![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যেনো এক ভয়াল মৃত্যু উপত্যকা
সবুজের সমারোহ উধাও আজ বহুদিন
চারিদিকে কেবলই লাল আর ধোঁয়াশার চিহ্ন
দুর্বৃত্তের আনাগোনা আর সচকিত চোখ
হারিয়েছে সব স্বাচ্ছন্দ্য আর ভালোবাসা
শীতের কুয়াশা বা মিষ্টি রোদ খোজেনা কেউ
অবিশ্বাস আর ভয়ার্ত চাহুনি দ্রত চলাফেরা
যেনো নিরাপদ কোনো আশ্রয়ের সন্ধানে
এমন তো ছিলো না আমার এই স্বদেশ
প্রতিরোধে বেষ্টনী আর প্রতিবাদ প্রতিক্ষণ
এখনি সময় পাল্টা আঘাতের রুখে দাড়াবার
সাধারনেরাও হয়ে উঠতে পারে অসাধারন
ধিক শতধিক ছড়ানো মানুষের অভিশাপ
রাজনিতিবিদ নয় এরা সংহারি কালসাপ
আমাদের লালিত প্রজন্মের ভবিষ্যতের জন্য
আমাদের প্রয়াত পুরুষদের সন্মানের জন্য
হাতে হাত কাধে কাধ সময়ের প্রয়োজনে
নইলে একদিন এক নষ্ট প্রজন্ম খুবলে নেবে হৃদয়
ইতিহাসের পাতা আর রুপকথা হয়ে রবে
বায়ান্ন,একাত্তরের সোনালী ফসল আমাদের দেশ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
হাসান কাবীর বলেছেন: ধন্যবাদ,
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২
বাড্ডা ঢাকা বলেছেন: বাহ! কি চমৎকার কবিতা লেখেছেন দেশ নিয়ে।।