![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
এক লবাণক্ত হাহাকার মনে,
নেই কোনো স্বপ্ন,,
নেই কোনো আশা,,,
আছে যন্ত্রণা,,,,নেই সুখ অভিশপ্ত জীবনে ।
কি করে পারলে তুমি,
আমার নিস্পাপ মনটাকে ভাঙতে !
কি করে পারলে তুমি আমায় ঠকাতে ?
আমি বড় খুশি থাকতাম !
যদি তুমি আমায় ঠকিয়ে,
নিজে সুখে থাকতে ।
এখন কেন কাঁদো ?
কেঁদে আর কি হবে বলো ?
যা হবার তা হয়ে গেছে,
কেঁদে আর লাভ হবে না, তাই কেঁঁদ না মিছে মিছে ।
এখন কেন এত ফোন করো ?
এখন কেন এত ভাবো আমায় নিয়ে ?
এই ভাবনা এই মায়া ভরা কান্না,
আগে কোথায় ছিল ?
যা হঠাৎ তোমার মাঝে দেখা দিল !
আমি চাই তুমি সুখে থাকো,
তুমি সুখি হও !
তুমি চেয়েছিলে তাই তোমার হয়েছে দ্বিতীয় বিবাহ ।
একটা কথা মনে রেখ !
প্রথম,প্রথমই
যতই তোমায় দিবে টাকা কড়ি আর গয়না!
দ্বিতীয় কখনো প্রথম হয়না ।
তুমি চলে গেছ বলে আমার কোনো অভিযোগ নেই !
নেই মনে কোনো কষ্ট !
তোমায় যখন ভালোবেসেছি,
তখন মনে রেখো তোমার সুখেই আমার সুখ ।
তোমার ভালই আমার ভালো,
আমি চাই তোমার জীবন ভরে থাকুক সুখের আলো ।
হয়ত মাঝে মাঝে আমায় মনে পড়বে !
তবুও ভুলে যেও, আর সেটা পারলে তোমার জন্য ভালো,
ভুলো তুমি আমায় এই ভেবে,
তুমি অনেক সুন্দর,আর তোমার তুলনায় আমি অনেক কালো ।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই । বাসায় সব ঠিকথাক আছে ? নাকি আবার ভাবির সাথে ,,,
আপনার মেয়ের জন্য দোআ ও ভালোবাসা থাকল ।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
সাধরণ, তেমন বেদনাও ফোটেনি, তেমন দু:খও নেই
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০
ব্লগ মাস্টার বলেছেন: আমি এই লাইনে পুরাই নতুন,তাই তেমন পারিনা । তবে স্যার মাঝে মাঝে আপনা লিখা পড়লে আমারও রাজনীতি নিয়ে লিখতে
মন চায়,কিন্ত আমি যদি রাতে লেখি সকালেই কট খেয়ে বসে থাকবো পরে ব্লগে না বসে জেলখানায় বসে থাকতে হবে ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা!রে ।
০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: থ্যংকু ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর !
০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বেশ হয়েছে কবিতা।
০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ,।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।