![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও অনৈতিক কাজে বেশ কয়েকবার গ্রেফতার হন এবং বিচারের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন।
১৪ জুন ১৯৯৮ টেক্সাসে টারন্ট কাউন্টিতে জয় গ্রেফতার হন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২০ দিন কারাবাস, ২ বছরের প্রোবেশন এবং ৫০০ ডলার জরিমানা করে।
৬ ফেব্রুয়ারি ২০০৬ ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন, বিচারে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে শাস্তি ও জরিমানা করা হয়।
১৯ মার্চ ২০০০ ভার্জিনিয়া ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেফতার হন। গ্রেফতারের পর অভিযোগ প্রমাণ হলে তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।
২৯ এপ্রিল ২০০১ ভার্জিনিয়ার রাপাহ্যানোক কাউন্টিতে এবং ২০ মে ২০০৪ আরলিংটন কাউন্টিতে আইন ভঙ্গের অপরাধে তাকে অভিযুক্ত করা হয়, শাস্তি দেয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার বা ২ হাজার ১শ কোটি টাকার উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।
গত ২৩ ডিসেম্বর ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশী) নামক একটি সংগঠন দুদক চেয়ারম্যান বরাবরে এই আবেদন জানিয়েছে। সংগঠনের সভাপতি আবুল হাশেম বুলবুল ও সেক্রেটারি কাজী সাকাওয়াত হোসেন বলেন, "যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার বোন সায়মা ওয়াজেদ (পুতুল), তার স্বামী খন্দকার এম হোসেন বিভিন্ন নামে-বেনামে ব্যবসা করে আসছেন।" তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পত্তির মালিক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন জয় তখন বিভিন্ন নামে-বেনামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার ব্যবসার মধ্যে টেক্সাসভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল (নভেম্বর ’৯৮ থেকে মার্চ ২০০১) এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল এলএলসি (মে ’৯৮ থেকে আগস্ট ২০০১) এর সঙ্গে সমুদ্রতল দিয়ে ক্যাবল প্রজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে টাইকো কমিউনিকেশন ইউএসএর সঙ্গে যুক্ত হন।
২০০৫-এর মার্চে সজীব ওয়াজেদ জয় ‘জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস’ নামে আরও দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
জয় যুক্তরাষ্ট্রে কোনো চাকরি করেন না। তারপরেও জয় ২০০৬-এর ১২ মে তার নিজের নামে এই ঠিকানায় ৩৮১৭ বেলম্যানয়, ফলস চার্চ ভার্জিনিয়ায় ১০ লাখ ডলার দামের ১টি বাড়ি কিনেন। এর আগে যুক্তরাষ্ট্রে জয় ও তার স্ত্রীসহ যৌথ মালিকানাধীন আর একটি বাড়ি ৭ লাখ ৪৯ হাজার ডলার দিয়ে কিনেছিলেন।
যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামীর ৩টি বাড়ি রয়েছে। সজীব ওয়াজেদ জয় এবং তার বোন সায়মা ওয়াজেদ (পুতুল) ও তার স্বামী খন্দকার এম হোসেনের যুক্তরাষ্ট্রে উলেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে যা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যবসায়ে লাভের পরিমাণ নামমাত্র দেখিয়ে পুতুল ও তার স্বামী মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এবং ফ্লোরিডাতে বিলাসবহুল ৩টি বাড়ি রয়েছে এই ঠিকানায় ৪৫৬ নর্থ বে পয়েন্ট ওয়ে, জ্যাকশন ভিল, ফ্লোরিডা। আর একটি বাড়ি ৮৪৫ ইয়র্কওয়ে, মেইটল্যান্ড, ফ্লোরিডা। আরেকটি বাড়ি ২০৬৫ ডবিউ ১১৯ এভিনিউ, মিরামার, ফ্লোরিডা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) এবং তার স্বামী খন্দকার এম হোসেন-এর ব্যবসা বাণিজ্য ও সম্পদের দিকে তাকালে আলাদিনের চেরাগের মতই মনে হয়।
সূত্র:
Click This Link
২| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪২
মইন বলেছেন: ওই মিয়া এতো কতা কন কেরে, চিল্লাইয়া সোলোগান দেন,
জয় বাকশাল।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
'লেনিন' বলেছেন: ফাইবার অপটিক কেবল আনার জন্য সাউথ এশিয়ান এই 'আইটি লীডার' নাকি কমিশন চেয়েছিলো '৯৬ টার্মে কথাটাকি সত্য?
আর সে যে 'আইটি লীডার' আখ্যা আদায় করেছিলো তার মায়ের ১৪টি ডক্টরেট এর মতো সেটি কি জাতি হিসেবে এই জাতির নাতি(শেখ মুজিবের দৌহিত্র) আমাদের গর্ব নয়?
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: জয়্ আমাদের গব্ব
৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
গিফার বলেছেন: ভাই যে যাই কউক না কেন খাম্বা মালিক রে কেউ বিট দিতে পারবে না তো এর জন্য এইসব ফাউ খবর দিয়া লাভ নাই।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
সান্তনা বলেছেন: ১। হাসিনা বলে চারদল সবচেয়ে বেশী দুর্নীতি করেছে।ঃ
>> অথচ টি আই বি(T.I.B) রিপোর্টমতে বিএনপি আমলে (২০০৫) দুর্নীতি হয়েছে ৫২৬ কোটি। আর আওয়ামী আমলে (২০০০) সালে দুর্নীতি হয়েছে ১৭১৯২ কোটি টাকা।
২। হাসিনা বলে চারদলীয় আমলে হত্যা সন্ত্রাস মাত্রা ছাড়িয়ে গেছে :
>> লগী বৈঠার তান্ডবের স্বীকার ৬ জন মানুষ, লাশের উপর নারকীয় উল্লাস, হাসিনার ঘোষণা এক লাশের পরবর্তে দশ লাশ, শামীম উসমান, জয়নাল হাজারী, তাহের বাহিনী, ঢাকার মকবুল, হাজী শেলিম ও ডা. ইকবাল একেকজন গডফাদার শতশত নারী পুরুষ হত্যা করেছে।পুলিশের তথ্যমতে বিএনপি আমলে খুন রাহাজানী হয়েছে ১১ হাজার ৮৩টি, আওয়ামী লীগ আমলে খুন রাহাজানী হয়েছে ২৩ হাজার ৮৯১টি।
৩।হাসিনা বলে ক্ষমতায় গেলে ইসলাম ধর্মবিরোধী কোনো আইন বানাবে নাঃ
>>অথচো ৯৬-২০০১ সালে অর্ধ শত মাদ্রাশার এম পি ও বাতিল করেছে। কাদিয়ানী আঃ আউয়াল কে ই,ফাউন্ডেশান এর ডি জি বানিয়েছে। হাজার হাজার মাদ্রাশার ছাত্র-শিক্ষক, দাড়ী টূপী ওয়ালা মাণূষ কে চরম নিরযাতন করেছে।
৪।আওয়ামিলীগ এর মুল মন্ত্র হল ধর্মনিরপেক্ষতা যা এই কথার সম্পূর্ণ বিরধী, দুটি কাজ একসাথে চলতে পারে না। এটা চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই না, বরং সুষ্পষ্ট ভন্ডামী। নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য নিজেরা এখন মাথায় টুপি, হাতে তসবিহ নিয়ে মসজিদে গিয়ে ভোটারদেরকে প্রতারিত করছে।
৫।হাসিনা বলে চারদল ক্ষমতায় গেলে দেশ বিক্রি হয়ে যাবেঃ
>>কিন্ত ৯৬-২০০১ সালে হাসিনা পার্বত্য চুক্তি করে দেশ কে ভারতের হাতে তুলে দেওয়ার শরযন্ত্র করে। গাস, ট্রানযিট, চট্টগ্রাম ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছিল। বি এন পি ট্রানযিট, চট্টগ্রাম বন্দর ভারত কে ব্যবহার করতে দিতে রাজি হয় নাই।
৬। হাসিনা বলে ক্ষমতায় গেলে ১৫ টাকায় চাল খাওয়াবেঃ
>> এটা একটা চরম মিথ্যাচার ছারা আর কিছুই না, কারণ তা করতে হলে দেশ কে বছরে ৩২ হাজার কোটি টাকা ভরতুকি দিতে হবে যা বাংলাদেশের বাজেটের অর্ধেক।
৭। হাসিনা বলেন, ১২ টাকার চাল বিএনপি ৩২ টাকায় নিয়ে গেছেঃ
>>অথচ ৯৬-২০০১ সালে চালের নিম্নমূল্য ছিল ১৮ টাকা যা সর্বোচ্চ ২৮ টাকায় বিক্রি হয়েছে। পেঁয়াজ এর দাম ছিল ৫২ টাকা
৮। হাসিনা বলে ক্ষমতায় গেলে ডিজিটাল বাংলাদেশ গড়বেঃ
>>অথচ ডিজিটাল বাংলাদেশ এর মানে উনি জানেন কিনা সন্দেহ আছে। ৯৬-২০০১ সালে দেশে কনো আইটি সেক্টর এ কনো উন্নতি হয় নাই। চারদল জোট বিগত সালে বাংলাদেশ কে সাবমেরিন কেবল এর সাথে সংযুক্ত করে, তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি করে, মোবাইল নেটওয়ার্ক এর ব্যপক উন্নতি হয় ।
৯।হাসিনা বলেন, জংগীবাদ জোটের সৃষ্টি:
>>কিন্তু৯৬-২০০১ সালে প্রথম জংগীবাদের উত্থান হয়। রমনা বটমূলে ছায়ানট অনুষ্ঠানে হামলা করা হয়। কিন্তু চারদলীয় জোট জংগীবাদের কোমর ভেঙে দেয়। আওয়ামী লীগ জংগীবাদ মোকাবেলায় সরকারকে কোন সহযোগীতা দেয়ই নাই উপরন্তু তারা নাটক বলে মশকরা করেছে। বোমা হামলায় ক্ষতিগ্রস্থ হাসিনার গাড়ী পর্যন্ত তদন্ত টীমকে দেয়নি আসল সত্য ধরা পড়বে বলে।
১০।হাসিনা বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের জন্য তাকে ভোট দিতে।
>>অথচ দেশের ইতিহাসে একমাত্র দুর্ভিক্ষ জাতি উপহার পেয়েছে তার বাবার আওয়ামী আমলে।
১১। হাসিনা বলেন, বেঈমানের হাত থেকে দেশ বাচান।
>> অথচ বাংলাদেশের একমাত্র প্রমানিত বেঈমান তিনি নিজে। যিনি সকালে এক ঘোষণা দেন বিকেলে তার উল্টো কাজ করেন। ৮৬’র এরশাদের সাথে নির্বাচন এর বড় প্রমাণ। এবারো দুই বেঈমান এক হয়েছেন।
http://www.knowbal.com
৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
মনির হাসান বলেছেন: কদুর ব্যাপারী ... আপ্নারেইতো আমি খুজতাছি ..
আপনার এক সহযোদ্ধা গেলমান এইখানে কড়া ঠাপ খাইতেছে ... একলা একলা ..
আপ্নারে বুলায়।
আমি আইছি আপ্নারে দাওয়াত করতে ........
Click This Link
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫১
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: খিয়াল কৈরা মনির হাসান, আগেই বলেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই জামাতী মনে করোনা
৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫০
মাসুদ রানা* বলেছেন: এই তত্ত্বাবধায়ক সরকারতো আওয়ামীলীগের। তাই জয়ের দু হাজার কুটি টাকার উৎস জানার কোনো প্রয়োজন মনে করে না এই সরকার।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫০
মিটুল বলেছেন: মনে হয় তারেকে টাকা মেরে দিয়েছে সে।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
মোটকা বলেছেন: kudduse dekhi aro boro chagol tarek er moto
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: সজীব ওয়াজেদ জয়ের দু হাজার কোটি টাকার উৎস কি ?
১০| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৯
রবিনহুড বলেছেন: জয়ের বাপ দাদা এবং নানা ও মা এর সব ইনকাম এক করলেও এর ১ভাগ হইব না।
মা যদি গনভবন আত্বস্বাত করে তাইলে পুলা কি করতে পারে?
১১| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০০
ফয়েজ রেজা বলেছেন: ভাল হইছে ভাই তিনি বাংলাদেশে থাকেন না , তাহলে তো বাংলাদেশের এতগুলো টাকা বিদেশে চলে যেতো, ঘটনা যদি সত্য হয়, দোয়া করি আর যেনো তিনি দেশে না ফিরেন, বিদেশে থেকে লুটপাট করুন,
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: সেটাই
১২| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯
আগুন পাখি বলেছেন: গতকাল 'আমাদের সময়' পত্রিকায় একটি খবরের নিচে কমেন্ট বিভাগে বিএনপির চামচগুলো যে ভাষায় শেখ হাসিনা এবং পুরো পরিবারকে গালাগাল করেছে, এতেই এদের মানসিকতা বোঝা যায়।
@সান্তনা, বোমা হামলায় ক্ষতিগ্রস্থ হাসিনার গাড়ী তদন্ত টীমকে দিলে আসল সত্য বের করে আনতো???? বিএনপির বানানো তদন্ত টীম এতো কোয়ালিফাইড ছিল??? সাবাস, সান্তনা!!! আপনি অনেক কনফিডেন্ট বিএনপির ব্যাপারে। একটা সস্তা ওয়েব সাইটের নামও দিয়েছেন দেখছি। আপনি বানিয়েছেন???
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৫
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: সজীব ওয়াজেদ জয়ের দু হাজার কোটি টাকার উৎস কি
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯
জয় হাসান বলেছেন: সৈরাচার নিপাতে যাক - ধানের শীষ জিন্দাবাদ
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯
বহুরূপী মহাজন বলেছেন: ছাগলেরাই দিনকাল পড়ে
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১২
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: সজীব ওয়াজেদ জয়ের দু হাজার কোটি টাকার উৎস কি?
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১১
বিষাক্ত মানুষ বলেছেন: তারেকের টাকা জয় নিলো কেমনে !!!@#!#%#৳!%#
দিক্কার !!!!!!!!!
তিব্র দিক্কার
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৫
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: দিক্কার
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১২
লাবু শামস বলেছেন: ""জয় আমাদের ভাগিনা, তার টাকা থাকলে অসুবিধা কোথায়? জয় আমাদের ভাগিনা, তার টাকা থাকলে অসুবিধা কোথায়? ""..।..।..।..।..।..।...।
"ভালাই কইছেন ভাইজান... দেশ ল্যুইটা খাউক উনারা......... মজা অইবো"........।..।.।..।।...
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৪
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: ল্যুইটা খাউক_________
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৮
সামী মিয়াদাদ বলেছেন: কিছুই বুঝলাম না, তবে এইটা বুঝলাম যে ব্লগার ভাইজান বিএনপির একনিষ্ঠ কর্মী....প্রতি পোষ্ট প্রতি উনাকে কত টাকা কইরা দেয়া হয় তা জানিতে বড়োই ইচ্ছা হইতেছে
সবই আওয়ামী বিরোধী প্রোপাগান্ডা....ভালই চালাইতেছেন....চালায়া যান নির্বাচন পর্যন্ত
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: বাংলাদেশের জলসীমায় ভারতীয় জাহাজ । এইটা কি মিথ্যা ?
৯৬ এর শেয়ার কেলেংকারি। আওয়ামী লীগের অর্থমন্ত্রী স্বীকার করলেন, শেয়ার মার্কেট কি আমি বুঝি না। এইটা কি মিথ্যা ?
এরশাদ বলেন, গরীবদের জন্য চাল ডাল তেল ফ্রি করে দিবেন। এই টা কি মিথ্যা ?
বিশ্ববেহায়া, মহাচোর, ডা: মিলন, নুর হোসেনের খুনি লে জে হু মু এরশাদ। এইটা কি মিথ্যা ?
জয় শ্বশুর বাড়ি যাচ্ছেন বড়দিন পালন করতে। এইটা কি মিথ্যা ?
আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করুন। জয়নাল হাজারী, শামীম ওসমান এগুলো কি মিথ্যা ?
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: জয় যতদিন দ্যাশের সিনিয়র যুগ্মসচিব ছিলো সব লইটু পুইটা খাইছে ।
ধানমন্ডির বাতাসা ভবন ছিলো কুঠিবাড়ি
কুটি কুটি ট্যাকা জয় আর তার সাঙ্গপাঙ্গরা হাতাইছে
সব আমাগো রক্ত পানি করা টাকা
জয়রে দেশ থিকা বাইর কইরা দেয়া হোক । দিক্কার
আমরা সবাই হবো ছাইয়া
ন্যাতা মোদের তারেক ভাইয়া
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৩
চাচামিঞা বলেছেন: জয় কি নির্বাচনে দাড়িয়েছে?
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: জয়ের মা আবার প্রধানমন্ত্রি হলে, জয় কয়টা নতুন কোম্পানি খুলবে?
২০| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৬
সামী মিয়াদাদ বলেছেন: ভাল কইরাই বোঝা যাইতেছে...নির্বাচনের পর পরই এই নিকের মৃত্যু ঘটিবে.....আগাম ইন্নালিল্লাহ পড়িয়া নিলাম
২১| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৮
রাজর্ষী বলেছেন: এসবই মিছা কথা।
২২| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
সামী মিয়াদাদ বলেছেন: আমি যা মন্তব্য করছি বোঝা গেল ঐগুলাও সত্য....তা ভাইজান পোষ্ট প্রতি কত পান জানাবেন কি?
২৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
আগুন পাখি বলেছেন: 'লেখক বলেছেন: সজীব ওয়াজেদ জয়ের দু হাজার কোটি টাকার উৎস কি'
তোমার খাম্বা ভাইদ্বয় হয়তো ভুলে টাকাটা জয়ের এ্যাকাউন্টে ট্রান্সফার কইরা দিছে। তোমার দুইভাই তোমারে জানায় নাই??
২৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫১
চিপা রংবাজ বলেছেন: আসল নিকে বেশ কয়েকদিন ধরে লগিনই করতেছেন না, ব্যাপার কি কুদ্দুইসসা?
সবাই একটু খেয়াল করেন, খুব সহজেই এই বিএনপি প্রেমিক কে চিনে ফেলবেন।
খেয়াল কইরা!
২৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
অমি রহমান পিয়াল বলেছেন: আমি ধার দিছি। আর আমার উঁতস ইসলামী ব্যাঙ্ক
২৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
অমি রহমান পিয়াল বলেছেন: জয় শ্বশুর বাড়ি যাচ্ছেন বড়দিন পালন করতে। এইটা কি মিথ্যা
কিন্তু তোমরার চীপ চাগুরাম যে কইলো জয়ের বউ ইহুদি। কুনটা সইত্য?
২৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১
আবূসামীহা বলেছেন: সান্তনা বলেছেন: ১। হাসিনা বলে চারদল সবচেয়ে বেশী দুর্নীতি করেছে।ঃ
>> অথচ টি আই বি(T.I.B) রিপোর্টমতে বিএনপি আমলে (২০০৫) দুর্নীতি হয়েছে ৫২৬ কোটি। আর আওয়ামী আমলে (২০০০) সালে দুর্নীতি হয়েছে ১৭১৯২ কোটি টাকা।
---------------------
ওরে বাব্বা! এত টাকা!
২৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৮
গোলন্দাজ বলেছেন: অমি ভাই...আপ্নের লেখা দেইখা কেমন লাগতাচে...।হের বউ কি ইহুদি নাকি ক্রিসচিয়ান ...কন টা???? আর আমারেও কিছউ দিবাইন??? পকেট এ টেকা নাইক্কা...।।নেট বিল দিতে পারতেচিনা...।
২৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৩
রেজওয়ান বলেছেন: "সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার বা ২ হাজার ১শ কোটি টাকার উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। "
আপনি দয়া করে মিথ্যা কথা বলবেন না। তথ্য প্রমানসহ লিন্ক দেন।
কোকোর কোটি কোটি টাকা দুর্ণীতি মার্কিন আদালতে উপস্থাপন হয়েছে। ওখানে তথ্য প্রমাণ রয়েছে। সে ব্যাপারে আপনি দ্বিমূখী নীতি অবলম্বন করছেন কেন?
Click This Link
Click This Link
Click This Link
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: গত ২৩ ডিসেম্বর ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশী) নামক একটি সংগঠন দুদক চেয়ারম্যান বরাবরে এই আবেদন জানিয়েছে। সংগঠনের সভাপতি আবুল হাশেম বুলবুল ও সেক্রেটারি কাজী সাকাওয়াত হোসেন বলেন, "যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার বোন সায়মা ওয়াজেদ (পুতুল), তার স্বামী খন্দকার এম হোসেন বিভিন্ন নামে-বেনামে ব্যবসা করে আসছেন।" তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পত্তির মালিক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন জয় তখন বিভিন্ন নামে-বেনামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার ব্যবসার মধ্যে টেক্সাসভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল (নভেম্বর ’৯৮ থেকে মার্চ ২০০১) এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল এলএলসি (মে ’৯৮ থেকে আগস্ট ২০০১) এর সঙ্গে সমুদ্রতল দিয়ে ক্যাবল প্রজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে টাইকো কমিউনিকেশন ইউএসএর সঙ্গে যুক্ত হন।
৩০| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০
হাসান বিপুল বলেছেন: তারেকের সঙ্গে জয়কে মেলানো কি ঠিক হলো। তারেকের বিরুদ্ধে দূর্নীতির মামলা আছে। জয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে বা প্রমানিত হয়েছে, তবে সেগুলোর মধ্যে কি দূর্নীতির মামলা আছে বা ছিল?
খিয়াল কইরা।
৩১| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২
অণুসন্ধানী বলেছেন: দুদক কই, দুদক কে তো Microscope দিয়েও দেখছি না।
৩২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৩
আপেল বলেছেন: সময় কথা কইবো...
৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০২
রাফা বলেছেন: ২ হাজার কোটি টাকার সূত্রটা যদি একটু দিতেন।আমেরিকাতে দশ টাকা থাকলে দশ হাজার টাকার মালিক হওয়া খুব সহজ।
৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৮
মেঘ বলেছেন: আমরা সবাই হবো ছাইয়া
ন্যাতা মোদের তারেক ভাইয়া
সাউয়া, তরে বাথরুম ধোয়ার ব্রাশ দিয়া মারতে হইব।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: tumar moto sundorir kase mair kaite kharap lagbo na
৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
শূন্য আরণ্যক বলেছেন: তারেক , জয় ভাই ভাই ,...... এক জেলে ভরতে চাই ......
৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫২
আবুল বাহার বলেছেন: মিটুল বলেছেন: মনে হয় তারেকর টাকা মেরে দিয়েছে সে।
৩৭| ১৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
সুমন এম রহমান বলেছেন: হা হা হা.......
৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১২
আশ্রাফুল আলম বলেছেন: জাতির নাতিরে নিয়া মিথ্যাচার সহ্য করা হইবে না।
৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
একজন ঘূণপোকা বলেছেন:
৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
কেনজিয়া বলেছেন: দুই হাজার কোটি টাকা
কেউ বলতে পারবেন দুই হাজার কোটি টাকায় কত মন রসগোল্লা কেনা যায়?
৪১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
বিড়ি বলেছেন: তাই নাকি মামলা করেন ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
সিটিজি৪বিডি বলেছেন: জয় আমাদের ভাগিনা, তার টাকা থাকলে অসুবিধা কোথায়?