নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
''এবার আমি গুটিয়ে নিলেম হাত।
ইচ্ছেমতো স্বপ্ন দেখো,
ইচ্ছেমতো কাব্য লেখো,
ইচ্ছেমতো চালিয়ে নিও
জীবন ধারাপাত;
এবার আমি গুটিয়ে নিলেম হাত।''
''এবার না হয় যাবোই নিরুদ্দেশে।
কি হবে আর স্বপ্ন দেখে?
কি হবে আর কাব্য লেখে?
কি হবে আর গহীন ছলে
মিথ্যে ভালোবেসে?
এবার না হয় যাবোই নিরুদ্দেশ।''
৩০/০৮/২০১৫
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.