নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

যমের অদৃশ্য মালিক

২৬ শে জুন, ২০১৯ রাত ১:৩৭


হে আমার যমের অদৃশ্য মালিক,
তোমার কাছে জানাই বিচার !
সব কিছুর ঘটাও অবসান,
আর কত সইবো মোরা নষ্টদের আনাচার ?

আমাদের তুমি করো একটু করুনা,
করো একটু দয়া !
হ্যা আমরা হয়ত করেছি অনেক পাপ,
তবে সবই যে না জেনে করেছি মন্দ,
তুমি দয়াময় খুলেদেও সে অন্তরখানা,
যা আছে মন্দের তালায় বন্ধ ।
পাপ ও ভুলের বোজা,
আমাদের এতটাই করেছে লাজুক !
যে লজ্জায় তোমার কাছে চাইতেও পারিনা মাপ,
তাই ভারি হচ্ছে আর অন্তরে লেপে যাচ্ছে পাপের ছাপ ।
তবুও সকল লজ্জার শিকল ছিড়ে,
তুলেছি হাত আজ তোমার আলোর দরবারে,
তুমি দিওনা মোদের ফিরিয়ে,
একটু আলোর পথ দেখাও !
আমাদের সব ভুলগুলো ক্ষমা করে,
পাপের বদলে পূর্ণের খাতায় তুলে নেও ।

ছবি গুগুল ।
কবিতা : মনের নেশা আর নির্ঘুম রাত্রী যাপন ।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ রাত ২:১৮

আরোগ্য বলেছেন: আমীন।

কবিতায় কিছু টাইপো আছে। একটু দেখে ঠিক করে নিন।

+++

২৮ শে জুন, ২০১৯ রাত ১:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা শ্রদ্ধেয় কবি।

২| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:৪৩

কানিজ রিনা বলেছেন: অসাধারন।

২৮ শে জুন, ২০১৯ রাত ১:৫৫

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা আপু।

৩| ২৬ শে জুন, ২০১৯ ভোর ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আল্লাহ কবুল করুক আপনার প্রার্থনা, অসাধারণ কথামালা কবিতায়। ভালো লাগলো কবিতা পড়ে।

২৮ শে জুন, ২০১৯ রাত ১:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা জাহাঙ্গীর ভাই।

৪| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা বরাবরের মতই অন্যরকম হয়েছে । :) :)

৫| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: যমের অরুচী বলে একটি কথা আছে না, তারা হয়তো যমের অরুচী আর তাই হয়তো যম তাদের দিকে ফিরেও তাকায় না।

৬| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৯

স্বচ্ছ দর্পন বলেছেন: কবিতাখানি মাশাল্লাহ!

৭| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৮| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.