নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
ও সুন্দরী, রূপের ঝলক- পদ্মাবতী নারী!
নিটোল পায়ের নূপুরখানি ঝুমুর ঝুমুর বাজে,
বাঁশীর মতোন টিকলো নাকে নোলক তোমার দোলে,
নথের বাহার দেয় বাড়িয়ে মুখের কারুকাজ,
মরাল গ্রীবায় ধরে আছো ধানতাবিজের মালা,
সাতলহরী কোমর-বিছা ভারী নিতম্বেতে,
বেলুন-হাতে রিনিঝিনি বাজছে বেলোয়ারি,
মেঘকালো ঐ চুলগুলো যে উড়ছে বাঁধন হারা,
আপেল রঙা গালের পাশে কমলাকোয়া ঠোঁট,
পটল চেরা দীঘল চোখে জ্বলে বিদ্যুৎশিখা,
মাকড়ি ভরা কর্ণে দোলে কানপাশারই কারু,
অঙ্গুলিতে অঙ্গুরীয় চন্দ্রকান্তমনি,
পিনোন্নত স্তন ঘেসিয়া রেশমী আঁচল ওড়ে;
এতো কিছু দেখেও যে টলে না এই মুসাফিরের মন,
রমজানেরই পবিত্রতায় টলে না এ হৃদয়খানি
সংযত রয় সকাল-দুপুর-রাত্রি সারাক্ষণ।
১২/০৬/২০১৬
মিরপুর, ঢাকা
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা ।