নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

চণ্ডীমঙ্গল

২২ শে মে, ২০১৮ সকাল ৮:৪৬


আকাশে তখন আলোর ঝিলিক হাসিখুশি উচ্ছ্বাস!
কোত্থেকে এলো কিছু কালোমেঘ নামাতে অন্ধকার?
সন্ধ্যা ভেবে যে গর্তে লুকানো শিয়ালেরা উঠে ডেকে,
তার সাথে বুঝি একসাথে জাগে জংলি বিড়াল কিছু।
অন্ধকারের শিয়ালেরা ডাকে হঁক্কা হুঁয়ার স্বরে,
মিউ মিউ ডাকে বেড়ালের দল স্যাঙাৎ সঙ্গত।
আলো ঝলমল বিকেলের রোদে বৃষ্টির জল এনে
ভেবেছিলো তারা কর্মদাক্ত করবে নদীর পাড়।
ছলাৎ ছলাৎ জলাঙ্গী ছুটে আপনার মহিমায়,
ধুয়ে নিয়ে যায় জগতের সব কুৎসিত আবিলতা।
শ্যামল ঘাসেতে শিশিরের ছোঁয়া পবিত্র উল্লাস,
কবিতার মতো হীরের কুচিরা প্রফুল্লতায় গায়-
'আয় সুন্দর আঁধার ভেদিয়া, আয়রে ভুবন মাঝ,
পড়ন্ত বেলা অবহেলা করে কাটিয়ে দিস নে আর।
সত্য এবং সুন্দরতায় আলোর প্রদীপ জ্বেলে,
আলোময় করো মানুষের ধরা মানবিক চেতনায়।'


২১/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন:

এই লাইনটার মানে কি?

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:০৯

কবীর হুমায়ূন বলেছেন: স্যাঙাৎ = সঙ্গী বা বন্ধু (কুজন/মন্দ অর্থে)
সঙ্গত = বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরের মিল বা ঐকতান

এখানে বেড়াল বা বেড়াল শ্রেণির ভীরু/কুজন মানুষেরা শিয়ালের মতো ধূর্ত মানুষের স্যাঙাৎ হয়ে সঙ্গত ধরে।

পড়ার জন্য অনেক ধন্যবাদ রাজীব নূর।

২| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:২৯

কাইকর বলেছেন: সুন্দর লেখা।খুব ভাল লাগলো

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১০

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ কাইকর। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.