![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.youtube.com/watch?v=52T1jNZcfDQ
দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি রচনার শতবর্ষ পূর্ণ হলো ২০০৯ সালে। এ উপলক্ষে গানটি গাওয়ানো হলো অন্যরকমভাবে। অর্থাত্ যেভাবে সচরাচর শোনা যায়, তার থেকে একটু আলাদা করে। গানটির বিভিন্ন অংশে কণ্ঠ দিয়েছেন ৫২ জন শিল্পী। এঁদের মধ্যে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, রেজওয়ানা চৌধুরী বন্যা, হৈমন্তী শুক্লা, সুবীর নন্দী, শ্রীকান্ত আচার্য্য, মিতা হক, ইন্দ্রানী সেন, লোপামুদ্রা মিত্র, অদিতি মহসিন ও রাঘব চট্টোপাধ্যায়। কোরাস গেয়েছেন ৩০ জন শিল্পী। এর মধ্যে আছে ১২ জন শিশুশিল্পীও। গানটির শুরুতে আবৃত্তি করেছেন ব্রততি বন্দ্যোপাধ্যায়। আর সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।
* গানটি ‘বাংলাদেশের জাতীয় সংগীতের জন্য যে গানগুলো শুরুর দিকে বিবেচনা করা হয়েছিল, তার মধ্যে “ধন ধান্য পুষ্প ভরা” গানটিও ছিল। গত বছর গানটি রচনার শতবর্ষ পূর্ণ হলো।
০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
তাহের বলেছেন: আমার কাছে দুটোই ভাল লাগে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১
রাজসোহান বলেছেন: ভাল সুন্দর
০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
তাহের বলেছেন: সহমত!
৩| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২
হোসাইন১৯৫০ বলেছেন:
জাতীয় সংগীতের জানা অজানা কিছু কথা ।http://www.somewhereinblog.net/blog/hossain1950/29073557
৪| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২
হোসাইন১৯৫০ বলেছেন: Click This Link
৫| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
হোসাইন১৯৫০ বলেছেন: স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ ।
০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৭
তাহের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০১
সাদাকালোরঙিন বলেছেন: আমার কাছে আমার সোনার বাংলা টাই বেশি ভালো লাগে, সরাসরি সোনার বাংলা বলা হয়েছে। তবে এইগান টিও সুন্দর। আসলে দেশের গান শুনলেই ভক্তি, শ্রদ্ধা আর দেশপ্রেম জাগে মনে। বাংলাদেশের জাতীয় সংগীতের ইন্সট্রুমেন্ট ভার্সনটা শুনতে খুব ভালো লাগে। বিশেষ করে খেলার মাঠে যখন বাজানো হয়।
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৫
তাহের বলেছেন: সহমত।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩১
সাপিয়েন্স বলেছেন: "সোনার বাংলা" সুন্দর, কিন্তু তাতে সুরে ও কথায় জাতীয় সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য নেই। তাছাড়া এর ইতিহাসে বঙ্গভঙ্গ রদের আলামত থাকায় কিছুটা বিতর্কিত হতে পারে।
প্রতুলের "আমি বাংলায় গান গাই"ও (মাহমুদুজ্জামানের ভঙ্গীতে) জাতীয় সঙ্গীত হিসেবে মানানসই।
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৭
তাহের বলেছেন: আমি একমত হতে পারলাম না যে,সুরে ও কথায় জাতীয় সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য নেই। তাছাড়া এর ইতিহাসে বঙ্গভঙ্গ রদের আলামত থাকায় কিছুটা বিতর্কিত হতে পারে।
কারন,
ব্রিটেনের জনপ্রিয় দৈনিক গার্ডিয়ান বেইজিং অলিম্পিকে পৃথিবীর ২০৫ টি দেশের জাতীয় সংগীতের বিবেচনায় সেরা ১০ টি জাতীয় সংগীত নির্বাচন করে । এতে , আমাদের জাতীয় সংগীত আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি দ্বিতীয় স্থান লাভ করে।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩১
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: সাপিয়েন্স বলেছেন: "সোনার বাংলা" সুন্দর, কিন্তু তাতে সুরে ও কথায় জাতীয় সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য নেই।
-----
ব্রিটেনের জনপ্রিয় দৈনিক গার্ডিয়ান বেইজিং অলিম্পিকে পৃথিবীর ২০৫ টি দেশের জাতীয় সংগীতের বিবেচনায় সেরা ১০ টি জাতীয় সংগীত নির্বাচন করে । এতে , আমাদের জাতীয় সংগীত আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি দ্বিতীয় স্থান লাভ করে।
----
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
তাহের বলেছেন: ১০০% সত্য এবং সকলে মানতে বাধ্য।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৪
ঈবলিশ বলেছেন: "আমার সোনার বাংলা" গানটিও সুন্দর ,ভাল তবে ‘ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি শুনলেও প্রান জুড়ায়।
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬
তাহের বলেছেন: দুইটা গান শুনলেই আমার প্রান জুড়ায় তবে জাতীয় সংগীত যে কি তা হাড়েঁ হাড়েঁ টের পাচ্ছি বিদেশে এসে।
কারন কখনো কোথাও যদি জাতীয় সংগীত গাওয়ার সুযোগ হয়,তখন সারা শরীর শিওরে ওঠে এবং দেশের কথা মনে হয়ে চোখে পানি চলে আসে।
১০| ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
দ্বীপবালক বলেছেন: গানটা ভালা, তয় এইটা স্বাধীন বঙ্গভূমির জাতীয় সঙ্গীত। আফনে কী স্বাধীন বঙ্গভূমির নাগরিক?
১১| ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:২৮
সাজিদ বলেছেন: আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন.......এই গানটি খুব ভালো লাগে। কিন্তু খুব কম শুনা যায়।
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৯
তাহের বলেছেন: ঠিক! গানটা আমারও ভাল লাগে।
১২| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২২
সাপিয়েন্স বলেছেন: আমার কাছে "সোনার বাংলার" সুর, তাল, লয় সুন্দর, কিন্তু কঠিন ও সর্বসাধারণের পক্ষে সহজে গাইবার উপযোগী মনে হয় না। সাধারণত কোরাস শুরু হলে অচিরেই মিল হারিয়ে ম্যাসাকার হয়ে যায়। এটা প্রধানত নিসর্গ-বন্দনা বলে বাণীতেও সীমিত মনে হয়েছে।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪২
অচন্দ্রচেতন বলেছেন: আর কোন কোন গান জাতীয় সঙ্গীতের জন্য বিবেচনাধীন ছিলো, জানা আছে কি?
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
ইশকুলবালক বলেছেন: আমার কাছে এই গানটাই আমার সোনার বাংলার চেয়ে ভাল লাগে