![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি চাও তবে ভুলে যেতে পারো,
দেয়া প্রতিশ্রুতি।
কেড়ে নিতে পারো,
সব আবেগি কথামালা।
ফিরে যেতে পারো,
সেই প্রথম দেখার ক্ষণে ।
যদি চাও তবে প্রশ্রয়ের হাসি,
দেবোনা কোনোদিন।
চাইবোনা আর খোপায় ,
গুজে দিতে কোনো ফুল,
সরিয়ে দেবোনা কপালে ,
পরা অবাধ্য চুলের রাশি।
যদি চাও তবে তোমার জন্যে,
লিখবোনা কবিতা।
শহর জুড়ে খুজে আনবোনা,
আর কালো গোলাপ।
থাকবেনা আর মান ভাঙ্গানোর,
কোনো দায়।
দুপুরের আকাশে খুজবোনা,
আর সাদা মেঘচিত্র।
সন্ধায় তারাদের পানে চেয়ে ,
উদাস হবোনা,
নিদ্রাহীন হয়ে ভোরের শিশির ছোয়ার,
আশায় থাকবোনা।
যদি চাও তবে তোমায় ভালো বাসবোনা...,
আর কোনোদিন।
স্বত্বঃসংরক্ষিত
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৭
হাসান কাবীর বলেছেন: কবিতা হয়েছে কিনা জানিনা,চেস্টা করেছি,বিরাম চিহ্ন ব্যাবহার না করার কারন পাঠককে নিজের মত আবৃত্তির স্বাধীনতা দেয়া।
আপনার জন্য শুভকামনা, ভ্রাতা
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: বিরামবিহীন কবিতা! ভালোই!
শুভেচ্ছা , ভ্রাতা