নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

দিকশূন্যপুরের অভিযাত্রী

কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।

দিকশূন্যপুরের অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

অবসর

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪


দেশে থাকতে অবসর সময়কে অনেক ভালবাসতাম। তখন অবশ্য কাজের সময়ের চাইতে অবসরেই চলে যেত দিনের সিংহভাগ সময়। ঘুরাঘুরি, বই পড়া, মুভি দেখা, আড্ডা দেয়াতে কী মজার অবসরই না ছিল! কিন্তু মাত্র ২-৩ বছরের ব্যাবধানে অবসরের সংজ্ঞাটাই কেমন করে বদলে গেল। এখানে অবসর শব্দটা যেমন অপ্রতুল, তেমনি অবসরের স্বর ও পালটে গেছে সম্পূর্ণ। এখন অবসর মানে ভীষন একা, দেশের কথা মায়ের কথা, বন্ধু-বান্ধব আর কাছের মানুষের কথায় মনের চৌরাস্তায় জ্যাম লেগে থাকা। যে জ্যাম ভেদ করে মন একপা ও সামনে এগুতে পারেনা। এখন অবসর মানে কিছু সময়ের অপমৃত্যুকে খুব কাছ থেকে দেখা, কিছু আফসোসের কাছে নিজেকে পরাজিত করা। এখন অবসর মানে খুব তারাতারি আবার ব্যস্ত হওয়ার তাগাদা, শূন্য আকাশের চাঁদের সাথে নিজের মিল খুজে পাওয়া। এখন অবসর মানে টাইমলাইনে নিউজফিডের সিলেবাস এক নিশ্বাসে মুখস্ত করা, উদ্ভট কোন রেসিপি রান্না করে খাওয়া। এখন অবসর মানে অবসাদ। এখন অবসর মানে পৃথিবীর বিশালতা এবং একাকিত্বের মধ্যেকার পার্থক্যটা খুব ভালকরে বুঝতে পারা। পেছন দিনে ফিরে চাওয়ার আকূলতা। ঘুমের ঘোরে একটুখানি স্বপ্ন দেখা। এখন অবসর মানে কাউকে পাশে রাখার অদৃশ্য ইচ্ছা। নিজের ছোট ছোট শখের পরিচর্যা করার প্রয়াস। এখন অবসর মানে স্মৃতির এলবামের প্রতিটি পৃষ্ঠা আবার মনোযোগ দিয়ে পড়া। এখন অবসর মানে নিজেকে এটা বিশ্বাস করানোর চেষ্টা যে, 'আমি এখন সত্যিই অবসরে আছি।'

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

ঢাবিয়ান বলেছেন: একমত আপনার সাথে। দেশের অবসর ও প্রবাসের অবসরের মাঝে আসলেই অনেক ফারাক।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: সহমত পোষন করে মন্তব্য করার জন্যে ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: পুরুষ মানুষের কোনো নেই।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ মানূষকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন?
অবসর নেই পুরুষ মাঊষদের।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৪

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: হুম, পুরুষ হয়ে গেলে আর অবসর থাকেনা। অবসরের বেশির ভাগ ছোটবেলাতেই থাকে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

আরাফআহনাফ বলেছেন: সুন্দর লিখেছেন।
আপনার প্রবাস জীবন সুখের হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৫

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: খুব সুন্দর মন্তব্য। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.