নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বিবেক মুক্ত জীবন

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯


আমি আমার বিবেকের গলায় চাপ দিয়ে হত্যা করেছি,
আজ আমি বিবেকহীন একটা প্রাণী ।
আজ আর আমার কোনো বিবেক বেঁচে নেই !
বিবেক আমার মরে গেছে,
স্বার্থপরতা একটা শূণ্য জীবন পরে আছে ।

মা মরে গেছে কবে কখন সেটাও ভুলে গেছি,
বাবার মৃত্যু সেটাও ভুলে গেছি
নিজের জন্মদিন সেটাও ভুলে গেছি,,,,,,
একদিন কোথায় ছিলাম আমি,
কোথায় থেকে এসেছি ?
এত বিখ্যাত কার জন্য হতে পেরেছি ?
সেটাও ভুলে গেছি ।
আজ আমি আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাটুকো জানাবার ভাষা পযন্ত হারিয়ে ফেলেছি ।

তবে আমার একটা বিশেষ দিন,
তবে এইদিনটা খুবয় বিশেষ,
তাই হাজার রক্ত ক্ষত বিনয়ের মঝে সেটা ঠিক মনে রেখেছি ।

এইতো বেশ ভালো আছি,
একটা বিবেকহীন জীবন নিয়ে বেঁচে আছি ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

একাল-সেকাল বলেছেন:
আবেগ বলে বিবেক কে,
কিরে দেশ ছাড়লি কবে?
বিবেক বলে ছাড়িনু দেশ,
দেশ ছেড়েছে মোরে।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ব্লগ মাস্টার বলেছেন: কথা খারাপ বলেন নাই ।

২| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন । পাঠে মুগ্ধ হলাম।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৬

প্রেক্ষা বলেছেন: জাগ্রত হোক সকলের বিবেক,বেঁচে উঠুক নতুন করে।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: সহমত ।

৪| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ পথ হাটা ক্যামেরা ম্যান ভাই । ;)

৫| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৪

হাকিম মিয়া বলেছেন: জাগ্রত হোক সকলের বিবেক ।

১০ ই মার্চ, ২০২০ রাত ১২:০০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

টাইপো শুদ্ধ করে নিয়েন ।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি । ঠিক করে নিচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.