নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বিজয় নবান্ন তোমাদের জানাই সালাম

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

হয়ত হবে উৎসবের হবান্ন,
কাটবে কান্ত কাল,
ছুটবে নিয়ে পালের হাল !

ঘটবে অনাহিত প্রহসন
অনাগত নগর নয় যেন মনের সিংহাসন !

গড়ে উঠবে প্রাচুর্যের হিমালয়,
হবে নবগত প্রনয় ।
কাঁটবে পলয়
অন্ধত্ব দূর হয়ে ভরে উঠবে তরঙ্গের আলয় ।

৫২ তে ছিল জড়িত
মহা বঙ্গে সর্ব বিদ্যালয়,
ছিল আদর্শ ছাত্র পরিষদ,
যারা এঁকেছিল,
এক খন্ড জমির বুকে
অমর একুশে ফেব্রোয়ারি
আমি কি তোমায় ভুলিতে পারি !
সেই রক্ত ভেজা রাজপথ ।

৭১ এর মুক্তি যুদ্ধ,
যাতে কোটি বাঙ্গালী ছিল,পাক বিরোধী ক্ষুদ্ধ !
হয়েছিল পাকদের পরাজয়,
আর হয়েছিল অস্র ছাড়া বীরদের জয় ।

কোথায় আজ সে বীরত্ব ?
কোথায় আজ সে কৃতিত্ব ?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

যোখার সারনায়েভ বলেছেন: বীরত্ব আজ কাপুরুষতায় পর্যবসিত !

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

ব্লগ মাস্টার বলেছেন: ভাবতে অশ্রুতে ভিজে যায় আমার দুটি নয়ন ।
দেখিয়া মনে হয় এখনো ঘুম বিবর শয়ন।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

হাবিব বলেছেন: হবান্ন মানে কি......?????

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

ব্লগ মাস্টার বলেছেন: নবান্ন !

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.