নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

দীপ্তিময় নিশি-১

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৩

রাহুর মতোন গিলে খাও তুমি আকাশের চাঁদ,

দীপ্তিময় নিশি আকুল-বিভোর পরশে, তোমার

ঝর্ণাতলে নেমে আসে সুগন্ধের জল-ধারা; ফাঁদ

পাতা শরীরের আকর্ষণে ভেঙ্গে যায় অহঙ্কার।



কেঁপে কেঁপে ওঠা জঘন দ্যুতির অমিয় ধারায়

স্নান করে যাই ক্লান্তি হরণের দেহের ভূগোলে;

অযুত নক্ষত্র ঝাঁকে ঝাঁকে এসে ডাকে ইশারায়,

তোমার বুকের উদ্ধত নগ্ন স্তনের ছায়াতলে।



প্রেমের কান্তারে রক্তের অক্ষরে লিখি- 'ভালোবাসা',

তৃষ্ণাতুর ঠোঁটে পরিমাপ করি নিবিড় প্রচাপে;

হিমাদ্রির তলে উত্তাল মন্থনে পার্বতী-দুর্বাসা,

গঙ্গোত্রীর পুণ্যাত্মার ধারা বহে শরীরের তাপে।



চারিদিকে নাচে রাক্ষুসীর প্রেম উত্তাল জলধি,

দেহের মন্দিরে চুম্বনের অর্ঘ্য রাখি নিরবধি।



২০/০৩/২০১৫

মিরপুর, ঢাকা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫৩

Hridoy47 বলেছেন: ওয়াও, অনেক সুন্দর হয়েছে ।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব।
ভালো থাকুন।

২| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৯

আমিম এহসান বলেছেন: অসাধারন লিখেছেন।।।।।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব আমিম এহসান।
ভালো থাকুন নিরন্তর।

৩| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লেগেছে । কিছু টাইপো আছে । ঠিক করে নিয়েন ।

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬

কবীর হুমায়ূন বলেছেন: 'টাইপো'টা কি দাদা, 'কলমের কালি শেষ' ?
সেই টাইপোর খুঁজেতে চেয়ে রই অনিমেষ।

৫| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

কলমের কালি শেষ বলেছেন: টাইপের কারণে যেসব বানান ভুল হয় ।

২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৩

কবীর হুমায়ূন বলেছেন: সেই ভুলগুলো দেখিয়ে দিলে উপকৃত হই।
ভালো থাকুন।

৬| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২০

কলমের কালি শেষ বলেছেন: ঝর্ণাতলে - ঝরনা অথবা ঝর্না ।

কেঁপে কেঁপে ওঠা জঘন দ্যুতির অমিয় ধারায় ।

হিমাদ্রীর তলে উত্তাল মন্থনে পার্বতী-দুর্বাসা, - হিমাদ্রি

২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ বন্ধুবর। হিমাদ্রি ঠিক করা হলো। আর বাকি দু'টো শব্দ বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী ঠিক আছে।

ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.