![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে একা নই,
দিন ফুরায়, রাত আসে।
ভোর আসে, বিকেল হয়
দুটি শিশুর জন্য একাকার
আছে ব্যস্ততা, আছে একাকীত্ব,
আছে মান-অভিমান!
সারা দেশ দর্শক প্রতিটি ক্ষণের।
এখানে একা নই।
আছে সাদা পোশাক,
আছে গান, আছে গালি।
আছে হাসি, আছে গল্প।
আছে তীর্যকতা, আছে কটুবাক্য।
সারা দেশবাসী সাক্ষী,
মিডিয়া সাক্ষী!
এখানে একা নই।
বাবা-মা নেই এখানে,
ভাই-বোনও নেই।
প্রিয়জন, সেও নেই।
আছে কল্পনা, আছে প্রেম।
আছে স্বপ্নপুরুষ,
একটি চুমুর হাহাকার!
মাইরি বলছি!
এখানে একা নই।
সারা দেশবাসী নীরবে চেয়ে রয়।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
স্বাগতম জয়িতা ||
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
এখানে একা নই
চমৎকার! ছিমছাম, সুন্দর! আপনার আরও লেখার অপেক্ষায় রইলাম!
শুভকামনা!
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
আকাশদেখি বলেছেন: এখানে একা নই।
সারা দেশবাসী নীরবে চেয়ে রয়।
সময় এসেছে, নীরবতা ভাঙার...।
ভালো লাগলো লিখাটি
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
ইখতামিন বলেছেন:
সরল কাব্য
এখানে সবাই আছে
আরও আরও লিখুন
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
ইখতামিন বলেছেন: +
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
বৃতি বলেছেন: বেশ ভাল লাগল কবিতা । শুভকামনা রইল আপনার জন্য
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
শুঁটকি মাছ বলেছেন: নীরবতা ভাঙ্গা দরকার এখন।কবিতায় ভাল লাগা!!
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
সুমন কর বলেছেন: সারা দেশবাসী নীরবে চেয়ে রয়। ভাল লাগল।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ধন্যবাদ ।
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা ভালো হয়েছে । তবে প্যারা করে দিলে কবিতাটা একটি প্যাটার্নে আসতো মনে হয় ।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল।
১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
দুঃখী__ বন্ধু বলেছেন: সরল কিন্তু সব কথা আছে কবিতায় । বেশ ভালো লেগেছে ।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
এম. হাফিজ উল্লাহ বলেছেন: বাহ! চমৎকার হয়েছে।
আছে কল্পনা, আছে প্রেম।
আছে স্বপ্নপুরুষ,
একটি চুমুর হাহাকার!
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো