![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
সারা দিব্য অক্লান্ত দাসত্ব,
ঘরে ফিরে আধারে যখন দেখি,
নারী তোর মুখের হাসি !
যেন সব ক্লান্ত মোর ঘ্রাস হয়,
যেন নব রাত্রী নব স্বপ্ন নিয়ে ফের আবার বাঁচি ।
অন্তর মন বলে,
এই সময়টুক যেন কোনো ফ্রেমে বাঁধিয়া রাখি !
নির্জন রাত্রী নির্জন বিছানা,
শুধু গোলাপের ঘ্রাণ !
সেই ঘ্রাণই যেন জেগে তুলে,
মাঝ রাত্রী দিব্য ক্লান্ত দেহ আর প্রাণ ।
নগ্ন নয় যেন দেহ,নগ্ন মোর মন !
আধাঁরে পুরিয়া জ্বলিয়া উঠে নতুন আলোর খোঁজে মোর দুটি নয়ন।
সব ঘ্রাস করে খেয়ে বেঁচে পালায় কাঁচা গোলাপের ঘ্রান !
এইতো বিচার অবস্থিত নগ্ন প্রাণ ।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৮
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: ঘ্রাস নয় গ্রাস।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভুল সংশোনের সুযোগ দেয়ার জন্য।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: মাস্টারদা! কবিতা খাসা হয়েছে। ++
শুভকামনা জানবেন।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ দাদু।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১০
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: বড় সুন্দর আবেগ ফুটিয়ে তুলছেন লেখায়।