![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীটি নামাজ পড়ছিল
তাকে আমি ভালোবাসি
কেবলি ভালোবাসি।
নারীটি কুরআনে হারিয়ে যাচ্ছিল।
পড়ছিল একটি ইসলামী বই।
আমি নারীটিকে ভালোবাসি,
তাকে ভরিয়ে দিতে চাই পার্থিব আনন্দে।
আমি নারীটিকে জড়িয়ে ধরি,
নামাজের জায়নামাজ থেকে সরিয়ে আনি।
এবং ভালোবাসায় ডুবে যাই।
আমি চাই না সে কেবল ইসলামী বই-এ
ডুবে থাকুক।
আমি চাই সে কেবল উপরে উঠুক
উপরে উঠুক, অনেক উপরে।
পার্থিব উন্নতিতে অনেক অনেক উপরে উঠুক!
অনেক অনেক নাম কামাই করুক!
আমি চাই না সে কেবল বই-এ ডুবে থাকুক।
আমি চাই না সে জিকিরে মশগুল হোক,
আমি তাকে ভালোবাসি,
অনেক অনেক দূর থেকে বুকে টেনে নেই।
কিন্তু ঘরের জন্য নয়, পরিবারের জন্য নয়।
কেবলি মেয়েটির জন্য মেয়েটিকে ভালোবাসি।
মেয়েটি অনেক উপরে উঠুক,
জায়নামাজে পড়ে না থাকুক!
তাকে আমি আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে ধরি।
বৃষ্টিভেজা শীতের মাঝে এতোটুকু উষ্ণতা পাবার জন্য।
অনেক ভালোবাসি, আঁধারের ভালোবাসা।
কেউ জানবে না, কেউ কোনদিন বলবে না।
তাকে আমি অনেক ভালোবাসি।
©somewhere in net ltd.