নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
টুসটুসে লাল রঙ্গন, জবা,
পলাশ, শিমুল, পদ্মফুল;
সাদা বেলি, শিউলী, বকুল,
গন্ধরাজ আর দাদুর চুল।
দোলন চাঁপা, টগর, কদম,
সাদা আরো চালিতা;
নীল দোপাটি, জারুল, গোলাপ,
এবং অপরাজিতা।
পুষ্প গোলাপ নয় গোলাপী
অনেক রংয়ের আছে তা';
সাদা এবং নীল মেশানো
বাঙালি কলমীলতা।
সূর্যমূখী, গাঁদা হলুদ,
হলুদ সন্ধ্যামালতি,
খুকুমনি প্রিয়ংবদা
নাচুনে কলাবতী।
১৩/১২/২০১৬
মিরপুর, ঢাকা।
১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২
কবীর হুমায়ূন বলেছেন: একটি ছড়া। কিছু ফুলের নাম ও তাদের রঙ। একজন চঞ্চল শিশু/কিশোরী...
কিছু ছড়া আবোল তাবোল ভাব থাকে; তেমনই একটি লেখা। ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
একজন সত্যিকার হিমু বলেছেন: কিছুই বুঝলাম না ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯
ভাবুক কবি বলেছেন: আনমনে ভাবনা মনেহয়।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
তারেক ফাহিম বলেছেন: কিশোরী ভাব
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
একজন সত্যিকার হিমু বলেছেন: কিছুই বুঝলাম না ।