নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

সংহূতি অন্তরা

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২



ঝরছে বিষাদ হৃদয়-পরতে দুঃখ-জোয়ার তুলে,

পনের আগষ্ট ফিরে এসেছে বাঙালি চেতন মূলে।

দুঃখ গাঁথার বাঁশুরী বাজছে হৃদয়ের তলে আজ,

দূর-পরবাসে এখনো কাঁদছে বাঙালি-রাখাল রাজ।



পরাজিত সেনা কূট কৌশলে আঘাত হানলো তাঁরে-

শ্রেষ্ঠ কবিতা রচেছে যে কবি বাঙালির অন্তরে।

বাংলাদেশের রূপকার ঐ বাঙালি জাতির পিতা,

ঘুমায় আজিকে বাংলার গাঁয়ে মানুষের সংহিতা।



দুর্বৃত্তরা এতোই নিঠুর দয়া-মায়া-হীন পশু!

কি পাষানে তারা করলো নিধন দশ বছরের শিশু?

রাসেলের প্রাণ ডুকরিয়া কাঁদে জননীর কোলে, হায়!

রক্তের ধারা বহিয়া চলছে এখনো এ বাংলায়।



জেগে উঠো ফের প্রেমিক বাঙালি পশু হত্যায় আজ,

পুরোনা পশুরা জেগেছে আবার উল্টাতে এ সমাজ।

হৃদি-আন্দোলিত-মহানায়ক চেয়ে আছে দেখো, ওরে!

তাঁহার বিমল চেতনার ধারা তুলে আনো অন্তরে।



কবির কন্ঠে বাজছে আজিকে বিষাদ-ফল্গুধারা,

অন্তর-ভেদি শোকের মাতম- সংহূতি অন্তরা।



১৫/০৮/২০১৩

মিরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.