![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নের হাতে হাতকরা, তাই স্বপ্নের হাতে বন্দি...................।
একজন যোদ্ধাকে থামিয়ে দিলো ওরা। এভেবে কজনকে থামাবে? লক্ষ তারুন্য আজ প্রাণ দিতে প্রস্তুত।
শাহবাগ আন্দোলন কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে “থাবা বাবা”(৩৫) হত্যা করেছে দুবৃর্ত্তরা। তার দেওয়া শেষ স্ট্যাটাস গুলো-
Thursday
“ভালবাসা দিবসে সবার জন্য ভালবাসা... শুধু রাজাকার আলবদরদের জন্য তীব্র ঘৃণা!”
৮ ঘন্টা আগে দেওয়া তার শেষ ফেইসবুক স্ট্যাটাস-
“কোথায় কিভাবে বর্জন করতে হবে তার রুপরেখা নির্ধারন করাটা খুব জরুরী। কারন আমাদে দৈনন্দিন জীবনে কোথায় নেই তারা... একতা বাদ দিয়ে অন্যটাতে যাব, সেখানেও তাদের সেবাই নিতে হবে! আজকে যে ইন্টারনেট সেবা নিয়ে আমরা অনলাইনে আন্দোলন করছি তার মধ্যেও তো জামাতি অংশ আছে... তার মানে কি সর্ষেতে ভূত নাকি আমরা পয়সা দিয়ে নেটের বাইটস কিনছি বলে সেটা সিদ্ধ!
একটু চিন্তা করা দরকার... একটা সুনির্দিষ্ট গাইডলাইন খুব জরুরি! কারন জামাতি প্রতিষ্ঠান বলে যাদের বয়কট করবো, তার মালিকানা রাতারাতি বদলে যেতে পারে... সিম্পল শেয়ার আদান প্রদানেই মালিকানা বদলে যাবে!
তবে আমার জায়গা থেকে একতা জিনিস আমি বলতে পারি, পরিচিত জামাত সংশ্লিষ্ট পন্য ও প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে বর্জন করুন, যেমন তাদের মূল কাগজ সংগ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং ও তাদের সাংস্কৃতিক সংগঠন!”
22 hours ago near Dhaka
সোজা আঙ্গুলে ঘী ওঠে না... তার জন্য চাই লম্বা চামচ! আর আলু পোড়া ঘী দিয়া খাওয়ার মজাই আলাদা!
খুব খিয়াল কৈরা!
23 hours ago near Dhaka
আমার একজন ফেসবুক বন্ধ কিছুখন আগে একটা মন্তব্য করেছেন...
"অনেকে বলেন না, "আমার সোনার বাংলা" আগে রবীন্দ্রসংগীত, পরে জাতীয় সংগীত!! বঙ্গবন্ধুও আগে আওয়ামীলিগের, তারপরে বাঙালীর।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এটা কখনই মুক্তিযুদ্ধের শ্লোগান হতে পারেনা। তারপরে যখন "এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে" শুরু করবে, তখন কি থামাতে পারবেন?"
23 hours ago near Dhaka
'জয় বাংলা' আর 'জয় বঙ্গবন্ধু' বাঙ্গালীর দুটো স্লোগান। বাংলাদেশের ৭৫ পরবর্তী সুবিধাবাদী রাজনৈতিক দলেরা এইদুটকে আওয়ামী ট্যাগ দিয়ে সর্বসাধারনের জন্য ব্রাত্য করে দিল সাথে নিয়ে এলো একটা উর্দু স্লোগান 'বাংলাদেশ জিন্দাবাদ'। কী হাস্যকর... একুশের চেতনায় উজ্জীবিত বাঙ্গালী নিজেদের অস্তিত্ব প্রকাশের স্লোগান দেয় উর্দুতে!
প্রজন্ম চত্বরে 'জয় বাংলা'র মুক্তি ঘটেছে, বঙ্গবন্ধুও মুক্ত হবেন!
Thursday near Dhaka
বিশ্বজিৎ মরলো, তাকে নিয়ে, কতো ব্লগ স্ট্যাটাস লিখা হলো, কতো হাউকাউ হলো, আর তার পরে শিবিরের হামলায় কতোজন মরে গেল, কেউ টু শব্দ করলো না... আগুনে জীবন্ত লাশ হয়ে ফেরত যাওয়া লোকটার নাম পর্যন্ত কেউ জানতেও চাইলো না!
মরার ভিডিও ছিল বলে একা বিশ্বজিৎ মানুষ ছিল, বাকিরা অমানুষ? সেলুকাসের ঠিকানা এখনো পাইলাম না!
Wednesday
জননী (জাহানারা ঈমাম) এখন শাহবাগের প্রজন্ম চত্বরে...
জয় আমাদের হবেই………
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
kabbyo বলেছেন: বিচার না পেলে রাজপথ ছারব না।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
স্তব্ধতা' বলেছেন: আরও কিছু।যোগ করে দিতে পারেন পোষ্টে।সূত্র:
'-আমি জামায়াত ও শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই...আমাদের '৭১ না দেখা প্রজন্ম যারা কোনোভাবেই জামায়াত শিবিরকে খারাপ ভাবতে রাজি না, তাদের সামনে নিজেদের সেই নৃসংশ চেহারা দেখিয়ে দিল তারা! তারা মানুষকে তাদের আসল চেহারা দেখাচ্ছে যে তারা কতটা ভয়ংকর! মুখোশ খোলার জন্য ধন্যবাদ!'
- কন তো দেহি এই দ্যাশেতে সবচে বড় বাড়ি কার? যেই শালারা রাজাকার!
'পান খাওয়া মুখ কী লাল রে, একাত্তুরের দালাল রে!' জীবন সাজাতে ও জীবন বাঁচাতে রাজাকারের কোনো দরকার নেই!
'আমার বাপ তাঁর প্রেসকিপশানে একমির ঔষধ লিখা বন্ধ করে দিছে...আমি আমার ভ্রমণের জন্য গ্রীনলাইন বর্জন করলাম, ঢাকা ডায়িংয়ের বিছানার চাদর আছে কী না দেখতে হবে, থাকলে পুড়িয়ে ফেলব। বিপিয়েলে চট্টগ্রাম টিম বর্জন করেছি...যখন যেই পণ্যটার রাজাকার কানেকশন পাওয়া যাবে তাই বর্জন।'
'কাল ময়মনসিংহে, আজ ঢাকার আরামবাগ-মতিঝিলে, কারওয়ান বাজার, গুলশানে শিবিরের হামলা তাণ্ডব হয়েছে...আরো হবে। সবাইকে প্রতিরোধ করতে হবে...কোনো রাজাকারের ঠাঁই বাংলার মাটিতে হবে না!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
kabbyo বলেছেন: স্তব্ধতা'.....ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০
পেন্সিল স্কেচ বলেছেন: রাজিব হত্যা কারীর বিচার চাই