![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
ভয় বলে তুমি ভয় করো ভয় পাও
অভয় বলে তুমি ভয় করো না,
সত্য বলতে নাই ভয় !
তুমি সত্য বলো তাই ।
তুমি যে বড় সত্যবাদী ভাই ,
সত্যের মৃত্যু নাই।
ভয় আর অভয় দুটোই বড় ভয়ানক কথা,
ভয় পেলে মন বলে সত্য মুখ বলে মিথ্যা !
আর অভয় হলে,কথা বলে সত্য হয় আপদ,
কথার দোষে ডেকে আনে বিপদ ।
হাজার সত্য,যেখানে তিল পরিমান নেই খাদ,
তবুও যেন মিথ্যে দিয়ে সত্যের হয়ে যাচ্ছে খাদ।
মনে প্রাণে চলো আজ থেকে বলি,
কথা বলা সত্য মিথ্যা সব কিছু দিয়ে দেই বাদ !
জগৎ জুড়ে,
সকল প্রাণী তবুও শান্তীতে থাক।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলছেন ভাই।
২| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসাধারন কবি।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: ভয়কে জয় করতে হবে।