নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কবিতা এখন কথা বলে নাকো
আগুনের মতো ছড়ায় না তেজ- স্ফুলিঙ্গ;
লড়ায়ের মাঠে শাণিত অস্ত্রে বাজে নাকো আর ঝননঝন;
রাজপথ ছেড়ে প্রেমিকার হাত ধরে
কবিরা এখন বনে ও বাদারে, হাট-বাজারের খাবারের ঘরে
কবিতার সাথে খুনসুটি করে অবিকার।
কবিতারা আর কথা বলে নাকো- চমৎকার!
অর্থ-ক্ষমতা লোভীদের মত কবিরা এখন
দুর্বৃত্তায়নে মগ্ন; পুরস্কার আর তকমার গোপন ইচ্ছা,
কবিদের প্রবলতর প্রগলভ করে তোলে।
তোষামোদীদের মতো শব্দে শব্দে, কবিতায় কবিতায়,
স্তুতির বাক্যে পয়ার সাজায়।
কবিতা হবে স্পর্ধিত শব্দের বাণী- ভয়ঙ্কর মারণাস্ত্র;
কবিতা হবে কলমের আগায় বারুদের গোলা,
কবিতা হবে অত্যাচারী শাসকের বুকে
গণবিস্ফোরণের তীব্র যন্ত্রণা!
কবিতা হবে দুর্ভিক্ষে, দারিদ্রে,
হত্যা-ধর্ষণে, দুঃশাসনে পরাক্রান্ত প্রতিদ্বন্দ্বী;
কবিতা হবে উপমায়, উৎপ্রেক্ষায়, রূপকে সঞ্জাত
শিল্পীত প্রতিরোধ- জনযুদ্ধের সারথী।
কবিতা এখন নির্বীর্ষ পুরুষের মতো
কুসুমিত রমণীর স্তনের সৌন্দর্যের কথা কয়,
কবিতা এখন রমণীয় রমণীর নিতম্বের ঢেউ আঁকে।
রূপজীবীদের মতো কবিরা এখন
আতর মাখা খদ্দেরের মনোরঞ্জনে পসরা সাজায়।
এক টুকরো ত্যানার মতো উত্তরীয় আর
তকমার সাথে ঝকমার হতে কতো না প্রয়াস তার!
২৮/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।
কবিতা এখন কথা বলে নাকো
আগুনের মতো ছড়ায় না তেজ- স্ফুলিঙ্গ;
লড়ায়ের মাঠে শাণিত অস্ত্রে বাজে নাকো আর ঝননঝন;
রাজপথ ছেড়ে প্রেমিকার হাত ধরে
কবিরা এখন বনে ও বাদারে, হাট-বাজারের খাবারের ঘরে
কবিতার সাথে খুনসুটি করে অবিকার।
কবিতারা আর কথা বলে নাকো- চমৎকার!
অর্থ-ক্ষমতা লোভীদের মত কবিরা এখন
দুর্বৃত্তায়নে মগ্ন; পুরস্কার আর তকমার গোপন ইচ্ছা,
কবিদের প্রবলতর প্রগলভ করে তোলে।
তোষামোদীদের মতো শব্দে শব্দে, কবিতায় কবিতায়,
স্তুতির বাক্যে পয়ার সাজায়।
কবিতা হবে স্পর্ধিত শব্দের বাণী- ভয়ঙ্কর মারণাস্ত্র;
কবিতা হবে কলমের আগায় বারুদের গোলা,
কবিতা হবে অত্যাচারী শাসকের বুকে
গণবিস্ফোরণের তীব্র যন্ত্রণা!
কবিতা হবে দুর্ভিক্ষে, দারিদ্রে,
হত্যা-ধর্ষণে, দুঃশাসনে পরাক্রান্ত প্রতিদ্বন্দ্বী;
কবিতা হবে উপমায়, উৎপ্রেক্ষায়, রূপকে সঞ্জাত
শিল্পীত প্রতিরোধ- জনযুদ্ধের সারথী।
কবিতা এখন নির্বীর্ষ পুরুষের মতো
কুসুমিত রমণীর স্তনের সৌন্দর্যের কথা কয়,
কবিতা এখন রমণীয় রমণীর নিতম্বের ঢেউ আঁকে।
রূপজীবীদের মতো কবিরা এখন
আতর মাখা খদ্দেরের মনোরঞ্জনে পসরা সাজায়।
এক টুকরো ত্যানার মতো উত্তরীয় আর
তকমার সাথে ঝকমার হতে কতো না প্রয়াস তার!
২৮/০৩/২০১৭
মিরপুর, ঢাকা।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যাবাদ। ভালো থাকুন সবসময়।
২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: এভাবে মুখোশ উন্মোচন করলেন!!!
কবিতা দুর্দান্ত ভালো হয়েছে।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১:২৮
ফকির জসীম উদ্দীন বলেছেন: অনেক ভালো লাগলো।
২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২০
কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা।
৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:৪০
এম আর তালুকদার বলেছেন: কোন শব্দ প৾য়োগ করে প৾সংশা করলে কবিতাটির যথাত প৾সংশা করা হবে বুঝতে পারতেছিনা।কবির জন৽ শুভকামনা
৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২১
কবীর হুমায়ূন বলেছেন: আপ্লুত। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৭
অর্ক বলেছেন: দারুণ সুন্দর কবিতা প্রিয় কবি! মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিন।