ভাবনাগুলো দেখতে চাই, এটুকুই।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদগাজী স্যার। শুভ সকাল।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



@নূর আলম হিরণ ,

এখন প্রায় ব্লগারের পোষ্ট "আলোচিত ব্লগে" আসছে; প্রায় ব্লগারই নিজের পোষ্টের ব্যাপারে উৎসাহী হচ্ছেন।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৯

ব্লগ মাস্টার বলেছেন: হুম।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

সিগন্যাস বলেছেন: জ্বি ভাবনাগুলো যথেষ্ট উৎসাহজনক।ঠোটকাটার আইডিয়াগুলোও চমৎকার।এখন দেখা যাক মডুরা কি সিদ্ধান্ত নেই

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় সিগন্যাস । দেখা যাক তারা কি বলেন আর কি করেন।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় ভাই,


সামুর আধুনিকায়ন নিয়ে আপনার লেখাটি গুরুত্বপূর্ণ। আপনি অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন; হয়তো সব বিষয়ে আমি একমত নয়। তবে বেশিরভাগ বিষয় আমি একমত আপনার সাথে।

ট্যাব সংযুক্তির বিষয়ে-
(১) চমৎকার আইডিয়া, ভেবে দেখা যেতে পারে।
(৩) গুরুত্বপূর্ণ পয়েন্ট।

পাশাপাশি, প্রবন্ধ বিষয়ে একটি ট্যাব খুললে ভাল হয়।

আর মডারেশন বিষয়ে আপনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন। আমিও চাই কাউকে ব্যান করলে একটি টাইম ফ্রেমের পর উনাকে আবার সুযোগ করে দেওয়া। ভুল তো আমাদের সবারই হয়, তাই বলে সারা জীবন এই দন্ড মাথায় নিয়ে ঘুরতে হবে কেন।

ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার ভাই । শুভ সকাল।
পাশাপাশি, প্রবন্ধ বিষয়ে একটি ট্যাব খুললে ভাল হয়। আপনার কমেন্টের এই অংশটুকো পোস্টে আবডেট করে দিয়েছি
ভাই।

২০| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

লেখা পাগলা বলেছেন: ভালো লাগল আপনার আইডিয়া এবং ভাবনা।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভেচ্ছা থাকল।

২১| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নতুন বিচারক বলেছেন: লেখার সাথে সহমত।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভেচ্ছা থাকল।

২২| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কিশোর মাইনু বলেছেন: দেখা যাক এবার আপনার পরিকল্পনা সামুতে কখন বাস্তবায়িত হয়।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ Kishor Mainu ভাই।

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২১

নিউ সিস্টেম বলেছেন: খুব ভালো প্রসঙ্গ নিয়ে আলোকপাট করেছেন ।কৃতপক্ষ বিষয়গুল নিয়ে ভাবতে পারেন।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নিউ সিস্টেম।

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

নিঃশব্দের অটল প্রহরী বলেছেন: আপনারে মডু বানায়া দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ অটল পহরী । আপনি ১বছর ৭মাসে মাত্র একটা পোস্ট দিয়েই শেষ।

২৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১১

সামু পাগলা০০৭ বলেছেন: সব আইডিয়াই ভালো, বিশেষ করে প্রথম পাতায় যারা সুযোগ পায় না তাদের জন্যে কিছু করা উচিৎ। তারা হতাশ হয়ে চলেই যায় একপর্যায়ে। তাদের জন্যে কিছু সুযোগ সুবিধা থাকা উচিৎ। মডারেটরদের ব্যাপারটিও ভালো বলেছেন।

সামু ব্লগ সম্পর্কিত আন্তরিক ও বুদ্ধিদীপ্ত ভাবনার পোস্টে ++++++!

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু । শুভ সকাল।দেখা যাক সামু ব্লগ কমিটি কিভাবে কি চিন্তা করছে।

২৬| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৪

সোহানী বলেছেন: সহমত আইডিয়াতে...........

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু।শুভকামনা।

২৭| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

ব্লগ মাস্টার বলেছেন: শুভ সকাল সোহেল ভাই।

২৮| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভ কামনা সব সময়।


আশা করি সামু এবার সদয় হবেন।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০৩

ব্লগ মাস্টার বলেছেন: তারা হয়ত আরো আপডেট ভাবনা ভবছেন।

২৯| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: ভালো সাজেশন দিয়েছেন ।
শুভকামনা

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০৪

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি আপু।শুভ রাত্রী।

৩০| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার চিন্তাধারা আপনার।সাধুবাদ জানাই আপনার ভাবনাকে ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০৬

ব্লগ মাস্টার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।

৩১| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো ভাবনা।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই।

৩২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেকগুলো দিক তুলে ধরেছেন,এক কথায় ব্লগের জন্য ভালো পরামর্শ তবে পোস্টটি স্টিকি হলে ব্লগারদের অংশগ্রহণে বিস্তারিত
আলোচনা এবং আরো অন্যান্য বিষয় আলোচনা বিরিয়ে আসতো। আপনার মঙ্গল হোক।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০৯

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । ভাই স্টিকি প্রয়োজন নাই।এমনেই মন্তব্যের জবাব দিতে দিতে কাহিল। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.