নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

নিলর্জ আলিঙ্গন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

আজও মিটেনি আমার তৃষ্ণা
হয়নি স্বাদ শেষ তোমাকে দেখার।
প্রথম নজর কপালে লাল টিপ
চুলের খোপায় রক্তজবা,
আর গোরায় বেলী ফুলের মালা,
দুই পাশে এলোমেলো কিছু উড়ন্ত বাদামি রঙের চুলের দোলা।
কি অপরূপ,
যেন মুহুর্তে চোখের মিলন খেলা ।

টানা টানা হরিণী চোখ,
যেন মুহুর্তে প্রেম স্বর্গে হারাবার।
ঘুরে ফিরে ইচ্ছে শক্তি দেয় তাড়না
ঠোঁটে ঠোঁট আলতো ভিড়াবার ।

গভীর থেকে গভীর অনুভব
দূরদৃষ্টি এক জাগ্রত বিশ্বাস
হৃদয়জুড়ে এক দীর্ঘশ্বাস
হয়না যা কখন শেষ
প্রথম জীবনের প্রেমত্ব নারীর আঘাত
যার মত জগতে হয়না আর অমহৎ।
সব হয় বিসর্জন
হয়না শুধু থাকে সারা জীবন,
হয়ে স্মৃতির ঘোর,
সেই প্রথম নিলর্জ আলিঙ্গন ।

ছবি গুগোল সার্চ ঈঞ্জিন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

আলমগীর কাইজার বলেছেন: কবিতা সুন্দর। তবে বেশ কিছু বানান ভুল আছে যেমন উড়ন্ত, মিলন, তাড়না, ঠোঁট, জাগ্রত, জুড়ে প্রভৃতি।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৪২

ব্লগ মাস্টার বলেছেন: কিছু সংশোধন করেছি।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

অলিভিয়া আভা বলেছেন: এমন আলিংগন হোক জন্ম জন্মের মত, ভালো লেগেছে কবিতা।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৪১

ব্লগ মাস্টার বলেছেন: অনেক শুভেচ্ছা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৪০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.