নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজেটিভ সমালোচনা সবসময় মানুষের ভুলকে শুধরে দিতে সাহায্য করে। কোন বিষয়কে উস্কে না দিয়ে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি। দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি।

মোঃ নুরউদ্দিন কবির

ইঞ্জিনিয়ারিং শেষ করে মাস্টার্স করছি। জানার জন্য পড়ি। পজেটিভ সমালোচনা করা পছন্দ করি।

মোঃ নুরউদ্দিন কবির › বিস্তারিত পোস্টঃ

জীবন সুন্দর করতে বেশি সময় লাগার কথা না।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯

আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার জীবনের ৫ টা সুখের ঘটনা বলেন। আপনাকে ভাবতে হবে নিশ্চই। আর যদি দুঃখের কথা বলতে বলা হয় তাহলে অবশ্যই ভাবতে হবে না। এর পেছনে কারন আছে। আমরা কিন্তু সারা জীবন সুখের জন্যই পথ চলি, চেষ্টা করি সাধনা করি। কিন্তু তবুও কেন আমাদের সুখের ঘটনা বলার জন্য জীবনের মধ্যে খুঁজতে হয়? কষ্ট আমরা কখনই পেতে চাই না কিন্তু তবুও এই জিনিসটার অভাব নেই। এর কারনটা হল আমাদের সুখের সময়টা মনে থাকে না বা আমরা মনে রাখি না। আমরা মজাদার বা মুখরোচক খাবার প্রায়ই খেয়ে থাকি কিন্তু সে কথা আমাদের মনে না থাকলেও কবে খাবারের জন্য কষ্ট করেছি সেটা স্পষ্ট মনে আছে।
অন্য দিকে কষ্টের সময়টা আমরা মনে রাখি বা স্বাভাবিক ভাবেই আমাদের মনে থেকে যায়। আর এই খুব সাধারন কারনটার জন্য আমাদের জীবন গুলো কষ্টে কষ্টে ভরা। আমাকে যাদের মনে আছে বা যারা মাঝে মাঝে মনে করেন বা যাদের আমার কথা মনে পরে তারা বেশির ভাগ খারাপ কারনেই মনে করেন এটা নিশ্চিত। কেউ মনে মনে গালি দেয় বা কেউ কেউ কষ্টের সময় আমাকে মনে করেন। আবার অনেকে হয়তো কারো সাথে দুঃখের কথা বলার সময় আমার কথা মনে করেন। আসলে তারাই আমাকে মনে করেন যাদের জীবনে আমার পদচারনা রয়েছে বা যে কোন কারনে আমি তাদের জীবনের মধ্যে ঢুকে গিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে তারা আমাকে ধন্যবাদ দেয়ার জন্য মনে করেনা এটা তো বলাই যায়। আমি তাদের জীবনে দুইটা ক্ষতি করলে তার আগে দশটা উপকারতো করে থাকতে পারি!! কিন্তু সেই স্বাভাবিক কারনে তারা উপকারের বা সুখের সময়কে ভুলে গিয়ে আমার দ্বারা হওয়া ক্ষতিকে মনে করে দুঃখ পায়।
আমি এটা ভেবে কষ্ট পাই যে একজন আমার উপকার ভুলে গেল অথচ অনিচ্ছাকৃত ভুল বা ক্ষতিটাকে মনে রাখলো!! কিন্তু এটা সেই স্বাভাবিক নিয়মের মধ্যে পরেছে। আমরা কষ্ট না পেয়ে বরং তাদের আরো উপকার করায় ব্রত হতে পারি। আর মানুষের মধ্যে দোষ থাকবেই কিন্তু সেটাকে খুঁচিয়ে উপরে তোলার দরকার কি?
খুব নিখুঁত ভাবে খেয়াল করলে দেখা যায় আমরা যখন কারো সম্পর্কে আলোচনা করি তখন তার দুইটা গুনের কথা না বললেও চল্লিশটা দোষের কথা বলতে ভুলি না। এই অভ্যাস আমাদের নিজেদেরকেই দুঃখের সাগরের দিকে নিয়ে যায়। আমরা মানুষগুলো কত বোকা তা বোঝা খুব কঠিন না। আমার এক আত্মীয় যার সাথে আমার সম্পর্ক মাত্র দুই মাসের তার কথা শুনে ক্ষেপে গিয়ে আমার নিজের ভাই যার সাথে সম্পর্ক ছাব্বিশ বছরের তাকে ভুল বুঝি। একবারের জন্যও ভাবি না যদি আমার ভাইয়ের এত দোষ থেকে থাকে সেটা ছাব্বিশ বছরে আমার চোখে পড়লনা অথচ ঐ আত্মীয়ের কয়েক দিনে চোখে পড়লো? এভাবেই আমরা ছোট ছোট দোষকে ক্ষমা না করে আপন মানুষের সাথে চিরদিনের জন্য শত্রুতা শুরু করে দেই। আর আমরা দিনে দিনে হয়ে যাই আরো একা থেকে আরো একা।
জীবনটা সুখের করা অনেক সোজা। নিজেকে একটু শুধরে নিলেই হয়। জীবনটাকে একটু ভাল করে পড়লেই হয়। আমার জীবন আমি যদি সুন্দর আর আনন্দময় করে গড়ে তুলতে না পারি তবে কেউ এসে সেটাকে বানিয়ে দিয়ে যাবে না। মানুষের দোষ নিয়ে না ভেবে তাদের গুন আর নিজের গুন নিয়ে না ভেবে নিজের দোষ নিয়ে ভাবলে জীবন সুন্দর করতে বেশি সময় লাগার কথা না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.