নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

কবিতা (আমাদের চাঁদগাজী)

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫১


এই ব্লগে একজন ব্লগার,
থাকেন ব্লগে জেগে চব্বিশ ঘন্টা !
ঠিকমত করেন কি না খানাপিনা ?
সে সকলেরি অজানা !
তবে তিনি ব্লগকে বাসেন ভালো,
যেন তিনি রাজনৈতিক বিশ্লেসন এক সৌর আলো ।

মাঝে মাঝে করেন কটু মন্তব্য,
তাতেও আবার অনেকে খুশি,
ব্লগ ব্লগার একই বলে বুঝি!
তাইতো বলি মানুষের জ্ঞানই আসল পুঁজি ।

তার নাইরে গুণের শেষ,
তিনি এক উজ্জল নক্ষত্র !
থাকেন তিনি হয়ত প্রবাসে,
তবুও তার জন্মভূমি, এই সোনার বাংলাদেশ ।

তিনি হলেন কিবোর্ড আর মাউসে হাত রাখা জাদুকর মাঝি,
সে হল আমাদের সকলের প্রিয় চাঁদগাজী ।

অত:
এর পর একটা গল্প লেখার ইচ্ছে আছে শ্রদ্ধেয় চাদগাজী স্যারকে নিয়ে ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমাকে ব্লগার হিসেবে সম্বোধন করার জন্য; আমি একটুখানি বিতর্কত ব্লগার সম্ভবত; তবে, ব্লগিং ভালোবাসি, ব্লগারদের পছন্দ করি, সমীহ করি।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১০

ব্লগ মাস্টার বলেছেন: আর আপনার এই উৎসাহ উদ্দিওপনা ব্লগীং এ অনেক ব্লগাররাই আপনাকে ভালোবাসেন । শুভকামনা রইল আপনার জন্য ।

২| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


গল্প এখন থাক, সেটা একটু বেশী হয়ে যাবে; এমনিতেই আপনার কবিতার পর, দায়বদ্ধতা অনেক বেড়ে যাবে, ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২০

ব্লগ মাস্টার বলেছেন: আসলে সত্য কথা বলতে কি বাঙ্গালি হিসেবে বাংলা ব্লগে আমাদের সকলেরি দায়বদ্ধতা আছে,তবে সেটা সঠিক ভাবে আমরা অনেকেই পালন করিনা ।অন্তত আমি এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই কেননা সেই দায়বদ্ধতা থেকে কিছুটা রেহাই আপনি আমাদেরব দিয়েছেন দেশ ও দেশের মানুষকে নিয়ে ভালো ভালো লেখা পোস্ট করে । আপনার জন্য শুভকামনা থাকল ।

৩| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩২

অনন্ত শুভ্র হৃদয় বলেছেন: পোস্টে ভালোবাসা।
শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী সাহেবের পোস্ট পড়েই ২০১৪ সালের কোনো একসময় সামুর সাথে পড়িচয়, ভালোলাগা এবং প্রণয়। অবশেষে আজ রেজিষ্ট্রেশন করে চলেই এলাম। সশ্রদ্ধ ভালোবাসা @চাঁদগাজী

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: সামুর পরিবারে আপনাকে স্বাগতম !

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৪৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: শ্রদ্ধেয় মানুষটাকে সম্মান জানালেন দেখে খুব ভাল লাগছে। এই রকম উদার, আন্তরিক মনের জন্যে আপনাকে ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৭

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৪৯

এপোলো বলেছেন: সকল কাজের কাজি
কাজ করতে গেলেই
চাঁদগাজী!

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৬| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন লিখেছেন আপনি । :)

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৭| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
আমি কবিতা লিখতে পারলে তাকে নিয়ে অবশ্যই একটা কবিতা লিখতাম।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

৮| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩২

ব্লগ মাস্টার বলেছেন: একমত ভাই।

৯| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শ্রদ্ধেয় মানুষ কে নিয়ে চমৎকার লিখেছেন আপনি !

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় সৌরভ ভাই ।

১০| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

(লাইলাবানু) বলেছেন: সুন্দর একটা মানুষকে নিয়ে সুন্দর একটা লেখা।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব ঘাড় ত্যেড়া মাল
সবার কিন্তু জানা।
তার স্বভারের মূখ্য বিষয়
হাসতে সবার মানা।

খোঁচা মারা কথা বলে
কি বড় কি ছোট।
কথা বলার তুবড়িতে তার
বাঝায় ভজঘট।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮

ব্লগ মাস্টার বলেছেন: সেটা বলে লাভ নাই,
তার গুনেরও জুরি নাই,
সে কথার কথর সম্মালোচক,
আছে মাথায় বুদ্ধির ঝলক ।

১২| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২১

চেংকু প্যাঁক বলেছেন: পাঁদগাজি তার নাম
ব্লগে আসিয়া
পাঁদড়ামি করা
তাঁহার একমাত্র কাম

ব্লগের যত ফাত্রা
আর নিম্ন বুদ্ধির প্রানী
পাঁদগাজিরে তৈল দেওয়া
তাহাদের কাম জানি

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩০

ব্লগ মাস্টার বলেছেন: এভাবে কউকে নিয়ে মজা করা কি কোনো ভালো মানুষি কাজ ?

১৩| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২

চেংকু প্যাঁক বলেছেন:

পাঁদগাজি তার নাম
ব্লগে আসিয়া
পাঁদড়ামি করা
তাঁহার একমাত্র কাম

ব্লগের যত ফাত্রা
আর নিম্ন বুদ্ধির প্রানী
পাঁদগাজিরে তৈল দেওয়া
তাহাদের কাম জানি

১৪| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

চেংকু প্যাঁক বলেছেন:








পাঁদগাজি তার নাম
ব্লগে আসিয়া
পাঁদড়ামি করা
তাঁহার একমাত্র কাম

ব্লগের যত ফাত্রা
আর নিম্ন বুদ্ধির প্রানী
পাঁদগাজিরে তৈল দেওয়া
তাহাদের কাম জানি

১৫| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

নেওয়াজ আলি বলেছেন: পড়ে ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে গাজী নিশ্চয়ই এখন বেশ খুশি হইসে =p~

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩২

ব্লগ মাস্টার বলেছেন: হতে্ই হবে ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল গুনি মানুষ নিয়ে কাব্য ।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: দারুন, আমাদের গাজী ভাইয়ের কমেন্ট কে কেমন ভয় পায়, তা জানেন কি! হা হা হা, আমি নিজেও ভয় পাই! মনে হয় এই বুঝি এল, কমেন্ট করে দিলো!

(মুলত আমার কাছে মনে হয় তিনি ভাল মানুষ, বোঝার ক্ষমতা অসাধারণ)

১০ ই মার্চ, ২০২০ রাত ১২:০৪

ব্লগ মাস্টার বলেছেন: এই ব্লগে জটিল গুনি এবং ভালো একজন মানুষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.