নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কেয়ামত অতঃপর [ সুরা 'আল যিলযাল'-এর ভাবদর্শনের আলেখ্যে এ ছন্দিত লেখার প্রয়াস ]

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪





শিঙ্গা ফুঁকারে আকাশ জমিন কম্পিত হবে তোড়ে,

পৃথিবীর সব ধন-সম্পদ ছিটকে পড়বে দুরে।

সোনা দানা যতো ধরণী-গর্ভে জমা ছিলো এতোদিন,

সব কিছু তার বের করে দিবে রাব্বুল আলামিন।

এতো সম্পদ দেখিয়া মানুষ শোচনা করবে, হায়!

তুচ্ছ ধনের লোভের মোহেতে করিয়াছি অন্যায়।



সকলের হাতে নিজ নিজ ‘পড়া’ তুলিয়া দিবেন রব,

অণু পরিমান ভালো ও মন্দ দেখিতে পাইবে সব।

মুত্তাকীনের ভয় নেই কোন, স্বর্গ তাঁহার তরে,

কাফেররা সব রইবে নিরব কাঁদবে তাহারা জোরে।



তুচ্ছ ও ছোট যত পাপ আছে পরিহার করো মন,

‘এক আল্লা ছাড়া মাবুদ নাই’ জপে যাও অণুক্ষণ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.