নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

মরা কুকুর দিয়ে দুজন মিলে যে ভাবে এক সপ্তাহে দুইলক্ষ টাকা ইনকাম করেছিল !

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

অনেক ভেবে চিন্তে যখন লেখার কিছু পেলাম না তখন আজকের ভাবনায় চলে আসল মরা কুকুরের একটা ঘটনা। এটা সম্ভবত ১৯৮৮সাল এর বন্যার পরবর্তি সময়কার ঘটনা । ঘটনাটা যাকে নিয়ে তিনি অবশ্য আজ পৃথিবীতে বেঁচে নেই।
সম্পর্কে উনি আমার দুলা ভাই হন । উনি মারা গেছেন আজ তিন মাস হল। উনি (দুলা ভাই) তখন কুয়েত কর্মরত ছিলেন ।

একদিন সকালে ঘুম থেকে উঠে দুলাভাই খুব বিশ্রি একটা দূরগন্ধ নাকে পেলেন । তিনি প্রথম ভেবে ছিলেন হয়ত ঘরের ভিতর কোথাও ইদুর বা বিড়াল মরে পঁচে গেছে,তাই তিনি পুরো ঘর তল্লাশী চালালেন,নাহ! ঘরের কোথাও একটা তেলাপোকা বা মরা টিকটিকিরও দেখা
মিল্লনা।অনেক খোঁজাখুঁজির একপর্যায় দুলাভাই যে বাড়িতে ছিলেন সে বাড়ির গেটের সামনে আসলেন তখন তিনি সে বাড়ির গেটের সামনে একটা মরা কুকুর পরে থাকতে দেখলেন।উনার আর বুঝতে বাকি থাকল না এতক্ষণ উনি যে বিশ্রি দূরগন্ধ পাচ্ছিলেন সেটা এই মরা কুকুর থেকেই পাওয়া। বিদেশের বাড়ি বলে উনি বেশ বিপাকে পরে গেলেন কুকুরটা নিয়ে ।উনার পাশের বাসায় থাকা পরিচিত এক
বাঙালিকে ভাইকে ডেকে এনে দুলাভাই জিজ্ঞেস করলেন কুকুরটিকে কোথায় ফেলা যায় ?

তিনি (পাশের বাসায় থাকা লোকটি) বললেন শফিক ভাই চিন্তার কিছু নেই ব্যবস্থা হবে তবে কুকুরটা সরাতে কিছু টাকা লাগবে । আপনার মালিককে বলেন টাকা দিতে আমি কুকুরটি সরিয়ে ফেলার ব্যবস্থা করছি।দুলাভাই উনার মালিককে মরা কুকুরটার কথা জানাতেই মালিক প্রথমে খুব রাগ হলেন পরে দুলাভাইকে উনার মালিক বললেন আমি টাকা দিচ্ছি তবে তোর কুকুর সরানোর সাথে আরো একটা কাজ করতে হবে, দুলাভাই জিজ্ঞেস করলেন কি কাজ ?

দুলাভাইয়ের মালিক বললো তোকে কুকুর সরাতে যে টাকা দেয়া হবে তার থেকে আরো দুইগুন টাকা বেশি দেয়া হবে তবে আমরাতো কুকুর পালি না আর এই এলাকায় কেউ কুকুর পালে বলেও দেখিনাই আমাদের এই এলাকা কুকুর মুক্ত এলাকা তাহলে এই মরা কুকুরটা আসলো কোথায় থেকে ? সেটা খবর নিয়ে আমাকে জানা ।

সব কথা শেষে মালিক দুলাভাইকে কিছু টাকা দিল কুকুরটা সরিয়ে ফেলার জন্য। দুলাভাই টাকা নিয়ে পাশের বাসায় থাকা সে লোকটাকে ডেকে এনে বললেন ভাই কুকুর সরানোর জন্য টাকা দিছেন মালিক কিন্তু তার সাথে আরো একটা কাজও দিয়ে দিছেন আমাদের যেটা করতে পারলে আমরা আরো বেশি টাকা পাওয়া পাবে ! লোকটা দুলাভাইকে জিজ্ঞাসা করলেন কি কাজ ভাই ? দুলাভাই ঘটনা খুলে বলার পর লোকটা দুলাভাইকে বললেন,জানাতে পারলে আপনার মালিক কত দিবে ? দুলাভাই বললেন ধরেন বাংলাদেশের হিসেবে দশহাজার টাকা । দুলাভাইকে লোকটা বললেন মিয়া দশহাজার বেশি না পঞ্চাশহাজার কোনটা ? দুলাভাই বললেন পঞ্চাশহাজার !

তাহলে আপনার মালিকের কথায় কান না দিয়ে সোজা কুকুরটিকে নিয়ে আপাতত কোন এক জায়গায় মাটির নিচে চাপা দিয়ে রাখুন,আর রাতের বেলা আবার এই মরা কুকুরটা সেই মাটির নিচ থেকে উঠিয়ে আমি যে বাসায় কাজ করি সে বাসার গেটের সামনে ফেলে রেখে যাবেন ।আমি আমার মালিককে কুকুরটা সরানোর কথা বলে কাল সকালে আপনাকে ডাকবো তখন আপনি কুকুরটা সরানোর কথা বলে আমার মালিকের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইবেন । ঘটনা দুলাভাইয়ের বুঝতে আর কিছু বাকি থাকলো না আর এভাবে মরা কুকুরটা দিয়ে তারা দুজনে এক সপ্তাহে প্রায় দুই লক্ষটাকা ইনকাম করেছিলেন..............................।

এটা একটা সত্য ঘটনা অবলম্বন কাহিনী।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুইনাইত কত ধান্ধাবাজি আছে উফ

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

ব্লগ মাস্টার বলেছেন: চিন্তা করে দেখেন আপু দেশ ছেড়ে বিদেশেও ধান্দবাজি।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

আল ইফরান বলেছেন: আমার কাজিনদের কাছ থেকে এই ধরনের কিছু গল্প শুনেছিলাম।
এইজন্যই মনে হয় আরবের মানুষজন এখন আর বাংলাদেশীদের পছন্দ/ বিশ্বাস করে না।
অল্প কয়েকটা টাকার জন্য এরা নিজের জাতিকে আজীবনের জন্য অপরাধী করে রেখে এসেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

ব্লগ মাস্টার বলেছেন: এটা আমার এক দুলাভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ধান্ধাবাজি করে পরবর্তীতে নিজেকেই ঠকতে হয়
সেটুকু যদি মানুষ জানতো বুঝতো
দুনিয়া ধার উধারের জায়গা

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

ব্লগ মাস্টার বলেছেন: নিজেরাই শুধু ঠকে না সাথে পুরো জাতিটাকে ডুবিয়ে মারে আপু। যদিও আমার দুলাভাইয়ের সেটাই প্রথম এবং শেষ বিদেশ যাত্রা ছিল।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী সব কাজ কারবার!!

মানুষকে ঠকানো একদম ভালো না। আপনার পরিচিতরা কি পরে ধরা পড়েছিল?


পোস্টের ছবি ভালো লাগে নি। :(

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ছবি কালি দিয়ে ঢেকে দিছি। :(

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

গরল বলেছেন: বাঙ্গালী আসলেই ধান্দাবাজ তবে সবসময় ধান্দাটা থাকে ধোকাবাজী করার।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৭

ব্লগ মাস্টার বলেছেন: হুম।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: জীবনে কারো মাথায় বাড়ি দিতে পারলাম না।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৮

ব্লগ মাস্টার বলেছেন: আমিওনা ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১০

নতুন নকিব বলেছেন:



পোস্টে আপনার সরল স্বীকারোক্তি মোতাবেক-
আপনার দুলাভাই এবং তার সহযোগী দু'জনেই প্রকৃতপক্ষে প্রতারনা করে কৌশলে অর্থ আদায়ের মত মারাত্মক অপরাধে লিপ্ত হয়েছেন- যা কোনক্রমেই ঠিক হয়নি। বুঝে কিংবা না বুঝে, যেভাবেই হোক, কোনো অন্যায় কাজ সংঘটিত হয়ে পড়লে তা গোপন রাখা বাঞ্ছনীয়। দেশে অথবা বিদেশে, তা যেখানেরই হোক না কেন। এই ধরনের অন্যায় কাজ কোনো অবস্থাতেই করা, প্রশ্রয় দেয়া কিংবা সমর্থন করা উচিত নয়। মনে রাখা প্রয়োজন, অপরাধমূলক কাজ সংঘটিত হয়ে গেলে তা গর্ব করে বলে বেড়ানো আরেকটি অপরাধ।

আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন। আপনার দুলাভাইকে মাফ করে দিন। যেসব বাড়িওয়ালা তখন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরও ক্ষমা করুন।

আশা করছি, এই কথাগুলো আপনার কষ্টের কারন হবে না। ভালো থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২১

ব্লগ মাস্টার বলেছেন: নাকিব ভাই আবার কিছু বিষয় আছে যা আলোচনার মাধ্যমে শিক্ষনীয় হয়েও উঠতে পারে বা সচেতনটা বাড়াতে পারে ।লেখাটা
পড়লে অনেকেই বুঝবে এরকম কাজগুলো ভালো নয় আর তারাও অন্যায় অপরাধ থেকে বিরত থাকবে ।ধন্যবাদ ।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

নতুন নকিব বলেছেন:



শিক্ষনীয় ঘটনা হিসেবে উপস্থাপন করতে চাইলে আপত্তি নেই। কিন্তু আপনার পোস্টের শিরোনামে তার কোনো ইঙ্গিত থাকতে পারতো। সেটা নেই। পোস্ট পড়েও কিন্তু মনে হয়নি যে, আপনি এই ঘটনা অবহিত হওয়ার পরে মর্মাহত হয়েছেন, কিংবা দু:খ প্রকাশ করেছেন।

মৃত কুকুরটিকে ব্যবহার করে তারা দু'জন যেভাবে অন্যায় পথে লোকজনের নিকট থেকে অর্থ আদায় করেছেন, এই কাজটি কি আপনি সমর্থন করেন? যদি না করে থাকেন, তাহলে আপনার সেই মনোভাবটা পোস্ট এডিট করে পোস্টে স্পষ্টভাবে যুক্ত করে দেয়া উচিত বলে মনে করি।

ভালো থাকুন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: বড় কষ্ট লাগে মানুষের এ ধরনের খারাপ কাজগুলো দেখলে।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা কি ছোট গল্প ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.