![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঞ্জিনিয়ারিং শেষ করে মাস্টার্স করছি। জানার জন্য পড়ি। পজেটিভ সমালোচনা করা পছন্দ করি।
চাকরি হল এমন জিনিষ যা আপনাকে মোটামুটি বা ভাল ভাবেই চালিয়ে নেবে। কিন্তু আপনার পরের প্রজন্মকে আবার শুরু থেকে চাকরির পিছে দৌড়াতে হবে। আর ব্যবসা হলো সেই জিনিষ যেটা আপনি যদি ভাল যায়গায় নিয়ে যেতে পারেন তবে পরবর্তি বংশধরেরা ভালভাবে দেখা শুনা করলে শতবছর আপনাদের পাহাড়া দেবে। পৃথিবীতে এমন কোন চাকুরি নাই যা বাবাও করেছে ছেলেও করেছে আবার নাতিও করেছে আর চাকরিটা হাজার গুন বড় হয়েছে। কিন্তু শত শত কোম্পানি আছে যা শত শত বছর ধরে বংশধরেরা করছে আর তা শুধু বড়ই হচ্ছে।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কথাগুলো তো খুব সুন্দর। আরো একটি পেশা ছিল আপনার কথা মতো। সেটা হলো কৃষি।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
তারেক_মাহমুদ বলেছেন: সবার দ্বারা ব্যবসা হয় না
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮
তার ছিড়া আমি বলেছেন: চাকরি মানে অন্যের চাকর আমি। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে, অন্যের চাকর হওয়া থেকে আমাকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমার পরামর্শ: লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখা পড়া শিখে, পুণরায় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নামক অন্যের চাকর হয়ে বৈধ-অবৈধের তোয়াক্কা না করে দুই হাতে মাল কামানোর চেয়ে, যে টাকা মনিবকে ঘুষ দিবেন, সেই টাকা দিয়ে ব্যবসায়ী/ উদ্বোক্তা হোন। তাতে আপনার, আপনার সন্তানদের ও জাতির অনেক উপকারে আসবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক.......
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
মাআইপা বলেছেন: ১০০% ঠিক