নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

তাদেরকে রুখতে হবে সদলবলে

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮





তাদেরকে রুখতে হবে সদলবলে,

তারা তো সব মিলেছে অসুর দলে।

জাগো হে প্রাণের বোধন, শুভ্র কণা!

না হলে তুলবে তারা বিষের ফণা।

এসো হে দৃপ্ত পায়ে জোয়ার জলে,

তাদেরকে রুখতে হবে সদলবলে।



দেশেরই চাতাল মাঝে আগুন ছোঁড়ে,

জাগো হে চেতনারই যুবক ওরে!

পশুদের হানতে হবে শক্ত হাতে,

ওরে আজ এসো তুমি ঝঞ্ঝাবাতে।

তোল হে তীব্র তুফান জন-জলে,

তাদেরকে রুখতে হবে সদলবলে।



ওরা যে ধর্ম কথায় সরল মনে,

ছড়াচ্ছে তীব্র গরল সংগোপনে।

অতীতে ছিলো তারা মানুষ-কসাই,

তাইতো আজকে তাদের ফাঁসিটা চাই।

তারা তো সত্যচ্ছলে মিথ্যা বলে,

তাদেরকে রুখতে হবে সদলবলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.