![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
মনের ভিড়ে ঘুরে বেরায় কত সুখ দুঃখ,মিলিত কষ্টের কথা !
সবই যেন এক সূতয় বকুলের গাঁথা ।
হাজারো মিলিয়ে আজো মেলাতে পারিনি,তাই হয়ত লেখা হয়নি কোনো কবিতা !
পৃথিবীতে কত দিবস রজনী পার হয়ে যাচ্ছে,
যার যেমন ভাবনা সে তেমন মেলাচ্ছে !
আবার কত জীবন অবিরত সুখ দুঃখের অতলে হারিয়ে যাচ্ছে,
কেহ বিদায় নিচ্ছে,কেহ বা মায়া ভরা এ ভূবনে দুইদিনের নতুন অতিথি হয়ে আসছে।
এসব ভেবেই আমার কি লাভ কি বা ক্ষতি ?
আমিওতো এই পৃথিবীতে দুদিনেরি অতিথি।
তার চেয়ে তোমার লম্বা চুলগুলো চেয়ে দেখি,
যে চুল আমায় করেছে পাগল ।
তোমায় নিয়ে নতুন কিছু স্বপ্ন আঁকি,
আজ হতে তোমায় নিয়ে নতুন কিছু ভাবনা শুরু করবো
আর করেই যাবো ততদিন,
আমার জবীনের যে কতা দিন বাকি !
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১১
ব্লগ মাস্টার বলেছেন: সবই আপনাদের ভালোলাগা আর তার কৃপা।
২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১৪
ডার্ক ম্যান বলেছেন: খায়রুন সুন্দরী গানটির কথা মনে পড়লো
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২২
ব্লগ মাস্টার বলেছেন: তাহলে দুটি কলি গেয়ে নিন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ডার্ক ম্যান বলেছেন: খায়রুন সুন্দরী গানটির কথা মনে পড়লো
আমারও মনে পড়ে গেল।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৩
ব্লগ মাস্টার বলেছেন: তাহলে আপনিও দুটি কলি গেয়ে নিন। (
৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: তাহলে আপনিও দুটি কলি গেয়ে নিন। (
ভাইরে, আমি তো গাতক নই। আমি শ্রোতা। আমি কেবল শুনতে পারি । গাইতে তো পারি না।
০১ লা মে, ২০১৯ রাত ১২:২৩
ব্লগ মাস্টার বলেছেন:
৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩
আহমেদ জী এস বলেছেন: ব্লগ মাস্টার,
মানুষের সুখ-দুঃখগুলো ঐ লম্বা চুলের মতোই বেড়ে চলে শুধু!
বেশ কিছু টাইপো আছে।
০১ লা মে, ২০১৯ রাত ১২:২৩
ব্লগ মাস্টার বলেছেন: শুভরাত্রী স্যার। ঠিক করে নিবো ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১
মাহমুদুর রহমান বলেছেন: দেখতে দেখতে চোখের পলকে একদিন পৃথিবীরও শেষ সীমানা চলে আসবে।হয়তো সেই পর্যন্ত আমরা কেউই থাকবো না।
০১ লা মে, ২০১৯ রাত ১২:২৪
ব্লগ মাস্টার বলেছেন: তা মন্দ বলেন নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি + কবিতা = জোশ