নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিকের কলাম

হাসান কাবীর

শখের বশে লেখা লেখি, পড়তে খুব ভালোবাসি তা যাই হোক

হাসান কাবীর › বিস্তারিত পোস্টঃ

পথিকের কলম

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০

আমি এখন মানুষ খুজে বেড়াই
যে হবে আমার নিত্য ভাবনার সঙ্গি
গল্প করতে যে ভীষণ ভালোবাসে
নিরবতাও যার কাছে সমান প্রিয়
যে আনন্দ খুজবে বইয়ের পাতায়
প্রকৃতি বা বিজ্ঞানের নতুন আবিষ্কারে
মিত্থ্যে যার কাছে অবাক বিস্ময়
চতুরতায় ছলে যার গভীর অনাস্থা
থাকবে সৃষ্টি রহস্যের প্রতি আকর্ষণ
অনাবিল মমতা সৃষ্ট জগতের প্রতি
যে কথার ভাজে কথা লুকোবেনা
ক্রোধের আড়ালে হাসবেনা চোখ
এড়িয়ে যাবেনা কোনো নিশ্চিত সত্যকে
বিত্ত আর ক্ষমতার মানদণ্ড যার কাছে অমুলক
মূল্যহীন জাত গোষ্ঠী সৌকর্যের উপাধি
এমন কাউকে যাবে কি পাওয়া
যে এখন মানুষ পরেও মানুষ প্রতিক্ষণ মানুষ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

বংশী নদীর পাড়ে বলেছেন: এমন একজন মানুষ পাওয়া বিরল বিষয়। আমিও খুজে ফিরি এমন একজন মানুষকে যে মানুষকে ভালবাসে...।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫১

হাসান কাবীর বলেছেন: পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই কিন্তু বেশি,
ভালোর সংজ্ঞাটি আপেক্ষিক, জটিলতাটা এখানেই। শুভেচ্ছা রইলো।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

নাজনীন পলি বলেছেন: আপনি যেন এমন একজন মানুষকে সত্যিই খুঁজে পান এই কামনা :)

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৮

হাসান কাবীর বলেছেন: ধন্যবাদ, শুভকামনা আপনার জন্যও।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৭

রাফা বলেছেন: হুম....কঠিন প্রশ্ন ,এমন মানুষ পাওয়া যাবে কি ?

কেনো যাবেনা.....! শুরুটা তো নিজেকে দিয়েই করতে পারেন-এর চাইতে ভালো মানুষ গুলো আছে বলেইতো পৃথিবীটা এখনও টিকে আছে।

এমন মানুষদের যখন মূল্যায়ন করা হবে তখনই আপনি দেখতে পাবেন প্রকাশ্যে।তার পূর্বে নয়।

চমৎকার প্রকাশ হোয়েছে আপনার লেখা ,কেমন মানুষ আসলে আমরা সবাই চাই।

ধন্যবাদ,হাসান কবীর।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪

হাসান কাবীর বলেছেন: শুরুটা নিজেকে দিয়ে করবো? ভালোই বলেছেন
লেখাটা ভালো লেগেছে,জেনে ভালো লাগলো।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.