![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কমতো হলো না,অনেক সহ করেছি,দহন !
কাওকে কখনো বলি নাই,
সব দু:খ মনের ভিতর শত চাপা ভিড়ে করেছি বহন ।
তবুও শেষ হলনা আমার অনুশোচনা,
নেবানো গেলোনা অনুশোচনার আগুন ।
তুমি কি আমার কথাগুলো শুনতে পারো সীতা ?
নাকি আজো তোমার সময় হবেনা ?
আজো আমি আছি দাড়িয়ে সূর্যতীরে,
সেই চেনা প্রেমঘীরে !
তুমি কি শুধু একবার,
একবারের জন্য আসবে ফিরে ?
দেখবো তোমায় লালবেনারশী পড়িয়ে,
রাখবো তোমায় আমার বুকে প্রেমের চাদরে জড়িয়ে ।
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৪৬
ব্লগ মাস্টার বলেছেন: হায়রে ভালোবাসা।
২| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।
৩| ১১ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপি।
৪| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:২২
মুক্তা নীল বলেছেন:
খুব ভালো লাগা ও মুগ্ধতা রেখে গেলাম +++
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৪৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শুভরাত্রী।
৫| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুুন্দর।+
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৫২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।
৬| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৮
মেঘ প্রিয় বালক বলেছেন: ভালবাসায় জড়াবেন কবি কবে?
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৫৩
ব্লগ মাস্টার বলেছেন: ভাগ্যের লেখন না যায় খন্ডন।
৭| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো।
পোস্টে লাইক।
শুভকামনা জানবেন।
১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৫৬
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় পদাতিক চৌধুরি ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৯ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হায় প্রেম।