নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কতোদিন পরে এলাম, মনে তাহা নাই,
বন্ধুদেরকে খাওয়াতে মিষ্টি আনি তাই।
----------------------------------------------
পোড়াবাড়ির চমচম আর কুমিল্লারই রসমালাই,
রাজশাহীর তিলের খাজা, বগুড়ার দই অনেকটা চাই।
নাটোরের কাচাগোল্লা, ফরিদপুরের খেজুর গুড়,
কলাপাড়ার রসগোল্লা, মায়ের হাতের টক আমচুর।
রাজবাড়ির ঐ ক্ষীরের সন্দেশ, কিশোরগঞ্জের তাল পিঠা।
যশোহরের খেজুর রসের নোলন গুড় যে খুব মিঠা।
শা’জাদপুরের পানতোয়া আর মুন্সীগঞ্জের আমিরতি,
নেত্রকোনার বালিশ মিষ্টি আমায় দে না থাল ভর্তি।
মেহেরপুরের সাবিত্রি আন, বি-বাড়িয়ার ছানামুখী
গাইবান্ধার রসমঞ্জুরী না খেলে যে বড়োই দুখী।
মহাস্থানের কটকটি দে, সিরাজদীখাঁর পাতক্ষীরা
রাজশাহীর রসকদম্ব, বরিশালের শাইল চিড়া।
নওগাঁর ঐ প্যারা সন্দেশ, চকোরিয়ার মইষের দই,
থালায় থালায দে আমারে, এবার আমি খেতে যে বই।
ময়মনসিংহের মালাইকারি, মুক্তাগাছার মণ্ডা আন,
মতলবের ক্ষীরের পরে মহেশখালীর সাচি পান।
তোরা খেলে আয় এগিয়ে আমার পাশে বস্ এবার,
জুট্ করবি না কোন খাবার, সবগুলোকে কর্ সাবার।
আমারা খাবো আর বিলাবো আছে যতো আসরে
কাব্য পড়ে ঘটা করে মন্তব্য দে প্রাণ ভরে।
©somewhere in net ltd.