নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

ভাবের দেহ

১০ ই মে, ২০১৯ রাত ১২:৪১

কিসের বাড়ি আর কিসের ঘর ?
একদিন যে তোর সবই হবে পর !
থাকতে হবে সেথায় জীবনভর,
সে যে সারেতিন হাত মাটির কবর ।

করলি দেহ খাটিয়ে,
কত সত্য মিথ্যের উপরে দাঁড়িয়ে !
কারি কারি অর্থ আর সম্পতি,বাঁধলি কত সম্পকের বাঁধন,
ভাবলি যাদের কাছের ! বিধায়বেলা হইলো না কেহ আপন ।

একটুকরো সাদা কাফন,আর কিছু কাঁচা বাঁশ,
হইলো মাটিরও বেড়া দেয়াল,
সব অহংকার রইলো পরে...............
তুইযে হইলি দেহ শক্তির বড় কাঙ্গাল !
হয়ে যাবি তখন তুই
বাবা,মা,বোন,ভাই, আরো কত কি হতে
শুধু লাশ ।

সময় থাকতে বুঝে নে,
অন্ধ মনের তালা খুলে দে !
আছে যত অহংকার
একদিন সবি তোর হবে চুরমার।
বুঝবি সেদিন
হবেনা কোনো লাভ,
কাজে আসবেনা তোর অহংকারি জুলমবাজি ভাব ।

সময় থাকতে কমিয়ে নে না তোর পাপের বোজা
করে নে মনমাঝির নৌকা হালকা।
পড় পাঁচওয়াক্ত নামাজ
করো পালন ফরজ রোযা ।

কখন বাঁচন আর কখন মরন
সে যে জানেনা কেহ
পাপ পূণ্যের মালিক
সবি যে তোর ভাবের দেহ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৯ রাত ২:৩৪

তানভীরএফওয়ান বলেছেন: Thank u

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪০

ব্লগ মাস্টার বলেছেন: সেইম টু ইউ !

২| ১০ ই মে, ২০১৯ রাত ৩:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: এক টুকরো সাদা কাফনে পুরো অহংকার শেষ। ভালো লিখছেন

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪১

ব্লগ মাস্টার বলেছেন: শুভরাত্রী ।

৩| ১০ ই মে, ২০১৯ সকাল ৯:৩৯

কালো যাদুকর বলেছেন: আমি অপার হয়ে বসে আছি
ওগো দয়াময়।


অনেক ভাল লেগেছে।

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: আগামী দিনগুলো আপনার শুভ হোক সেই প্রাথনা থাকলো ।

৪| ১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: আপনার জন্য শুভকামনা থাকলো ।

৫| ১০ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৬| ১০ ই মে, ২০১৯ রাত ১১:৪১

মাহমুদুর রহমান বলেছেন: আহ! যদি মানুষ বুঝতো।

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪৮

ব্লগ মাস্টার বলেছেন: কেহ সময় থাকতে বুঝেনা, তবে বুঝে তখন আর সময় থাকেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.