নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

খাঁচায় বন্দী পাখি এবং কবি

২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

খাঁচায় বন্দী সুন্দর এক পাখি ছিলো একটি শিশুর,
ভালোবাসে তাকে পরম সোহাগে- আদরে আহ্লাদে,
কখনো কিছু না ভেবেচিন্তেই অবহেলা করে যায়,
নিত্যদিনের খেলা এইভাবে চলে তার।

পাখি গান গায়, কেউ শুনে না তা' মন দিয়ে কখনও,
আদর ও যত্নে অবহেলা অতি স্বাভাবিকভাবে চলে;
ক্ষুধায় ও তৃষ্ণায় পাখিটা নিয়ত কাতর হয়,
তার গান বিষন্ন এবং দুর্বল হতে হতে থেমে যায় একদিন।

শিশুটির মন ভারাক্রান্ত হয়, দুঃখে কাতর,
শোকাতুরা মনে সঙ্গীদের ডেকে জাঁকজমকভাবে
অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে সুচারুতায়।
অথচ, জীবিতকালে বাঁচিয়ে রাখার প্রচেষ্টাই করা হয়নি।

কবিদেরও না খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে-
যখন সাঙ্গ হয় তাঁদের কারুকাজের নিপুণ খেলা;
অতঃপর, তাঁদের সৎকারে ও স্মৃতিস্তম্ভ নির্মাণে
যথেষ্ট অর্থ খরচ করার অপকর্মটি পৃথিবীর মানুষেরা করে।

১৫/০৩/২০১৫
মিরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩২

***মহারাজ*** বলেছেন: ভালো বলেছেন ।।

২০ শে মার্চ, ২০১৫ রাত ২:০২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব মহারাজ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.