নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
পড়লি রে তুই গ্যাড়াকলে,
জীবন গেলো কতোই ছলে,
যৌবন গেলো রসাতলে,
মানুষ তো হইলি না;
কী করলি সাধনা?
মিছে তোর ভজন সাধন,
মিছে তোর সব আরাধন,
মিছে হলো মানুষ জীবন,
সু মানুষ ধরলি না;
কী করলি সাধনা?
ভজে মানুষ মানুষ হবি,
হবি রে তুই মানুষ কবি,
মানুষ মাঝে আছে সবি,
কর মানুষ বন্দনা;
কী করলি সাধনা?
কবীর বলে কথা ধরো,
মরার আগে নিজে মরো,
মরার জীবন জীয়ন করো,
তবে মরন হবে না।
কী করলি সাধনা?
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
কবীর হুমায়ূন বলেছেন: মানুষ হওয়ার সুযোগ কম। ভাল থাকুন বোকামন।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
নস্টালজিক বলেছেন: বাহ!
বাউলপনা সুন্দর!
ভজে মানুষ মানুষ হবি,
হবি রে তুই মানুষ কবি,
মানুষ মাঝে আছে সবি,
কর মানুষ বন্দনা;
কী করলি সাধনা?
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ নষ্টালজিক। ভাল থাকুন ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো কবি ।।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন রাইসুল।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
মাহমুদুর রাহমান বলেছেন: বয়স পার
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর থাকুন মাহমুদুর রাহমান।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
জিদনী বলেছেন: বাহ !
চমৎকার
অসাধারন
মিছে তোর ভজন সাধন,
মিছে তোর সব আরাধন,
মিছে হলো মানুষ জীবন,
সু মানুষ ধরলি না;
কী করলি সাধনা?
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জিদনী। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
বোকামন বলেছেন: “মানুষ তো হইলি না”
হুমম.................।