নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
আজকে ঈদে হিসেব সিদে ভাগ করে নি’ সুখ-হাসি,
পথের পাশে যে জন বসে করুণ চোখে- দুখরাশি।
একটু হাসি সুখের বাঁশি বাজাই এসো তার তরে,
আদর করে নেইকো ঘরে পিলাই তারে পেট ভরে।
রঙিন জামা দিছেন মামা আরও দু’টি বাপ ও মা,
দেই পড়িয়ে তাহার গায়ে আমার প্রিয় লাল জামা।
দুখীর চোখে ঝিলিক দেখে খুশি হবেন আল্লাজী,
ঈদের খুশি অনেক বেশী সুখ বিলায়ে দেই যদি।
আমার কাছে অনেক আছে খেলনা-পাতি বেশুমার,
তাহার তরে সোহাগ ভরে তুলে দিলেম উপহার।
এমনি করে সকল ঘরে বিলায় যদি সুধা-সুর,
স্বর্গ এসে রইবে পাশে, নরক যাবে বহু দূর।
২৯/০৭/২০১৪।
মিরপুর, ঢাকা।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩২
কবীর হুমায়ূন বলেছেন: ঠিক কথা বলেছেন।
আপনার সাথে সহমত।
২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:০০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।