![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিগুরু রীবন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতি বছর ২৫, ২৬ ও ২৭ শে বৈশাখ তিনদিন ব্যাপী কবিতীর্থ শিলাইদহে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এবং এখানে মেলা বসে। দেশ বিদেশ থেকে বহু লোকের সমাবেশ ঘটে। তিন দিনের অনুষ্ঠানের মধ্যে থাকে আলোচনা, সেমিনার, কবিতা আবৃতি, নাটক নৃত্য, গীতিনাট্য এবং সঙ্গীতানুষ্ঠান। ২৫ বৈশাখ ফিরে এলেই প্রতি বছর প্রকৃতির রুদ্রতার সাথে মানবজীবনের সহজাত নৈকট্য প্রাপ্তির সংগতি খুঁজতে গিয়ে একটি স্মরণীয় দিবস আমাদের মানস পটে ভেসে ওঠে তা হল রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী।
রবিন্দ্র কুঠি বাড়ি
বকুলতলার ঘাট
ছবি নেট
আরও বিস্তারিত জানতে
০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:০৯
কাবিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সবসময়।
২| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন: Hmm.
০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:১০
কাবিল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪০
জেন রসি বলেছেন: কোন একবার মেলা থেকে ঘুরে আসার ইচ্ছা আছে।
০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:১৬
কাবিল বলেছেন: আপনার ইচ্ছা পূরণ হোক।
আসার আগে এই অধমকে স্মরণ করিলে যোগাযোগের ব্যাপারে যদি কোন হেল্প করতে পারি তবে নিজেকে ধন্য মনে করিব।
ভাল থাকুন সবসময়
৪| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:০৪
কাবিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়য়।
৫| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:২০
জুন বলেছেন: আমি যখন শিলাইদহ গিয়েছিলাম তখন এর রঙ ছিল লাল । এরপর শুনলাম সেই খান জাহান আলী ষাট গম্বুজ সহ তদীয় এলাকার সব ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সাদা চুনকাম করা হয়েছে
যাক আপনার চোখে আর বর্ননায় দেখে নিলাম আরেকবার শিলাইদহকে ,
+
০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৫
কাবিল বলেছেন: এখন আরও সুন্দর ও মনোরম পরিবেশ করা হয়েছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৬| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।
০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬
কাবিল বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময়।
৭| ০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৮
লেখোয়াড়. বলেছেন:
ধন্যবাদ পোস্টের জন্য।
০৯ ই মে, ২০১৫ দুপুর ১:৫৫
কাবিল বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ১১ ই মে, ২০১৫ দুপুর ১:৪৬
শাশ্বত স্বপন বলেছেন: তাহার এত লেখা পড়িয়াও শেষ পর্যন্ত মনে হল, বালুকণাও পড়ি নাই
http://community.skynetjp.com/id1186.htm
http://www.somewhereinblog.net/blog/sswapan/30037054
১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:১১
কাবিল বলেছেন: সুন্দর কমেন্ট ও লিঙ্ক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাল থকবেন সব সময়।
৯| ০১ লা জুন, ২০১৫ রাত ১:০৬
সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসে থাকায় 'ঘর হতে দু'পা ফেলিয়া,দেখা হয় নি চক্ষু মেলিয়া-মত আমার অবস্থা।। যখন ছিলো তখনও হয় নি ভিন্ন কারনে।।
০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৪১
কাবিল বলেছেন: আমি আশা করি আপনার জীবনে কোন একদিন এই জ্ঞানী-গুনিদের আস্তানায় আপনার পদার্পণ ঘটবে।
আমার ব্লগে উঁকি দেওয়ায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৫ দুপুর ১:৪৬
হাসান মাহবুব বলেছেন: মেলা আনন্দময় হোক সবার জন্যে।