নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
দহসি অন্তরে দাবানল জ্বলে লালসার আল্পনায়,
তুমি অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করো জ্বলোন্মুখ বারুদকণায়।
জ্বলে উঠে প্রাণ পরোয়াবিহীন, প্রাণ বাজি ধরা পণে;
দেহের অলিন্দে জ্বলে উঠে তেজ অঘোষিত রণাঙ্গনে।
জীবনের যে সকল স্বপ্ন স্নিগ্ধ ভোরের বাতাসে
কুসুমের মতো সূর্যের আলোয় স্নান করে,
প্রত্যুষের মুখরিত ভোরে;
সেখানেই তুমি হেসে ওঠো খলখল স্বরে-
নাগরিক অট্টহাসি!
নির্দ্বিধায় বলে যাও- ‘ভালোবাসি, ভালোবাসি’।
রিক্ত, নিঃস্ব, আমি অসহায়,
অস্তমিত এ পড়ন্ত গোধূলি বেলায়-
আত্মসমর্পণের ভঙ্গিতে আছি চেয়ে;
ওই বুঝি নেমে আসে সদাসয়া রূপস্বিনী-
মৃত্যুর মতো সুন্দরী !
তমসার নীরব ধমনী বেয়ে।
০৭/১২/২০১৭
মিরপুর, ঢাকা।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০
জাহিদ অনিক বলেছেন:
দহসি অন্তর - ভালো লাগলো কবিতা
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: বড়ই কঠিন।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: প্রত্যুষে প্রত্যুষের শুভেচ্ছা নিবেন।
ভালো লাগলো, যদিও কবিতাটির জন্ম আজকের এই শীত সকালে না।
++++