| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ডেইলি ষ্টার, ভারতের 'জি নিউজ' সহ জাকির নায়েক বিরোধীদের সকলে ঠিক কথা বলেছে। একদম সত্যি।
জাকির নায়েক বলেছেন যে, 'প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত'। এই কথাটি উনি বলেছেন ওনার 'Is terrorism a muslim monopoly? ' নামক লেকচারে। তবে তাদের প্রচার করা কথাটি আংশিক সত্য। পুরো সত্য ব্যাপারটি জানার আগে আমাদের একটি ব্যাপারে একটু বেসিক আলোচনা করে নেওয়া উচিৎ।
পত্রিকাওয়ালাদের যেহেতু এই বেসিক জ্ঞানটা নেই, তাই এই আলোচনা আবশ্যিক বলেই মনে করছি।
Terrorist (সন্ত্রাসী) শব্দটি এসেছে terror থেকে। terror শব্দের অর্থ হচ্ছে 'আতঙ্ক', 'ভয়', 'ভীতি'। তাহলে terrorist শব্দের অর্থ হচ্ছে- 'যে/ যারা ভয় সৃষ্টি করে।' ঠিক এভাবেই Terrorism... ।তাহলে terrorist মানে এমন কেউ, যাকে দেখলে আপনি খুব ভয় পাবেন; প্যানিকে চলে যাবেন - এরকম। এটা খুবই বেসিক জিনিস।
এবার দেখা যাক জাকির নায়েক ওনার লেকচারে কি বলেছেন। জাকির নায়েক ওনার ওই লেকচারে যা বলেছেন তার খন্ডিতাংশ নিচে দেওয়া হলো- '' If a criminal sees a policeman, he is terrified. so, for the criminal, the policeman is a terrorist. In this context, I say that, every muslim should be a terrorist. whenever any criminal sees a muslim, he should be terrified. whenever any robber sees a muslim, he should be terrified. whenever any rapist sees a muslim, he should be terrified. whenever any anti-social element sees a muslim, it should be terrified. '' খেয়াল করুন, জাকির নায়েক বোঝালেন যে, একজন ক্রিমিনাল যখন একজন পুলিশকে দেখে, তখন ক্রিমিনালটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কারণ, ক্রিমিনালটা ভালো করেই জানে যে, পুলিশ অবশ্যই ক্রাইমের বিরুদ্ধে। এইজন্য, সাধারণ অর্থে ওই ক্রিমিনালের কাছে পুলিশ হলো টেরোরিষ্ট।কারণ, পুলিশ ওই ক্রিমিনালের মনে তখন terror (আতঙ্ক,ভয়) সৃষ্টি করছে।
তিনি বলেছেন, ঠিক একইভাবে, এই অর্থে প্রত্যেক মুসলিমেরই টেরোরিষ্ট হওয়া উচিত। যখনই একজন ক্রিমিনাল একজন মুসলিমকে দেখবে, তখন ক্রিমিনালটা তাকে অবশ্যই ভয় পাবে।কারণ, সে জানে, এই মুসলিম আল কুরআন মেনে চলে। আর, কুরআন সমস্তরকম ক্রাইমের বিরুদ্ধে কঠোর হতে শেখায়। সুতরাং ক্রিমিনালটার কাছে পুলিশের মতই মুসলিমও একজন টেরোরিষ্ট হিসেবে গণ্য হবে। একই কথা একজন rapist কিংবা একজন ডাকাতের ক্ষেত্রেও প্রযোজ্য- এটাই ছিলো জাকির নায়েকের কথা।
অথচ, জাকির নায়েকের কথার আগে- পিছে কি আছে না আছে তা খতিয়ে না দেখেই, শুধু মাঝখান থেকে 'every muslim should be a terrorist ' লাইনটা নিয়ে অপপ্রচার চালানোটা নিতান্তই ইতরামি।
ধরুন, মোদিজী মুম্বইয়ের কোনও একটি পাঁচতারা হোটেলের রয়্যাল স্যুইটে বসে চুরুটে টান দিয়ে মনের সুখে কবিগুরু রবি ঠাকুরের লেখা বাংলার 'জাতীয় সঙ্গীত' 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গাইতে লাগলেন। ঠিক সেই সময় ফার্ষ্ট লেডি এঞ্জেলা মার্কেল মোদিজীর সাথে দেখা করার জন্য তাঁর কক্ষে প্রবেশ করলেন। ধরুন, এঞ্জেলা মার্কেল যে মুহুর্তে কক্ষে পা দিলেন, ঠিক সেই মুহূর্তে মোদি 'আমি তোমায় ভালোবাসি' লাইনটাই গাইছিলেন। এর আগের লাইন এঞ্জেলা মার্কেল শোনেন নি। এর আগের লাইন কি, বা সেটা কি হতে পারে তা এঞ্জেলা মার্কেল জানেনও না।
এমতাবস্থায়, ফার্ষ্ট লেডি এঞ্জেলা মার্কেল যদি মোদি কে লম্পট, জোচ্চোর, চরিত্রহীন বলে সপাটে একটি থাপ্পড় কসিয়ে দেন এবং মানহানির মামলা করে বসেন, সেটা কি খুবই ন্যায়সঙ্গত হবে? চাড্ডি সমাজ কি সেটা সহজে মেনে নেবে? তারা কি এই ঘটনার জন্য কবিগুরুকে গানটি লেখার অপরাধে ভারতে মরণোত্তর নিষিদ্ধ ঘোষণা করবে? নিশ্চয়ই করবে না।
ঠিক সেরকমই জাকির নায়েকের বিরুদ্ধে মিডিয়ার কাটছাঁট কিছু বক্তব্য শুনে, তাঁকে সন্ত্রাসী, জঙ্গী, সন্ত্রাসে উস্কানিদাতা প্রভৃতি বলাটাও অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আর এক্ষেত্রে মিডিয়া পালন করছে মাথামোটা এঞ্জেলা মার্কেলের ভূমিকা।'
একটু ভেবে দেখবেন প্লিজ।
.
সংগৃহীত
২|
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
আবিরে রাঙ্গানো বলেছেন: আমাদের পীর বাবারা, মাজার ব্যবসায়ীরা একটা ভাল অজুহাত পেয়েছে জাকির নায়ককে ব্যান করার। জাকির নায়েকের পিচ টিভি চললে ওদের মাজার ব্যবসা ভাল চলবে না এটা পরিস্কার বুঝে গেছে, এজন্য সকল অমুসলিমদের সাথে এসব মুসলিম নামধারী ইতরেরা যোগ দিয়েছে। আমার মনে হয় অমুসলিমদের চেয়ে এসব মুসলিম নামধারী মাজার পুজারী পীরেরা বেশি পাপী।
৩|
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
মিঃ অলিম্পিক বলেছেন: সহমত পোষন করলাম।।
৪|
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
সেলিম জাহাঙ্গীর বলেছেন: ডা. জাকির নায়েকের কয়টা বয়ান শুনেছেন? তার চ্যানেল পিচ টিভি বন্ধে ডা. জাকির নায়েক সম্পর্কে কোন খারাপ মন্তব্য কেউ করেনি। কেবল বলেছে তার বয়ানে কিছু উস্কানি মূলক উক্তির কথা। যেমন ওসামা বীন লাদেন কে তার কথাগুলো অনেকে মেনে নিতে পারেনি। ভারতের একটি সেমিনারে দর্শকদের একজন ডা. জাকির নায়েক কারবালা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন- ‘The War of Karbala is a political War and Yazid (May Allah peace be upon on him) was a good man.’ অর্থাৎ কারবালার যুদ্ব কোন ধর্মীয় যুদ্ব নয় এটি একটি রাজনৈতিক যুদ্ব আর ইয়াজিদ (আল্লাহ তাকে জান্নাত দান করুন) একজন ভালো লোক ছিলেন।(আসতাগফিরুল্লাহ) এমন অনেক বয়ান আজ প্রশ্ন বৃদ্ধ--
৫|
১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৮
আবিরে রাঙ্গানো বলেছেন: @ সেলিম জাহাঙ্গীর, আপনি কয়টা লেকচার শুনেছেন? আপনি কি বলতে চাচ্ছেন জাকির নায়েকের চাইতে ভাল স্কলার বর্তমান বিশ্বে আছে? একজনের নাম বলুন তো?
৬|
১৩ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তট রেখা (১) বলেছেন: এরা মাথা মোটা নয়, তবে চিকন মাথার অধিকারী শয়তান। শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল।
+++++++++++++++++
৭|
১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৮
কাগজের নাও বলেছেন: চমৎকার বিশ্লেষণধর্মী পোস্ট!
৮|
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭
সেলিম জাহাঙ্গীর বলেছেন: আবিরে রাঙ্গানো, আমি জাকির নায়ের বেশ কিছু লেকচার শুনেছি। জাকির নায়েকের চাইতে ভাল স্কলার বর্তমান বিশ্বে আছে কি নেই এটা নিয়ে কথা বলার আগ্রহ আমার নেই। তার বিতর্কিত বক্তব্যের কারনে ‘পিচ টিভি’ বন্ধ হয়েছে এটা দ্রুব সত্য।
জাকির নায়েক বলেছেনঃ ‘প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত।’ তিনি আরও বলেছেন, ‘আল্লাহর বাণী যাচাই করতে হবে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে। যদি বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, ধরে নিন এটি আল্লাহর বাণী।’ তিনি বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তির ফতোয়া দেওয়া বৈধ। কারণ ফতোয়ার অর্থ হলো মত পেশ করা।’ (সায়েন্স আওর কোরআন, পৃ. ৪৩)। এ ছাড়া তুলনামূলক ধর্মতত্ত্বের নামে তিনি আল্লাহকে ব্রহ্মা, বিষ্ণু নামে ডাকা যাবে বলে মত দিয়েছেন (লেকচারসমগ্র-১, পৃ. ২৬৫)। তার বক্তব্যে রয়েছে ‘রাম ও কৃষ্ণ নবী হতে পারেন’ (লেকচারসমগ্র ভলিউম-২, পৃ. ১৬২)। ‘পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুল আছে’ (ভলিউম-১, পৃ. ৬২৬)। সন্ত্রাসবাদ নিয়ে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের ভয় দেখাতে হলে সব মুসলমানকেই টেররিস্ট হতে হবে। ওসামা বিন লাদেন যদি ইসলামের শত্রুদের বিপক্ষে লড়েন, আমি তার পক্ষে আছি। তিনি যদি দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করেন, আমি তার পক্ষে আছি।’
৯|
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩
রুপালী কাবিন বলেছেন: সেলিম জাহাঙ্গীর: ভাই আপনি এখানে ডা. যাকির নায়েকের যতগুলো বক্তব্য কোট করেছেন আমি শিওর আপনি এর একটি লেকচারও নিজে দেখেন নি। এখানে সবগুলাতেই কার্টচার্ট করে উল্লেখ করা হয়েছে। বলা যায় এটা মিথ্যাচার।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮
তট রেখা (১) বলেছেন: এরা মাথা মোটা নয়, তবে চিকন মাথার অধিকারী শয়তান। শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল।